সূচিপত্রঃ কুয়াশা ১ : ১-৮৪ কুয়াশা ২ : ৮৫-১৮১ কুয়াশা ৩ : ১৮২-২৩৯ কুয়াশা ৪ : ২৪০-৩১৯ কুয়াশা ৫ : ৩২০-৪১৩
কুয়াশা,শহীদ ও কামাল। দেশে- বিদেশে অন্যায় অবিচারকে দমন করে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করাই এদের জীবনের ব্রত। এদের সঙ্গে পাঠকও অজানার পথে দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়তে পারবেন। উপভোগ করতে পারবেন রহস্য, রোমাঞ্চ ও বিপদের স্বাদ। শুধু ছোটরাই নয়, ছোট-বড় সবাই এ বই পড়ে প্রচুর আনন্দ লাভ করবেন।
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
কুয়াশা ১ - ০.৫ তারা; কুয়াশা ২ - এক তারা, কুয়াশা ৩-৪ দুই তারা আর কুয়াশা ৫ তিন তারা পাওয়ার মত। তাও সব মিলিয়ে তিন তারা দেওয়া গেল বইটার ঐতিহাসিক গুরুত্বের কারণে, কুয়াশার হাত ধরে সেবা আর কাজীদার যাত্রা শুরু তাই। বইয়ের প্রতিটা চরিত্রই অপরিপক্ক; চিন্তা, ভাবনা, ডায়লগ, আচার আচারণ রীতিমতো হাস্যকর। হুদাই মানুষ খুন, পশু শিকার, প্রেম প্রেম ডায়লগ, হাস্যকর কাহিনির মাঝে রাগ সংগীতের বিস্তারিত বর্ণনা, গরিলার কান্ড কারখানা আর কুয়াশা ৫ এর মানিকপুর হত্যারহস্যের ক্লাইমেক্সই শুধুমাত্র ইন্টারেস্টিং। সেরা চরিত্র গোরিলা গোগী।
কুয়াশার সাথে আমার প্রথম পরিচয় মাসুদ রানার "সেই কুয়াশা" বইয়ের মাধ্যমে(যেটা আমার কাছে রানার ওয়ান অব দ্য বেস্ট বই)
কুয়াশা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি করা এই রানার সমসাময়িক চরিত্রটি পাঠকমহলে যথেষ্ট আলোড়ন ফেলেছিলো। কিন্তু রানার মত রিপ্রিন্ট না করাতে পাঠকদের জন্য সংগ্রহ করা অসুবিধাজনক ছিল। গত বছর খুব আলোড়ন তুলে সেবা প্রকাশনী ঘোষণা দেয়, তারা কুয়াশার সবগুলো বই ই রিপ্রিন্ট করবে, বড় বড় ভলিউমে। কাজী আনোয়ার হোসেন আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি কুয়াশাকে রেখে গিয়েছেন আমাদের জন্য।
একটা টুইস্ট থেকে বের হতে না হতে আরেকটা টুইস্ট।এ কাহিনী কাজী আনোয়ার হোসেন এর পক্ষেই লিখা সম্ভব।সবাই মাসুদ রানাকে নিয়ে obsessed,আমি না হয় কুয়াশাকে নিয়ে obsessed থাকি। A masterpiece has always a mystery!!!
বইটির ঐতিহাসিক গুরুত্বের কারণে খুব আগ্রহ নিয়ে পড়ছিলাম বইটি। কিন্তু যতই পড়তে থাকলাম, হতাশা শুধুই বাড়তে থাকে। কাহিনী, চরিত্র, লেখার ধরন, কোনো দিক দিয়েই একে ভালো বই বলা যায় না। কাজীদার বই নিয়ে এমন মন্তব্য লিখছি ভেবে খারাপ লাগছে, কিন্তু না লিখে উপায় নেই।