ছোটখাটো গল্প। ফেসবুকে যা পড়েছি তার থেকে কিছুটা বাড়িয়ে, কিছুটা আগে-পরে করে তারপর ইবুক হিসেবে আসল।
অনামিকার বিয়ে ঠিক হয়েছে তার মৃত বোনের স্বামীর সাথে, অনেকটা সমঝোতার বিয়ে বলা চলে। কারণ অনামিকার বোন বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায়। বাচ্চাটাকে অনামিকাই বড় করেছে এতদিন ধরে। কারণ জাহিন (বোনের স্বামী) নীহারিকার মৃত্যুতে বিদেশে গিয়ে পড়ে আছে, ছেলের সাথে ফোনেই কথা বলে। দেশে আসার খেয়াল না দেখে অবশেষে তার মা আর অনামিকার মা মিলে এই বিয়ের উদ্যোগ। চার বছর ধরে না বলে আসলেও এবার জাহিন মত দেয় বিয়েতে। কিন্তু অনামিকার জীবনে হঠাৎ প্রাক্তনের দেখা মিলে। বর্ণহীন এই জীবনে কি তবে জাহিনই আসবে নাকি তার প্রাক্তন?