Jump to ratings and reviews
Rate this book

ডা. অর্ক সেন #01

অর্ক সমগ্র - প্রথম খণ্ড

Rate this book
ডা. অর্ক সেন আসলে তাঁর চারপাশের আরও দশটা মানুষের মতোই একজন সাধারণ মানুষ। তাঁর সুপারহিরো আর্মার নেই, তিনি অদৃশ্য হতে পারেন না, এমনকী একজন মানুষকে একবার দেখে তাঁর অতীত-বর্তমান-ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষমতাও তাঁর নেই।

তবে তিনি কে?

তিনি মনের ডাক্তার। নেশাতেও, পেশাতেও। মানুষের মনের খবর নিতে তাঁর জুড়ি মেলা ভার। পৃথিবীর সবথেকে রহস্যময় বস্তুটিকে নিয়ে চর্চা করতে করতেই ডা. অর্কর সামনে এসে দাঁড়ায় একের পর এক অদ্ভুত, অভূতপূর্ব ঘটনা... কিছু কিছু ক্ষেত্রে তাঁর চোখের সামনে খুব ঔদ্ধত্য দেখিয়ে আঙুল নাচায় তারা, চ্যালেঞ্জ করে তাঁকে। শুরু হয় মস্তিষ্কের সঙ্গে মস্তিষ্কের লড়াই, লৌকিকের সাথে অলৌকিকের লড়াই। প্রতিপক্ষ কখনও চেনা, কখনও বড় অজানা, কখনও পুরুষ, কখনও প্রকৃতি। প্রত্যেকটা ঘটনার শেষ অব্দি চুলচেরা বিশ্লেষণ করেন ডা. অর্ক, কখনও দিনের শেষে সব ঘুঁটি এসে জমা হয় তাঁর কোর্টেই, কখনও তাঁর ভাগে পড়ে থাকে শুধু অভিজ্ঞতাটুকু। ডা. অর্কর মস্তিষ্কের, মনস্তাত্বিক জ্ঞানের, বুদ্ধিমত্তার তেমনই কিছু জিতে যাওয়া, কিছু লড়ে যাওয়া ঘটনাবলীর সংকলন 'অর্ক সমগ্র- প্রথম খন্ড'।

176 pages, Hardcover

First published December 12, 2021

1 person is currently reading
35 people want to read

About the author

Pallab Halder

9 books21 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (53%)
4 stars
2 (13%)
3 stars
4 (26%)
2 stars
1 (6%)
1 star
0 (0%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Tiyas.
473 reviews127 followers
February 3, 2025
বিগত কয়েকটি বইয়ের ক্ষেত্রে লক্ষ্য করছি যে রিভিউ লিখতে বসলেই ক্রিকেটীয় উপমার শরণাপন্ন হয়ে পড়ি। মুদ্রাদোষ? না ব্যক্তিগত অক্ষমতা? আজও দেখুন, এই বইটি সম্বন্ধে লিখতে বসেও মাথায় খেলছে সেই ক্রিকেটেরই অভ্যাস।

সাকুল্যে ছয়টি গল্প। কোয়ালিটির ফারাক বিস্তর। শুরুটা জম্পেশ। পাওয়ারপ্লেতে নির্ভয়ে ব্যাট চালিয়ে ঝড়ো গতিতে রান তোলার সমান। আবার শেষটাও জবর। স্লগ ওভারে আন্দাগুন্দা মেরে দরকারি কটা বাড়তি রান সঞ্চয়ন। তবে বাঁধ সাধে মিডল ওভারের কালান্তক স্পিন-চোক্! এইখানেতে ছয়টির মধ্যে তিনটে গল্প এক্কেবারে ডোবায়। লেখকের সজীব প্রচেষ্টা সত্বেও অর্ক সেন ও তুহিনের কেরামতি মনে দাগ কাটে না একেবারেই।

দ্রষ্টব্য, 'মনোমোহিনী' গল্পটিতে কালো জাদু ও যৌন-ঈর্ষার অতিনাটুকে সংস্থাপন। 'অভিশপ্ত ব্রেসলেট'এ প্রাচীন মিশরীয় ইতিহাসের শিশুতোষ পরিণতি। এবং 'সমান্তরাল' লেখাটিতে প্যারালাল ইউনিভার্স দর্শানোর এক অক্ষম প্রচেষ্টা। বাংলা প্যারাসাইকোলজি ঘরানায়, ঐষিক মজুমদারের 'হারানো প্রাপ্তি' বা হুমায়ূন আহমেদের 'নিষাদ', প্রভৃতি, পড়ে থাকলে 'সমান্তরাল'কে স্বদন্তহীন ছেলেখেলা বলে মনে হওয়া আশ্চর্য নয়।

