What do you think?
Rate this book


68 pages, Hardcover
First published November 1, 1985
"আমি খালি শপ্ন দেহি, খালি তোমারে দেহি রারিকাল।
বউন্নাফুলে শাদা অয় ফাগুন আর চৈত মাস? ইজলের রাঙ্গা ফুল ভাইসসা যায় ম্যাগের পানিতে? আমি কত ডাক পারি। তুমি ক্যান হুমইর দ্যাও না?"
বেশি আর দেরি হইব না। আমি বাইরতে আহুম। শুক্কুর নাইলে শনিবার আহুমই বাইরতে।
তোমার দুদমাকা ভাত ঢাইক্কা রাইক্ক। দেইক্ক কাউয়ায় জ্যান না খায়। দুদমাকা ভাত খাইতে আহুম। শবরি কলা দিয়া মাইক্ক, কতদিন আমি দুদমাকা ভাত খাই না।
রারিকাল। রারিকাল। আমি কত ডাক পারি। তুমি ক্যান হুমইর দ্যাও না?