Jump to ratings and reviews
Rate this book

চরকি

Rate this book
একটু পরেই আজান হবে। রুমি বারান্দায় বসেছিল নির্ঘুম। নানা সুখী ভাবনায় সে নিজেকে আচ্ছন্ন করে রেখেছিল এতক্ষণ- কিন্তু মাত্রই আসা সুরাইয়ার একটি ফোনকল তাকে একমুহূর্তে এলোমেলো করে দিল। ওর মনে হলো সব কিছু ভেঙে পড়ছে- পৃথিবীর সব রং ওর চোখের সামনে ফিকে হয়ে গেল নিমিষেই। সে চিৎকার করে আজিজুর রহমানকে ডাকল, ‘আব্বু। আব্বু। ও আব্বু…ওঠো! বের হও।’
আজিজুর রহমান ঘুমিয়েছিলেন। মেয়ের চিৎকার শুনে তড়িঘড়ি করে উঠলেন। বাতি জ্বাললেন। রুমি দরজার সামনে মেঝেতে বসে হাত পা ছুড়ছে। আজিজুর রহমান মেয়েকে টেনে তুলে বললেন, ‘কী হয়েছে মা?’
কান্নার দমকে কিছুই বলতে পারল না রুমি…বুকের মধ্যে সে বোধ করল এক অপার শূন্যতা।
এই শূন্যতার শেষ কোথায়!

160 pages, Hardcover

First published December 2, 2021

16 people want to read

About the author

A Bengali Storyteller!