অগত্যা আমার প্রাথমিক প্রতিক্রিয়া কিঞ্চিৎ হতাশায় জর্জরিত। কতকটা লোভের ঠেলায় মেলার মাঠে হাওয়াই মিঠাই কেনার সমান। এক সময় জমিয়ে খাবো বলে তুলে রাখলাম ঠিকই, তবে প্যাকেট খুলে দলা পাকিয়ে যাওয়া গোলাপী বস্তুটি দেখে যারপরনাই হতাশ হবার আনফরচুনেট গপ্পো। তবে উপরি পাওনা আছে একখানি। আমার কপিটিতে আবার লেখকের সাক্ষর বিদ্যমান। কপালবশে অ্যাক্সিডেন্টাল আমদানী আরকি। সবটাই ঐ কলেজ স্ট্রিট নামক তীর্থস্থানের দয়া। দিব্যি জিনিস।

যাই হোক, ভালোর খবর বলি।

'ভয়' গল্পটি রেডিও মির্চির দৌলতে আগেই শোনা। দ্বিতীয় বার পড়ে মন্দ লাগল না। হিচককের 'সাইকো'র ছায়া পেলেও গল্পটিতে ডক্টর অর্ক সেন এবং তুহিনের প্রাথমিক ব্রোমান্স বেশ উপভোগ্য। এছাড়াও, একদম শেষ প্রান্তে 'ওসানিন' নামক লেখাটি, লোকজ বিশ্বাস, মানসভ্রমণ ও গোয়েন্দাগিরির সংমিশ্রণে পড়তে ভালো লাগে। লেখকের কলমে নাইজেরিয়ার অরণ্য বা স্রেফ লেগোসের দৈনন্দিন বর্ণনায় আত্মজৈবনিক উপাদান মজুদ। এতে গল্পগুলোতে রিয়ালিজম আসে। বইটি পায় আইডেন্টিটি। উপরন্তু, ধী প্রকাশনীর প্রোডাকশনের মান এবং অভিব্রত সরকারের অলঙ্করণ, সবটাই এ-প্লাস!

তবে যেই গল্পটির জন্যে আলাদা করে মঞ্চ তৈরি না করলেই নয়, সেটির নাম 'ইল্যুশন'। বইয়ের দ্বিতীয় কাহিনী। অনেকটা সময় নিয়ে রচিত একটি জটিল মনস্তাত্বিক থ্রিলার। যার শেষটুকু রাতের শেষ প্রহরে পড়তে গিয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে রীতিমত! এর চেয়ে বেশি বলবো না। বাকিটা নিজেরাই পড়ে দেখুন পারলে... আমি কেবল এই একটি গল্পের গুডউইলে মাতোয়ারা হয়ে সিরিজের পরবর্তী বইটি কিনে ফেলব আপাতত।

যা থাকে কপালে। জয়মাকালী!

