ভালো। ঘরের ও পরের সাহিত্য, দর্শন, রাজনীতি নিয়ে ভালো জানাশোনা হয়েছে। এবার পুরো সাক্ষাৎকার নিয়ে গড়ে ওঠা বইটা পড়ার পালা। তবে ইকতিজা আহসান হয় বড়ো গালিবল, নয়তো মুক্তমনা—আরেফিন যা বলেন, তা-ই গেলেন। ফলে সাক্ষাৎকারটা দ্বিমুখী না হয়ে ওহি নাজিলের মতো হয়ে গেছে। মাসরুর আরেফিন কথামালা সাজিয়ে নিজের পলায়নবাদী বুদ্ধিজীবী সত্তাকে ঢাকতে চান। সাহিত্যিক দেশোদ্ধার করবে না, কিন্তু সমাজের প্রতি তার ন্যূনতম দায়বোধ থাকতে হবে। একটা সুষ্ঠুভাবে সক্রিয় সমাজ এভাবেই চলতে পারে।