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (31%)
4 stars
15 (42%)
3 stars
6 (17%)
2 stars
1 (2%)
1 star
2 (5%)
Displaying 1 - 13 of 13 reviews
Profile Image for Harun Ahmed.
1,673 reviews441 followers
December 26, 2021
উপন্যাসে প্রচুর কাকতালীয় ঘটনা।প্রচুর বলাটা ভুল,পুরো কাহিনির অধিকাংশ ঘটনাই কাকতালীয় এবং অতিনাটকীয়(একই দিনে রুমি আর সৌরভের বাবা অসুস্থ হয়,রুমির রিকশা খারাপ হলে সৌরভ এসে হাজির হয়,সুরাইয়ার বাবা মারা গেলে সে ত্রাতার ভূমিকায় চপলকে হঠাৎ পেয়ে যায় ইত্যাদি ইত্যাদি।)এতো এতো এতো কাকতালীয় ঘটনা একসাথে সহ্য করা মুশকিল।উপন্যাসের এক পার্শ্বগল্পে প্রচ্ছন্নভাবে "কৃষ্ণপক্ষ" ভাইব ছিলো। শেষে এসে পুরো কাহিনিতেই সেটা অনাবশ্যকভাবে প্রকট আকার ধারণ করলো।মূল চরিত্ররা কী করছে কেন করছে বোঝা দুষ্কর।লেখকের গদ্যশৈলী সাবলীল,তরতর করে পড়া যায়।কিন্তু বইটা আমার জন্য না।
Profile Image for Nafisa Tarannum.
77 reviews24 followers
April 20, 2023
মোটামুটি মিনিংলেস একটা বই! কোনো আগা মাথা কিছুই নাই গল্পের। হতাশ!
Profile Image for Mueed Mahtab.
356 reviews
March 23, 2025
রোমান্টিক উপন্যাস আবার পুরোপুরি রোমান্টিকও না। আমি এ জনরার রেগুলার পাঠক বলা যায়। বেশ কয়েকটা বই পড়া হয়েছে এই লাইনের। রোমান্টিক গল্পে যুবক যুবতীর ভুল বুঝাবুঝি দেখানো হবেই, এ ছাড়া আসলে রোমান্টিক গল্প হয়না। আমি যত বই পড়েছি সেখানে এ সমস্ত ভুল বুঝাবুঝিগুলো ছিলো একদমই নিব্বা নিব্বি টাইপের। এ বইয়ের ক্ষেত্রে সেরকমটা হয়নি। প্রেমিক আর প্রেমিকার মধ্যে যে ছোটখাটো ভুল বুঝাবুঝি গল্পে দেখানো হয়েছে অযৌক্তিক কিছু লাগেনি। কিন্ত গল্পে মূল চরিত্র ঘিরে বেশ কিছু কাকতালীয় ঘটনা ঘটে, সেগুলো বললে স্পইলার হয়ে যাবে। কিন্ত তাও কেমন যেন ব্যাপারটা। আর নায়কের জন্য নায়িকা বলতে গেলে পাগল, কেন এরকম পাগল সে সেরকম কিছু দেখানো হয়নি। সবকিছু মিলিয়ে মাঝামাঝি রকমের লেগেছে উপন্যাসটা।
Profile Image for Rehnuma.
449 reviews26 followers
May 8, 2022
ক্যাম্পাসের সুন্দরী মেয়ে রুমি। সিনিয়র থেকে জুনিয়র সব ছেলেই চায় রুমির সান্নিধ্য। কিন্তু রুমি কী চায়? সে যে চুপি চুপি মন দিয়ে বসে আছে তারই সহপাঠী চপলকে। চপলও রুমিকে পছন্দ করে, কিন্তু ভার্সিটি জীবনের দুই বছরেও কেউ কারো মুখোমুখি হয়নি। ভালোলাগা শুধু চোখের দেখাতেই সীমাবদ্ধ ছিল। সাইলেন্ট প্রেম সদ্য ভাষা পেলো।
ইফতেখার উদ্দিন সাহেবের বিশাল প্রাচুর্যের মাঝেও সুখ নেই। বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছেন একমাত্র ছেলে সৌরভকে। কিন্তু সৌরভ রাজি না। সে মন দিয়েছিল এক বিদেশিনীকে। সম্পর্ক টেকেনি তাদের।
সদ্য পিতাহারা দিশেহারা সুরাইয়া। রাতে ব্যাগ নিয়ে যাচ্ছিল গ্রামের বাড়ি বাবাকে শেষ দেখা দেখতে। পথেই ছিনতাইকারীর কবলে পড়ে। সেখানে দেখা হয় চপলের সাথে। অসহায় সুরাইয়াকে সাহায্য করে চপল। নিয়ে যায় বোনের বাড়ি। কিন্তু সেখানে তো চপলের নিজেরই প্রবেশাধিকার নেই!
চপলের এক রাতের করা সাহায্য আর তাকে দায়িত্ব নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ায় চপলের প্রতি দূর্বল হয়ে পড়ে সুরাইয়া। কিন্তু এতে লাভ হবে কি? চপলের মন জুড়ে যে আছে শুধুই রুমি।
এক রাতের দেখায় সৌরভ প্রেমে পড়ে যায় রুমির। কারণে অকারণে রুমিকে ফোন করে। রুমি কি বুঝতে পারে সৌরভের ভালোবাসা? রুমির মন জুড়ে তো শুধুই চপল।
রুমির সবথেকে কাছের বান্ধবি রিম্পা। সে চপলেরও বান্ধবি। দুইজনের সাইলেন্ট প্রেমের মাঝে রিম্পা-ই ভাষার যোগান দিয়ে এসেছিল। রিম্পার মনে শান্তি নেই। বাবা জোর করে বিয়ে দিতে চান তার বন্ধুর ছেলের সাথে। অনেকটা ব্যবসায়িক লাভের জন্যই। নিজেকে পণ্য মনে হয় রিম্পার।
এদিকে রুমির বাবা আজিজুর রহমান সাহেব তার মেয়েকে নিয়ে শুনেছেন ভয়ানক কথা! স্বাধীনতা দিয়ে মেয়েকে কি নষ্ট করে ফেললেন তিনি?
সৌরভ রুমির বাসায় এসে রুমির উদ্দেশ্যে একটা খাম দিয়ে যায়। রুমি কি খুলেছিল সে খাম? কী ছিল সেই খামে?
শেষ মুহূর্তে এসে সব ওলট পালট হয়ে গেল। চপলের জীবন, রুমির জীবন, সৌরভের অব্যক্ত ভালোবাসা, সুরাইয়ার ভরসার শেষ তরী সব কেমন যেন হয়ে গেল। এর শেষ কোথায়? না-কি জীবনের বৃত্তে চরকির মতো ঘুরপাক খেতে থাকবে সবাই?
পাঠ প্রতিক্রিয়া:
সমকালীন ধারার এক উপন্যাসের নাম ❝চরকি❞। কয়েকটা পরিবার, তাদের সাধারণ জীবন নিয়ে চরকি।
সমকালীন ধারার হলেও বেশ রোমান্টিক ভাব এনেছেন লেখক বইতে। আমার কাছে লেখায় অনেকটা হুমায়ূন আহমেদ ভাব লেগেছে। তবে সেটা ভালো হিসেবেই।
উপন্যাসের মূল চরিত্র রুমি। রুমিকে ঘিরে বাকি চরিত্র গুলো আবর্তিত হয়েছে। রুমির বর্ণনা আমার লেগেছে। উপন্যাসে বা আজকাল নাটকগুলোতে সুন্দরী মেয়ে বলতেই দুধে আলতা গায়ের রং কে ফোকাস করা হয়। চরকিতে রুমির উজ্জ্বল শ্যামবর্ণের মাঝেও রুমির অতুলনীয় সৌন্দর্যকে ফুটিয়ে তোলার ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে।
রুমির বাবা-মায়ের প্যারেন্টিং কৌশল ভালো লেগেছে।
উপন্যাসে খুব স্পিড ছিলো। পড়তে একঘেয়ে লাগেনি। অল্প সময়েই পড়ে ফেলা গেছে।
এবার আসি একটু খারাপ লাগায়,
রুমির প্রতি চপলের ভালোবাসা ঠিক ছিল। কিন্তু সৌরভের কাছে রুমিকে নিয়ে বলা কথা আমার ভালো লাগেনি। যাকে আমরা মন থেকে ভালোবাসি তাকে নিয়ে সাধারণত এ ধরনের কথা বলা যায় না। এর চেয়ে রুমির প্রতি সৌরভের ভালোবাসা আমার কাছে ভালো লেগেছে।
উপন্যাসে কিছু কাকতালীয় ব্যাপার ছিল যেটা একটু সিনেম্যাটিক লেগেছে।
সমকালীন ধারার হলেও আমার কাছে একটু বেশি রোমান্টিক টাইপ লেগেছে (রোমান্টিক জনরা আমি খুব একটা পড়িনা সেজন্য হতে পারে)।
উপন্যাসের পরের পার্ট এলে (যদি আসে) অসামঞ্জস্যগুলো উনি শুধরে আরো সুন্দর লেখা উপহার দিবেন আশা করি।
সব মিলে লেখক সুন্দর লিখেছেন চরকি উপন্যাসটি।
লেখক সম্পর্কে মন্তব্য:
মনোয়ারুল ইসলাম ভাইয়ার থেকে এ পর্যন্ত অতিপ্রাকৃত জনরার বই-ই পেয়ে এসেছি। সম্প্রতি সিরিয়াল কিলিং নিয়ে লিখেছেন। সেটাও ভালো লেগেছিল। তবে সমকালীন ধারায় এই প্রথম তিনি লিখলেন। লেখকের জন্য নতুন তেমন আমাদের পাঠকের জন্যও। আশা করি সমকালীন ধারায় উনি আমাদের আরো ভালো লেখা উপহার দিবেন। লেখকের জন্য শুভকামনা।
প্রচ্ছদ:
অতি সাধারণ একটা প্রচ্ছদ। তবে সুন্দর। সাধারণের মাঝে সুন্দর বলা যায়। হিজিবিজি কিছু নেই। নামলিপিটা খুব সুন্দর।
প্রচ্ছদ প্রকাশ পাবার পরে অনেকেই বলেছিল প্রথম দেখায় বিকাশ এর লগো মনে হয়েছে। তবে কালার ছাড়া আর কিছু বিকাশ জাতীয় আমার কাছে মনে হয়নি।
Profile Image for Shams.
17 reviews
March 16, 2022
রোমান্টিক ধরনার উপন্যাস, ভালো লেগেছে, শেষটা বেদনাদায়ক।
Profile Image for Anika Tasnim.
48 reviews3 followers
February 18, 2022
আমি বোধহয় এই বই এর টারগেট অডিয়েন্স না। 😬😬😬
Profile Image for Abdus Sattar Sazib.
259 reviews16 followers
December 2, 2021
লেখক সাহেব, শেষ হলো না তো। ২য় পর্ব চাই প্লিজ।
Profile Image for Mesratul Jannat.
36 reviews
January 14, 2025
#বই_রিভিউ_২০২৫
#চরকি
লেখক- Monowarul Islam
প্রকাশনী- নালন্দা
মুদ্রিত মূল্য- ৩০০
পৃষ্ঠা- ১৬০
জনরা- সমকালীন উপন্যাস