(২.৭৫/৫ || জুলাই, ২০২৪)
Profile Image for Riju Ganguly.
Author 38 books1,865 followers
March 4, 2022
ফেসবুকে বা 'অষ্টবসু' পেজে আমরা অনেকেই পল্লব হালদারের সুঠাম, মনোগ্রাহী লেখা পড়েছি। আলোচ্য বইটি তাঁর প্রথম একক গল্পগ্রন্থ। বর্তমানে নাইজিরিয়ার লাগোসের বাসিন্দা ডক্টর অর্ক সেন, সাইকায়াট্রিস্ট-কে কেন্দ্রে রেখে লেখা একগুচ্ছ গল্প স্থান পেয়েছে এই বইয়ে। তারা হল~
১) ভয়;
২) ইল্যুশন;
৩) মনোমোহিনী;
৪) অভিশপ্ত ব্রেসলেট;
৫) সমান্তরাল;
৬) ওসানিন।
অত্যন্ত স্বচ্ছন্দ ও সাবলীল ভঙ্গিতে লেখা এই ছ'টি কাহিনি এক কথায় আনপুটডাউনেবল। এতে লেখকের আত্মজৈবনিক উপাদান ও আত্ম-বিশ্লেষণ যেমন আছে, তেমনই আছে সহজ চোখে দেখা পারিপার্শ্বিকের কথা। প্রতিটি গল্পেই টুকিটাকি কথা আর ঘটনার মধ্য দিয়ে রোমাঞ্চের এক জটিল জালে পাঠককে জড়িয়ে ফেলা হয়েছে।
দু'টি গল্প আদতে পর্যবেক্ষণ-নির্ভর, মনস্তত্ত্ব-আধারিত আখ্যান, যেখানে কোনো অপরাধের কিনারা হয়েছে। দু'টি গল্প স্পষ্টতই অলৌকিক। আর দু'টি গল্পকে প্যারাসাইকোলজির আওতায় ফেলাই হয়তো সমীচীন।
বইটিকে অলংকরণ ও পরিচ্ছন্ন লে-আউটে ভারি সুন্দরভাবে সাজানো হয়েছে। বানান বা মুদ্রণের কোনো প্রমাদ পাইনি। প্রচ্ছদ থেকে শেষ অবধি সম্পূর্ণ বইটিতেই রয়েছে মননের প্রয়োগ। সব মিলিয়ে এটি অত্যন্ত উপভোগ করলাম।
তবে পাঠকদের উদ্দেশে অনুরোধ~ 'ইল্যুশন' নামক গল্পটিকে পারলে সবার শেষে পড়বেন। ওটি অসামান্য, আর বহু রহস্যের আকর।
অলমিতি।
1 review
January 6, 2024
মানুষের মন আর মস্তিষ্কের সঠিক ধারণা দেওয়া বেজায় মুশকিল। গভীর সমুদ্রের ন্যায় মানুষের মন বোঝার জন্য রয়েছে মনের ডাক্তারেরা। এরমই একজন অর্ক। অর্কর কথা আমি প্রথম শুনি ২০২২ এর বইমেলার সময়। আমি তখন হায়দ্রাবাদে। তারপরেও নানা কারণে অর্কর সাথে পরিচয় হয়নি। কিন্তু জানিনা কিভাবে ফেসবুক থেকে চিনেছিলাম পল্লব দাকে। পল্লব দার পোস্ট ফলো করতাম। বেশ ভালো লাগতো। বাজে কথা ছেড়ে বলি অবশেষে অর্ক সমগ্র ৩ যেদিন প্রকাশ হলো সেদিন আমিও উপস্থিত ছিলাম। সেদিন মনস্থির করাই ছিল। অর্ক সমগ্র ১ আর ২ সঙ্গে সঙ্গে ব্যগস্থ করেছিলাম।

