এমন ব্যতিক্রমী বিষয় নিয়ে লেখার জন্য লেখককে অভিনন্দন জানাই। এই লেখা যত না ভয়ের, তার চেয়ে বেশি অস্বস্তির। তবে লেখার টানে, আর বিষয়ের অভিনবত্বের আকর্ষণে শেষ অবধি পড়ে যেতে হয়।
✍️ হিজড়িয়া গ্রামে হিজড়ে দের এক গোপন উৎসব ডিঙ্গীরী। গ্রামের কোনো সাধারণ মানুষের সেখানে অংশগ্রহণ করা চলে না।হিজড়ে দের দেবী কাইতি মা। তবে কাইতি মায়ের নাম মুখে নিতে নাই, নিলেই নেবে আসে চরম বিপদ। কেনো ?কি রহস্য লুকিয়ে আছে এই ডিঙ্গীরী উৎসবে ? কাইতি মায়ের কাহিনী জানতে হলে পড়ে ফেলুন এখুনি।
🔺 মুড ফ্রেশ করতে এই বইটি হাতে তুলে নিতেই পারেন। Bore হতে হবেনা, পাতার পর পাতায় আকর্ষণ বাড়তেই থাকবে। হিজড়েদের নিয়ে ও তাদের দেবীকে নিয়ে একটা অন্যরকম গল্প। আগ্রহ নিয়ে পাতার পর পাতা উল্টাতে বাধ্য হবে পাঠকেরা। এখানে bore হবার প্রশ্নই ওঠে না। ভয় না পেলেও পুরো গল্প জুড়ে একটা ভয়ের আবহ ছিল।এককথায় বেশ ভালো লাগছে।