#ফ্ল্যাপ:
একটু পরেই আজান হবে। রুমি বারান্দায় বসেছিল নির্ঘুম। নানা সুখী ভাবনায় সে নিজেকে আচ্ছন্ন করে রেখেছিল এতক্ষণ- কিন্তু মাত্রই আসা সুরাইয়ার একটি ফোনকল তাকে একমুহূর্তে এলোমেলো করে দিল। ওর মনে হলো সব কিছু ভেঙে পড়ছে- পৃথিবীর সব রং ওর চোখের সামনে ফিকে হয়ে গেল নিমিষেই। সে চিৎকার করে আজিজুর রহমানকে ডাকল, ‘আব্বু। আব্বু। ও আব্বু…ওঠো! বের হও।’
আজিজুর রহমান ঘুমিয়েছিলেন। মেয়ের চিৎকার শুনে তড়িঘড়ি করে উঠলেন। বাতি জ্বাললেন। রুমি দরজার সামনে মেঝেতে বসে হাত পা ছুড়ছে। আজিজুর রহমান মেয়েকে টেনে তুলে বললেন, ‘কী হয়েছে মা?’
কান্নার দমকে কিছুই বলতে পারল না রুমি…বুকের মধ্যে সে বোধ করল এক অপার শূন্যতা।
এই শূন্যতার শেষ কোথায়!

