কবি মাহবুবুল আলম পলাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ। এই গ্রন্থে মোট ৪৮ টি কবিতা সংকলিত হয়েছে। প্রেম, দ্রোহ, পরাবাস্তবতা, সামাজিক টানাপোড়েন সহ নানা বিষয় উঠে এসেছে কবিতার শব্দ আর বাক্যের নিখুঁত ইন্দ্রজালে।
অসাধারণ কিছু কবিতার সন্নিবেশ এই আশ্চর্য সুন্দর কাব্যগ্রন্থ। প্রতিটা কবিতা হৃদয় ছুঁয়ে যায়, ভাবতে বাধ্য করে বারবার জীবনের অচিন বোধ। কবিতার ছত্রে ছত্রে নিরাভরণ শব্দের জাদুতে মূর্ত হয়ে ওঠেছে জীবনের অদ্ভুত সব দৃশ্যপট। কবি প্রথম গ্রন্থেই পাঠকের কাছে তার স্বকীয়তা যথাযথভাবে তুলে ধরতে পেরেছেন৷ যারা কবিতা পড়তে ভালবাসেন তাদের জন্য অবশ্যপাঠ্য।