রহস্য পত্রিকা - এপ্রিল ২০২১ সম্পাদক: কাজী আনোয়ার হোসেন প্রকাশনী: সেবা প্রকাশনী প্রকাশকাল: এপ্রিল ২০২১ পৃষ্ঠা: ১৪৬ মূল্য: ৪০ টাকা . রহস্যপত্রিকার খুটিনাটি: রহস্যপত্রিকা বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় মাসিক পত্রিকা। ১৯৭০ সালেই রহস্য পত্রিকা প্রথম প্রকাশিত হয়। প্রথম দফায় চারটি সংখ্যা প্রকাশ হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৮৪ সালে সেবা প্রকাশনী থেকে এই পত্রিকা কাজী আনোয়ার হোসেন এর সম্পাদনায় এটি নিয়মিত প্রকাশিত হওয়া শুরু করে। এটি একটি রহস্য ও অ্যাডভেঞ্চারধর্মী মাসিক সাহিত্য পত্রিকা। এ পত্রিকায় পাঠকদের অংশগ্রহণে বিভিন্ন প্রকারের সাহিত্যকর্মও স্থান পায়। . কোথায় পাবেন: পত্রিকাটি যে কোন বড় সংবাদ পত্রের দোকানে, সেবার অফিস, বাংলাবাজার, নিলক্ষেত, সেবার ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। . প্রকাশক, প্রকাশনী এবং সকল লেখকদের জন্য শুভ কামনা রইলো। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুক.. 🎭 . #রহস্যপত্রিকা #bookaholicSAZIB
This entire review has been hidden because of spoilers.
রহস্য পত্রিকা এপ্রিল, ২০২১ সংখ্যাটা হাতের কাছে পেয়ে আর দেরি করিনি। পড়া শুরু করে দিয়েছিলাম এবং আজ সেটা শেষ হলো। মাঝে অফিসের ব্যস্ততার কারণে একটু সময় নিয়েই বইটি শেষ করতে হয়েছে। এই সংখ্যার গল্পসমূহ বেশ ভালো ছিল। ভ্রমণ অভিজ্ঞতা - রহস্যের ঘেরা বাটু কেভ, অতিপ্রাকৃত কাহিনী - লীলা চঞ্চলা, খন্ডচিত্র - বিষাদভ্রমণ, অতিপ্রাকৃত বড় গল্প - মৃত্যুশ্বাপদ, সত্য ঘটনা - বৃহন্নলার প্রতিশোধ, নিষিদ্ধ কথন - সবুজ গাঁয়ের অবুঝ কাহিনী, রোমাঞ্চ গল্প - ঝং, রহস্য গল্প - কিডন্যাপ এবং সর্বশেষ অতিপ্রাকৃত কাহিনী বিষাদ সরকারের ডায়েরি বেশ ভালো লেগেছে।।
অনেকদিন পরে রহস্য পত্রিকার পড়া শুরু করলাম, দেখা যাক এবার কতদিন অভ্যাসটা ধরে রাখতে পারি।।