পুরুলিয়ায় বেড়াতে গিয়ে অর্ক সমগ্র ১ কে বগলদাবা করে নিয়ে গেছিলাম। ট্রেনেই শেষ করে ফেলেছিলাম। বলতে গেলে এক মুহূর্তের জন্যও বইটা নামিয়ে রাখতে পারিনি। এ নিছক সাইকোলজির তথ্যে ঠাসা বই নয়। এতে আছে বন্ধুত্ব, সাইকোলজির উপাদান, ভালোবাসা, প্রকৃত - অতিপ্রাকৃত আরো অনেক কিছু। ছয়টি গল্প দিয়ে সাজানো এই বই আমার বেশ নতুন লেগেছে। এতে তথ্যে ঠাসা বোর করে দেওয়ার মত উপাদান নেই। আছে মজা, রহস্য এবং তার সমাধান ( লজিকাল উপায়ে)। তাই আমিও যেন মাঝে মধ্যে তুহিন হয়ে উঠছিলাম। অর্কও হয়ে উঠছিলাম মাঝে মধ্যে ( পল্লব দা মার্জনা করে দিও)।
প্রথম গল্প ' ভয় ' আগে আমি সানডে সাসপেন্সে শুনেছিলাম বটে। কিন্তু শোনা আর পড়ার মধ্যে বিস্তর ফারাক। আরও বেশি উত্তেজনা অনুভব করলাম পড়ার সময়। এ গল্প নিয়ে নিঃসন্দেহে সিনেমা করা যায়।
দ্বিতীয় গল্প ' ইল্যুশন ' আমার বেশ অন্য রকমের লেগেছে। অদ্ভুত গল্পটা। পাঠক এই গল্পের আদপে কি বিশ্লেষণ সেটা সম্পূর্ণ নিজে ভাবুক। আমি বলবো না এটা পড়ে আমি কি ভেবেছি। সেটা পল্লব দাকে চুপি চুপি বলবো এক সময়। অর্ক তো মানুষই। তারও তো মন আছে 😉
তৃতীয় গল্পটি আমার অতটা ভালো লাগেনি তাই আলোচনায় বেশি যাচ্ছিনা। চতুর্থ গল্প অভিশপ্ত ব্রেসলেট আমার এই বইয়ের সবচেয়ে প্রিয় গল্প। কেন প্রিয় সেটা ঠিক বলে বোঝাতে পারবো না। আমার ইজিপ্টের প্রতি ভালোবাসার জন্য, নাকি গল্পের অমন চমৎকার আর মন মুগ্ধ করে দেওয়া শেষের জন্য জানিনা। সাইকোলজির সাথে মিশেছে ইতিহাস, আর অলৌকিকতা। যার ব্যাখ্যা অর্কর কাছেও ছিল না।
পঞ্চম গল্প সমান্তরাল বোধ হয় গুণগত বিচারে সবচেয়ে এগিয়ে। প্যারালাল ইউনিভার্সের এত সুন্দর একটি গল্প যাতে মিশে আছে বিষাদের সুর। আরও অনেক থিওরি এই গল্প পড়তে পড়তে মাথায় আসছিল। আর একদিন আলোচনা করবো এটা নিয়ে।
ষষ্ঠ গল্প ওসানিন থেকে বোঝা যায় অর্ক শুধুমাত্র একজন মনোরোগ বিশেষজ্ঞ নয়। তার মধ্যে রয়েছে গোয়েন্দার গুণও। সত্যি বলছি শেষের টুইস্টের জন্য একদম প্রস্তুত ছিলাম না।
সব মিলিয়ে অর্কর সাথে পরিচয় হয়ে বড় ভালো লাগলো। এবার তো আরো বেশি পরিচয়ের জন্য ২ ও ৩ খুব শীঘ্রই পড়ে ফেলতে হবে। আর পল্লব দাকে কথা দিয়েছি আমি অর্ক নিয়ে ফ্যান আর্ট করবো। আর ভয় গল্পটা নিয়��ই প্রথম করবো। ভূত, গোয়েন্দা, তন্ত্র মন্ত্রের একঘেয়েমিতে অর্ক খানিকটা স্বস্তি দিল। আপনারাও পড়ুন। মন্দ লাগবে না।

অর্ক সমগ্র ১
ধী প্রকাশনী
মুল্য - ২৪৯
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Amir.
26 reviews8 followers
September 26, 2022
#পাঠপ্রতিক্রিয়া
#books_with_amir

🍁বই - অর্ক সমগ্র ১
🍁লেখক - পল্লব হালদার
🍁প্রকাশনী - ধী
🍁মুদ্রিত মূল্য - ২৪৯

লেখকের রহস্যকাহিনীর সাথে আমার পরিচয় হয় অডিও স্টোরি চ্যানেল গুলোতে , সেখানেই প্রথম খোঁজ পাই এই বইটির। মনস্তাত্ত্বিক গল্পের প্রতি আমার বরাবরই ভীষণ আগ্রহ। কিন্তু সেরকম বইয়ের খোঁজ খুব বেশি পাইনি, বা যে কটা পেয়েছি শুধুমাত্র হুমায়ুন আহমেদ এর মিসির আলি বাদ দিয়ে আর কোনো গল্পই খুব ভালো লাগেনি।

এক চরিত্রের সাথে অন্য চরিত্রের কখনও তুলনা করতে নেই, কারণ প্রতিটি চরিত্র নিজের নিজের স্থানে প্রতিষ্ঠিত। তাঁর পরেও বলছি, এই বইটি শেষ করে আমি ঠিক সেরকম অনুভূতি পেয়েছি যেরকম টা মিসির আলি র গল্প গুলো পড়ার সময়ে অনুভব করি❤। লেখকের লেখা একটা মিসির আলির ফ্যানফিকশন শুনেছিলাম স্ক্যাটার্ড থটস চ্যানেল এ "মিসির আলি ভালো নেই ", আর তাঁরপরে এই বইটি পড়ে মনে হল লেখক ও হয়ত আমার মতোই মিসির আলিরও ভক্ত।

