১৯৪৫ সালে অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্রে উর্দু ভাষায় প্রচারিত কথিকা-সিরিজ ‘ঢাকা আজছে পাচাস বারাস পাহলে’ ছিল হেকিম হাবিবুর রহমানের নিজের প্রত্যক্ষ করা ঘটনার ধারাভাষ্য। ১৯৪৯ সালে তত্কালীন পাকিস্তানের গভর্নর জেনারেল খাজা নাজিম উদ্দিনের উদ্যোগে লাহোর থেকে ওই কথিকা ‘ঢাকা পাচাস বারাস পাহলে’ নামে উর্দু ভাষায় মুদ্রিত আকারে প্রকাশিত হয়। ওই পুস্তকে ঊনবিংশ শতাব্দীর শেষ দশক অর্থাৎ বর্তমান সময় থেকে প্রায় ১২৫ বছর আগের ঢাকার সমকালীন সমাজ, সভ্যতা, সংস্কৃতি প্রভৃতির এক প্রামাণ্য বিবরণী হাকিম হাবিবুর রহমানের বর্ণনায় বিধৃত হয়েছে। এই পুস্তকে সমকালীন ইতিহাসের এমন অনেক ঘটনার ও বিষয়ের প্রাণবন্ত উল্লেখ রয়েছে, যা সচরাচর প্রাপ্ত ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ হয়নি। এই পুস্তকে বর্ণিত ১৬টি অনুচ্ছেদে যথাক্রমে ইতিহাসের দৃষ্টিতে ঢাকা, ঢাকার শিল্প (মসলিন), টুপির কাহিনী, রমজানের আগমন, ঢাকার রুটি, খাদ্য পরিবেশন, ঢাকার বিশিষ্ট খাবার, প্রসিদ্ধ খাবার, মিষ্টান্ন, পেশা, কুস্তি ও ব্যায়াম, খেলাধূলা, সংগীত, মেলা-পার্বণ, তবলা ও গান এবং হুক্কা, পান, চা প্রভৃতি সম্পর্কে বিবরণ রয়েছে।
গ্রন্থটিতে ১৮৯৫ সালের ঢাকার ইতিহাস, সমাজ-সংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা সম্পর্কে হেকিম হাবিবুর রহমানের নিজের প্রত্যক্ষ করা ঘটনার ধারাভাষ্য স্থান পেয়েছে। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৪৯ খ্রিস্টাব্দে।