#কাহিনী_সংক্ষেপ:
চরকি বইটা তিন জোড়া ছেলে মেয়ের। যারা একজন অন্যজনকে ভালোবাসে ঠিক চরকির মতো। কেও কারোর সাথে নেই অথচ সবাই একজন আরেকজনের পিছনে পরে আছে। সবাই চাচ্ছে ভালোবাসার মানুষটাকে পেতে কিন্তু চরকির পাখার মতো কেও কারোর দিকে এগিয়ে গিয়েও ছুঁতে পারছে না।
এই ৬ জন নারী পুরুষের ঘূর্ণায়মান সময়ে আরো কিছু পার্শ্ব চরিত্র যুক্ত হয়ে কাহিনিকে এগিয়ে নিয়ে গেছে এক হৃদয় খন্ডিত পরিস্থিতিতে।

#পাঠ_প্রতিক্রিয়া:
মনোয়ারুল ইসলামের অন্যান্য বইয়ের মতো এই বইটাও পড়া শুরু করেছিলাম অনেক আত্মবিশ্বাস নিয়ে, লেখক পাঠকদের হতাশ করবে না। কিন্তু আমি হতাশ। বড়লোকের ঘরের দুলালিদের চক্রে বইটা কাকতালীয় ঘটনায় ভরপুর। হ্যাঁ কাকতালীয় ঘটনা ঘটেই থাকে বাস্তবিক জীবনে। কিন্তু তাই বলে প্রত্যেকটা বাঁকে কোইন্সিডেন্স হবে? এসবের জন্য গল্পটা ঠিক জমতে চায় নি।

শেষটায় নীড় হারা ছেলেটার জন্য খারাপ লেগেছে। বেচারা বাবা মা ছাড়া বড় হয়ে শেষ বেলা পানিতে ভাসা কচুরিপানার মতো ভেসে চলে গেলো বহুদূর। সাথে অকুল দরিয়ায় ফেলে রেখে গেলো ৩ দিনের পরিচয়ে তার ভরসায় বাড়ি পালানো এতিম মেয়েটাকে।

#রেটিং: ৩.৭/৫
24 reviews
April 29, 2022
এক বসায় পড়ে ফেলার মতন বই। মনোয়ারুল ইসলাম ভাই আমার খুব পছন্দের একজন লেখক আর তার উপর ভাই আমার হোম মিনিস্টারের এলাকার মানুষ 😁
ভাইয়ের আগের বইগুলো ছিলো রহস্য, আধিভৌতিক থ্রিলার জনারার। এই বইটা একদমই ভিন্ন ধাচের। সামাজিক, হিউমার ও আছে।
চরকি বইটার নামের স্বার্থকতা ই বলবো আমি, চরকি যেমন বৃত্তাকারভাবে ঘূর্ণনশীল তেমন এ বইয়ের চরিত্রগুলো ও। কোনো না কোনো ভাবে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ প্রাপ্ত হয়, এভাবেই কাহিনি এগিয়ে যায়। বাকিটা সবার পড়ে নেওয়ার অনুরোধ রইলো।
আশা রাখি বইটির পরবর্তী পর্ব ও আমরা শীঘ্রই পাবো।