🍁বইয়ের মূল চরিত্রে আছেন ড. অর্ক। একজন সাধারণ মানুষ। তবে সাধারণ হলেও তিনি কাজ করেন পৃথিবীর সবচেয়ে জটিল জিনিসের সঙ্গে, সেটি হল মানুষের মন। অর্ক একজন সাইকোলজিস্ট। পেশা সূত্রে থাকেন নাইজেরিয়ার লেগোসে। আর গল্প কথক হলেন অর্কের বন্ধু, নাম তুহিন।

বইটিতে আছে মোট ৬ টি গল্প। প্রথম গল্প "ভয় " ওটা দিয়েই গল্প কথকের সাথে অর্কের পরিচয় হয়। এই বইতে যে গল্প গুলো আছে তা হলো,

🍁১. ভয়
🍁২. ইল্যুশন
🍁৩. মনোমোহিনী
🍁৪. অভিশপ্ত ব্রেসলেট
🍁৫. সমান্তরাল
🍁৬. ওসানিন

অর্ক যেমন অন্যের রহস্য সমাধান করেন, তাঁর নিজের জীবন ও কম রহস্যময় নয়, তাঁর নিজের জীবনের একটি কাহিনীও আছে এই বইতে। আবার লেগোসের বিখ্যাত সাইক্রিয়াটিস্ট অর্ক তিনিও যে তাঁর সব কেসেই সফল হয়েছেন সেটিও নয়, এরকম কাহিনী ও আছে এই বইতে। আবার কিছু ভয়ঙ্কর জটিল কাহিনী, কখনও রহস্য সমাধান করতে গিয়ে তাঁরাও বিপদে পড়েছিল... সেরকম গল্প ও আছে। সোজা কথায় এক একটা গল্প এক এক স্বাদের।

🍁প্রথম আর শেষ গল্পটা একদমই সাইকোলজিক্যাল। বাকি ৪ টির ভিতরে ২ টি হলো একেবারেই অতিপ্রাকৃত ধরনের, আর ২ টি অতিপ্রাকৃত কিন্তু একটু বৈজ্ঞানিক যুক্তিও আছে সেখানে।

🍁বইয়ের প্রতিটি গল্প ভীষণ টান টান আর উত্তেজনাপূর্ণ। এছাড়া বইতে বোনাস হিসাবে পাবেন নাইজেরিয়ার প্রাকৃতিক বর্ণনা, জঙ্গলের বর্ণনা, ওখানকার কালচার...

🍁গল্পের বর্ণনা ভীষণ সহজ সরল। পড়তে পড়তে কোথাও বোরিং ফীল হবার জায়গা নেই।

🍁প্রতিটা গল্পের জন্য আছে ২ টো করে ছবি। কভারটিও ভীষণ আকর্ষনীয় সাথে ভিতরের ছবিগুলো ও খুবই সুন্দর।

🍁বইয়ের পেজ কোয়ালিটি খুব ভালো। কোনো প্রিন্টিং মিস্টেক চোখে পড়েনি।

❤আমি বই পড়ে সেটি কেমন লাগল সেটা জানানোর জন্যই রিভিউ লিখি, কোনো বইয়ের রেটিং দিই না রেটিং দেবার মতো যোগ্যতা আমার নেই তবে এই বইটি পড়ে রেটিং না দিয়ে পারলাম না। এতো ভালো একটা বই অথচ রিভিউ দেখিনি তেমন একটা। রেটিং ৫/৫ । 😍😍❤️

🍁প্রতিটি গল্পই আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তবে তাঁর ভিতেরও সব চেয়ে বেশি ভালো লেগেছে দ্বিতীয় গল্পটি। আপনি যদি রহস্য কাহিনী পড়তে চান বা সাইকোলজিক্যাল কিছু পড়তে চান নির্দ্বিধায় বইটি পড়তে পারেন, অবশ্যই ভালো লাগবে।❤

ভালো থাকবেন লেখক, আপনার লেখনী আরও দীর্ঘায়িত হোক, আমাদের কেও আরও এরকম কাহিনী উপহার দিতে থাকুন।❤️

🍁পুনশ্চ :- লেখকের কাছে প্রশ্ন অর্ক সমগ্র ২ কবে আসছে? অতিশীঘ্রই অর্ককে আবার দুই মলাটে আমরা চাই ❤️

