হোমেন বরগোহাঞির বিখ্যাত বই। পুরনো আভিজাত্য আর চিন্তা আঁকড়ে থাকা এক পিতা আর তার তিন পুত্রের গল্প। আজকের জন্য নতুন না কিন্তু প্রথম প্রকাশের (১৯৭৫) সময় নিশ্চয়ই বিশেষ ছিল। লেখক হয়ত তুর্গেনেভ থেকে কিছুটা প্রভাবিত হয়েছিলেন কিন্তু গল্প ও পটভূমি তার পারিপার্শ্ব। তাছাড়া কলকাতার বুদ্ধিজীবী বা সাহিত্যিক সমাজের বাইরে থেকে হোমেন লিখেছিলেন এ বই। সেখান থেকে বলতে হয় পরিবর্তনের ধারা, রাজনৈতিক আগ্রাসন, সমাজের পুরনো ধারার ভাঙন নিয়ে লেখা বইগুলোর মধ্যে গুরুত্ব রাখে 'পিতা-পুত্র'।