পুনশ্চঃ লেখক স্বাধীন, তবুও মনে হয়েছে চরিত্রের বিল্ড আপ/ ব্যাকগ্রাউন্ডে আরেকটু যদি বিস্তারিত থাকতো ভালো হতো। সেজন্য ১* কম 🙃
Profile Image for Sajol Ahmed.
56 reviews2 followers
August 17, 2023
ক্ষুদ্র প্রতিক্রিয়া—


সুরাইয়া আকাশের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি অনেক উঁচুতে। সেখানে দুটো চিল চক্রাকারে ঘুরছে চরকির মতো। মানুষের জীবনটাও এই চিলদের মতো, সে সারাজীবন চরকির মতো ঘোরে। ঘুরতে ঘুরতে তার দেখা হয়—হাসি, কান্না, ধোঁকা, ভালোবাসা, সুখ আর মৃত্যুর সাথে। যে জীবন শুরু হয় জন্ম হয়ে, সেই চরকির জীবন শেষ হয় মৃত্যু দিয়ে।এই মৃত্যুর মতো নির্মম কি কিছু আছে মানুষের জীবনে?


এতদিন মনোয়ার ভাইয়ের শুধু ভৌতিক লেখাই পড়েছি। সামাজিক জনরায় এটাই প্রথম। ছোটখাটো সিম্পল একটা গল্প। তারমধ্যেই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। মোটামুটি থেকে একটু বেশি ভালো লেগেছে। তবে এক্সপেকটেশন আরো বেশি ছিল।
বরাবরের মতোই সহজ, সুন্দর, সাবলীল বর্ণনা ছিল। গল্পের প্লট বেশ ভালো। চরিত্র বিশ্লেষণও সুন্দর, তবে কয়েকটা চরিত্রের আরেকটু বর্ণনা দিলে ভালো হতো। গল্প অবশ্য শেষ হয়নি। আরো পার্ট আসবে। সেখানে আরো বিস্তারিত পাবো আশা করি।
এই বইতে একটা মজার ব্যাপার লক্ষ্য করেছি। গল্পের বেশ কিছু জায়গায় হুমায়ূনীয় বর্ণনা স্টাইল পেয়েছি, যেটা আমার ভালো লেগেছে 😃 অবশ্য অনেকের এমনটা মনে নাও হতে পারে।
গল্পের নেগেটিভ দিক একটাই; বেশ কিছু জায়গায় খানিকটা নাটুকে লেগেছে। আর কাকতালীয় ব্যাপার-স্যাপার একটু বেশি ছিল। এগুলো আরেকটু সুন্দরভাবে সাজানো যেতো।
তো এই হল "চরকি"। সবমিলে ভালো। একবার পড়াই যায়। দ্বিতীয় পার্টের অপেক্ষায় রইলাম।
আর হ্যাঁ, বইয়ের প্রচ্ছদটা কিন্তু এক কথায় দুর্দান্ত। পেইজ, বাঁধাইও ভালো। ভুলত্রুটি না থাকার মতোই।

Happy Reading
=================
বই : চরকি
লেখক : মনোয়ারুল ইসলাম
প্রচ্ছদ :
সুরঞ্জিত তনু
জনরা : সমকালীন উপন্যাস
প্রকাশনী : নালন্দা
Profile Image for Maruf.
21 reviews
February 24, 2025
সাবলীল গদ্য। এক বসায় শেষ করার মতো বই। চপল, সৌরভ, রুমি, রিম্পা প্রতিটা চরিত্রকে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন লেখক। সুরাইয়ার চরিত্রটাকে একটু খাপছাড়া লাগলেও শেষের দিকে এসে পুষিয়ে গেছে। লেখকের কাছে এমন লেখার আরো চাই শুধু ভুত প্রেত নিয়ে পড়ে থাকলে হবেনা।
Profile Image for Jasmin.
4 reviews
March 3, 2023
একবসায় শেষ করেছি বইটি। শেষ অংশটুকু পড়ে নিশ্বাস আটকে গেছে।'আব্বু আব্বু বের হও।' রুমির এই চিৎকারটা কানে বাজতেছে এখনো। জানিনা লেখক দেখবেকিনা। আমার আর্জি এটার সেকেন্ড পার্ট চাই। বাকিটা লেখকের মর্জি।
Displaying 1 - 13 of 13 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.