একটা রক্ত মাংসের মানুষের দাম ঠিক কত হতে পারে রমন জানে না, ও শুধু জানে ওর ভালোবাসা সুরমাকে এক নারী মাংসলোভী নেকড়ের হাত থেকে বাঁচাতে ঘাম রক্ত মিশিয়ে অনেক টাকা উপার্জন করতে হবে। যে মানুষটা সুরমাকে এত ভালবাসে, বিয়ের আগে তার শরীর ছুঁয়ে দিলে কি সুরমা পাপ করবে ? IVF এর কল্যাণে গর্ভবতী হওয়া পৃথা জানে না যে ওর সন্তানের বায়োলজিক্যাল ফাদার ব্রতীন নয়, ব্রতীনের বেস্টফ্রেন্ড অনিকেত। পৃথার গর্ভে লালিত সন্তানের প্রতি অনিকেতের বাৎসল্য কি বন্ধুত্বের সম্পর্ককে জটিল করে তুলবে? শ্রমণা আর তথাগত কি জানে, ঠিক কোন লগ্নে একটা নাম গোত্র হীন সম্পর্ক জন্ম নেয় ? ধৃতিমান ও ইন্দুলেখার পরিণতি না পাওয়া প্রেমের দলিল কি কিংশুক আর উষসীর প্রেমকে পূর্ণতা দেবে? একটা আকস্মিক ঘটনার পর থেকে পৃথ্বীরাজ ওর ছোটবেলার বন্ধুর বোন আরশিকে অন্য চোখে দেখতে শুরু করেছিল। কিন্তু মনের কথা শুনলে যে অনেক সম্পর্ক ওলোট পালট হয়ে যাবে। আরশির ভালোবাসাকে কি ফিরিয়ে দেবে পৃথ্বী? একটি তারার মৃত্যুর আগে তাকে ঠিক কতটা পুড়তে হয়েছিল মিডিয়া কি সে খবর রাখে? নিতান্তই মধ্যবিত্ত উদয় কর কি সমাজের প্রথা আর বাধার সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারবে ? দুই সঙ্গী হারা মানুষের হৃদয়ের মাঝে সাঁকো তৈরি করে দেবে কে ? পুপুর ভালোবাসা রোজ দিনে রাতে পাশের বাড়ির ছাদে পায়চারি করে, তার নাগাল পাওয়া কি এত সহজ ? আচ্ছা, মানুষের মন যদি নীল আলোর ওয়েভলেন্থ এ ঠাওর করা যেত, তাহলে কি ধরা পড়ে যেত ঋষিক আর এনার চোরাই সুখের ঘ্রাণ? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দুই মলাটের মধ্যে। দশটি প্রাপ্তমনস্কের গল্প সংকলন।