এই ধরনের আরও রিভিউ পেতে এবং নিত্য নতুন বই সম্পর্কিত তথ্য পেতে like, follow.. এবং আপনার বইপ্রেমী বন্ধুদের কাছে share করে সাপোর্ট করতে পারেন আমার ফেসবুক পেজ Books With Amir কে❤️। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অতি অবশ্যই সাহিত্যে থাকুন ❤। ধন্যবাদ🙏
2 reviews
January 25, 2024
প্রথমেই বলি আমি কোনো প্রফেশনাল রিভিউয়ার নই। গল্প পড়তে ভালোবাসি আর তাই পড়ার পর সেই ভালোলাগা টুকু সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি সঙ্গে অবশ্যই Pallab Halder-দাদা কে কথা দিয়েছিলাম পড়ার পর নিজের অভিজ্ঞতার কথা জানাবো তাই এই লেখা।

বাংলা সাহিত্যে মিসির আলি'র মত মনস্তাত্ত্বিক উপন্যাস খুব কম । কিন্তু মিসির আলি বাদে বর্তমান সময়ে কোনো মনস্তাত্ত্বিক গল্প যদি পড়ার পর মন ছুঁয়ে থাকে সেটা হলো অর্ক সমগ্র । অর্ক সমগ্র এর কথা বিভিন্ন সময়ে গল্পের বইয়ের কিছু গ্রুপে দেখেছি তবে কখনই পড়া হয়ে ওঠেনি। সৌভাগ্যক্রমে " অর্ক সমগ্র ( ভলিউম : ৩) " উদ্বোধনের দিন আমি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম এবং সেদিন সুযোগ করে অর্ক সমগ্র :১ এবং অর্ক সমগ্র :২ ব্যাগস্থ করি।
এবার বলি বইয়ের কথা। এখানে অর্ক হলো একজন সাইকিয়াট্রিস্ট এবং গল্পের মুখ্য চরিত্র। মানুষ হিসাবে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী সঙ্গে যুক্তিবাদী। সূদূর লেগোস-এ তার জীবনের কাছের মানুষ হিসাবে একজন-ই আছে সে হলো তুহিন। তুহিন একাধারে কর্পোরেট অফিসে কর্মরত এবং জটিল-রহস্যময় কেসের ক্ষেত্রে আমাদের ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর অর্ক'র সহকারী বললেও চলে।
অর্ক সমগ্র :১ -এর মধ্যে মোট ছয় টি গল্পের সংকলন আছে এবং ত্রি-সংকটে অর্ক (ভলিউম:২) হলো একটি উপন্যাস, এখানে বোঝাই যাচ্ছে ৩ টি গল্পকে ঘিরে দ্বিতীয় খন্ডে রহস্যের মেঘ ঘনিয়েছে। প্রতি গল্পের মধ্যে নতুন নতুন রোমাঞ্চ লুকিয়ে আছে এমনকি গল্পের শেষ লাইন অবদি টুইস্ট।প্রত্যেক গল্পের টপিক একে অপরের থেকে একদম আলাদা এবং বেশ ইউনিক বলা চলে। লেখক প্রত্যেক ঘটনা কে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন বই এর পাতায়। এখানে ঘটনার বহুলতা নেই কিংবা জটিলতাও নেই অথচ কতো সহজ সরল ভাষায় মনস্তত্ত্বের দিক গুলো নিয়ে লেখক নাড়াচাড়া করেছেন। কোথাও গিয়ে মনে হবে না এই বোধহয় তাল কাটলো, একদম শেষ অব্দি টান টান উত্তেজনা। আবার কিছু গল্পে মনস্তত্ত্বের সঙ্গে অল্প কিছু সুপার-ন্যাচারাল এলিমেন্টস হালকা চালে মিশিয়ে দিয়েছেন। তবে প্রত্যেক গল্পে কিন্তু ডক্টর অর্ক যথাসাধ্য বুদ্ধি খাটিয়ে একদম যুক্তিসঙ্গত ভাবেই সমস্যার সমাধান করেছে। তবুও কিছু ঘটনা ব্যাখ্যাতীত থেকে যায়, যার উত্তর বিজ্ঞানমনষ্ক অর্ক ও তুহীন কারোর কাছেই নেই। আবার কিছুক্ষেত্রে গল্পের মধ্যেই যেন জীবনবোধের-ও উত্তরণ ঘটেছে।
ভলিউম : ১-এর আমার সবথেকে পছন্দের গুল্প ৩-টি :- সমান্তরাল, অভিশপ্ত ব্রেসলেট এবং ওসানিন। আর একটি গল্পের স্পেশাল মেনশন থাকবে সেটা - ইল্যুশান। এই গল্পের মধ্যে এক ধাঁধা আছে সেটাই এই গল্পের চমক। সেটা পাঠক পড়লেই বুঝবে আমি এখানে কিছু বলবো না।
প্রথম খণ্ডের থেকেও দ্বিতীয় খন্ড আমার বেশী ভালো লেগেছে। দ্বিতীয় খন্ড আরো অনেক পরিণত। এখানে গল্পের প্লট নির্বাচন এবং ৩ টি গল্প যে ভাবে আবর্তিত হয়েছে একে অপরকে ঘিরে তা অনবদ্য ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একের পর এক ঘটনাক্রম পড়তে পড়তে ছবির মত চোখে ভেসে উঠেছে। এমনকি ছোট ছোট বিষয়ের ওপর সমান ভাবে নজর দিয়েছেন লেখক।
আর এই রহস্যে ভরপুর দু'টো খন্ড'ই একসঙ্গে পড়তে পড়তে মাঝে ছাড়তে পারিনি তাই ২-সপ্তাহের মধ্যে পর পর পড়ে শেষ করে ফেলেছ���লাম। আর বইমেলা তে অর্ক সমগ্র :৩ কিনে ফেলেছি এবার খালি পড়া শুরু করার অপেক্ষায়।
2 reviews
March 30, 2024
👓অর্ক সমগ্র ১
👓ধী প্রকাশনী
👓২৪৯/-

