#পাঠপ্রতিক্রিয়া
#books_with_amir
🍁বই - অর্ক সমগ্র ১
🍁লেখক - পল্লব হালদার
🍁প্রকাশনী - ধী
🍁মুদ্রিত মূল্য - ২৪৯
লেখকের রহস্যকাহিনীর সাথে আমার পরিচয় হয় অডিও স্টোরি চ্যানেল গুলোতে , সেখানেই প্রথম খোঁজ পাই এই বইটির। মনস্তাত্ত্বিক গল্পের প্রতি আমার বরাবরই ভীষণ আগ্রহ। কিন্তু সেরকম বইয়ের খোঁজ খুব বেশি পাইনি, বা যে কটা পেয়েছি শুধুমাত্র হুমায়ুন আহমেদ এর মিসির আলি বাদ দিয়ে আর কোনো গল্পই খুব ভালো লাগেনি।
এক চরিত্রের সাথে অন্য চরিত্রের কখনও তুলনা করতে নেই, কারণ প্রতিটি চরিত্র নিজের নিজের স্থানে প্রতিষ্ঠিত। তাঁর পরেও বলছি, এই বইটি শেষ করে আমি ঠিক সেরকম অনুভূতি পেয়েছি যেরকম টা মিসির আলি র গল্প গুলো পড়ার সময়ে অনুভব করি❤। লেখকের লেখা একটা মিসির আলির ফ্যানফিকশন শুনেছিলাম স্ক্যাটার্ড থটস চ্যানেল এ "মিসির আলি ভালো নেই ", আর তাঁরপরে এই বইটি পড়ে মনে হল লেখক ও হয়ত আমার মতোই মিসির আলিরও ভক্ত।
🍁বইয়ের মূল চরিত্রে আছেন ড. অর্ক। একজন সাধারণ মানুষ। তবে সাধারণ হলেও তিনি কাজ করেন পৃথিবীর সবচেয়ে জটিল জিনিসের সঙ্গে, সেটি হল মানুষের মন। অর্ক একজন সাইকোলজিস্ট। পেশা সূত্রে থাকেন নাইজেরিয়ার লেগোসে। আর গল্প কথক হলেন অর্কের বন্ধু, নাম তুহিন।
বইটিতে আছে মোট ৬ টি গল্প। প্রথম গল্প "ভয় " ওটা দিয়েই গল্প কথকের সাথে অর্কের পরিচয় হয়। এই বইতে যে গল্প গুলো আছে তা হলো,
🍁১. ভয়
🍁২. ইল্যুশন
🍁৩. মনোমোহিনী
🍁৪. অভিশপ্ত ব্রেসলেট
🍁৫. সমান্তরাল
🍁৬. ওসানিন
অর্ক যেমন অন্যের রহস্য সমাধান করেন, তাঁর নিজের জীবন ও কম রহস্যময় নয়, তাঁর নিজের জীবনের একটি কাহিনীও আছে এই বইতে। আবার লেগোসের বিখ্যাত সাইক্রিয়াটিস্ট অর্ক তিনিও যে তাঁর সব কেসেই সফল হয়েছেন সেটিও নয়, এরকম কাহিনী ও আছে এই বইতে। আবার কিছু ভয়ঙ্কর জটিল কাহিনী, কখনও রহস্য সমাধান করতে গিয়ে তাঁরাও বিপদে পড়েছিল... সেরকম গল্প ও আছে। সোজা কথায় এক একটা গল্প এক এক স্বাদের।
🍁প্রথম আর শেষ গল্পটা একদমই সাইকোলজিক্যাল। বাকি ৪ টির ভিতরে ২ টি হলো একেবারেই অতিপ্রাকৃত ধরনের, আর ২ টি অতিপ্রাকৃত কিন্তু একটু বৈজ্ঞানিক যুক্তিও আছে সেখানে।
🍁বইয়ের প্রতিটি গল্প ভীষণ টান টান আর উত্তেজনাপূর্ণ। এছাড়া বইতে বোনাস হিসাবে পাবেন নাইজেরিয়ার প্রাকৃতিক বর্ণনা, জঙ্গলের বর্ণনা, ওখানকার কালচার...
🍁গল্পের বর্ণনা ভীষণ সহজ সরল। পড়তে পড়তে কোথাও বোরিং ফীল হবার জায়গা নেই।
🍁প্রতিটা গল্পের জন্য আছে ২ টো করে ছবি। কভারটিও ভীষণ আকর্ষনীয় সাথে ভিতরের ছবিগুলো ও খুবই সুন্দর।
🍁বইয়ের পেজ কোয়ালিটি খুব ভালো। কোনো প্রিন্টিং মিস্টেক চোখে পড়েনি।
❤আমি বই পড়ে সেটি কেমন লাগল সেটা জানানোর জন্যই রিভিউ লিখি, কোনো বইয়ের রেটিং দিই না রেটিং দেবার মতো যোগ্যতা আমার নেই তবে এই বইটি পড়ে রেটিং না দিয়ে পারলাম না। এতো ভালো একটা বই অথচ রিভিউ দেখিনি তেমন একটা। রেটিং ৫/৫ । 😍😍❤️
🍁প্রতিটি গল্পই আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তবে তাঁর ভিতেরও সব চেয়ে বেশি ভালো লেগেছে দ্বিতীয় গল্পটি। আপনি যদি রহস্য কাহিনী পড়তে চান বা সাইকোলজিক্যাল কিছু পড়তে চান নির্দ্বিধায় বইটি পড়তে পারেন, অবশ্যই ভালো লাগবে।❤
ভালো থাকবেন লেখক, আপনার লেখনী আরও দীর্ঘায়িত হোক, আমাদের কেও আরও এরকম কাহিনী উপহার দিতে থাকুন।❤️
🍁পুনশ্চ :- লেখকের কাছে প্রশ্ন অর্ক সমগ্র ২ কবে আসছে? অতিশীঘ্রই অর্ককে আবার দুই মলাটে আমরা চাই ❤️
এই ধরনের আরও রিভিউ পেতে এবং নিত্য নতুন বই সম্পর্কিত তথ্য পেতে like, follow.. এবং আপনার বইপ্রেমী বন্ধুদের কাছে share করে সাপোর্ট করতে পারেন আমার ফেসবুক পেজ Books With Amir কে❤️। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অতি অবশ্যই সাহিত্যে থাকুন ❤। ধন্যবাদ🙏