Sometimes we are angry, anxious, aroused, confused or defeated in our daily lives. How should we deal such situations? How can we solve these problems by the help of Quran and Sunnah? This e-book will guide you to learn and deal such problems according to Islam. InShaAllah it will help many people
মানব মন স্বচ্ছ দীঘির জল নয়, যার বিশুদ্ধতা আর স্থিরতা সকলকে মুগ্ধ করবে। আদতে মানব মন আকাশের মতন, ক্ষণে ক্ষণে যার রূপ বদলায়। বিরূপ পরিস্থিতির বিভীষিকায় প্রায়ই মনে জন্ম নেয় রাগ, হিংসা, দ্বিধাবোধ, অসহিষ্ণুতা, দুশ্চিন্তা, অবসাদ, ঘৃণা, বেদনা, সংশয়, একাকিত্ব প্রভৃতি। তখন আমরা সব পথ হারিয়ে নিজ প্রতিপালকের পথে ধাবিত হই, আত্মিক ও মানসিক শান্তির জন্যে দু'হাত তুলে প্রার্থনা করি। মুসলিম হিসেবে কীভাবে আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করা উচিত, কুরআন ও হাদীসের আলোকে কীভাবে দুআ করা উচিত, তা সম্পর্কে সকলকে অবগত করতেই ‘Self Reflection Supplications’ বইটা লেখা হয়েছে। ইন শা আল্লাহ বইটি আমার মুসলিম ভাই-বোনদের উপকারে আসবে। বইটি সকলের জন্যে উন্মুক্ত, তাই ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বইয়ের নাম: Self Reflection supplications (Pdf) লিখেছেন: Dilara Serkan লিংক: https://drive.google.com/file/d/1QPc4...