ডঃ অর্ক সেন এর সাথে আমার প্রথম পরিচয় সানডে সাসপেন্স এ।তার সাথে থাকে গল্পকথক তুহিন।পল্লব হালদার এর লেখা 'ভয়' গল্পটি শুনে বেশ অন্যরকম লেগেছিল।


বইতে মোট ছটি গল্প আছে।সেগুলো একটু একটু বলি।

👻ভয়
এই গল্পটি সানডে সাসপেন্স এ আছে।ভয় মানেই যে অলৌকিক কিছু,এ ধারণা থাকলেও কেটে যাবে এই বই।মনস্তত্ব,মানসিক রোগ,কিছু ক্রিপি ফিলিংস,সব মিলে এই গল্প।

🪞ইলুশ্যন-এই গল্প অর্ক এর জবানিতে বলা,তুহিন আর আমরা তার শ্রোতা।এই গল্প অর্ক এর বিবাহিত জীবন নিয়ে,আরও ভালো করে বললে তার স্ত্রী কে নিয়ে।অর্ক ডিভোর্সী মানুষ। কেন?কী অলৌকিকতা আছে?প্রকৃতির বর্ণণাগুলোও দারুণ।শেষটা ওপেন এন্ডেড হলেও বেশ দারুণ লেগেছে।লেখককে জিজ্ঞেস করি অর্ক এর স্ত্রী কে নিয়ে কী আবার কোনো লেখা আসবে ?এলে বড়ো ভালো হয়।

☠️মনমোহিনী-
এক গুরুতর সমস্যা নিয়ে অর্ক এর চেম্বারে আসেন এক সুন্দরী এবং শিক্ষিতা মহিলা।এখানে অলৌকিকতার পরিমাণ ই একটু বেশি।সমাধান টাও যেন একটু সহজে হয়েছে,একটু সাধারণ লেগেছে।

🎭অভিশপ্ত ব্রেসলেট-
এই কাহিনীর প্রেক্ষাপট প্রাচীন মিশরের ইতিহাস নিয়ে।রহস্য মূলত একটি ব্রেসলেট কি নিয়ে।কিছু প্রশ্নের উত্তর একটু ধোঁয়াশা হলেও,গল্পের শেষে থাকা জীবন দর্শন এর কথাগুলো আমার অসাধারণ লেগেছে।

‼️সমান্তরাল-
এটা মূলত প্যারালাল ইউনিভার্স এবং কোয়ান্টাম ফিজিক্স এর মিশেল।এর শেষ টা অসাধারণ। মনে থেকে যাবে।

🪸ওসানিন-
ছুটি কাটাতে অর্ক সেন এবং তুহিন গিয়েছে বিপিনকাকার বাড়ি।সেখানে নাকি আছেন এক উপদেবতা,যিনি বন এবং বন্যপ্রাণ কে রক্ষা করেন চোরাশিকারি দের হাত থেকে।এটার শেষের চমক টা সত্যি অসাধারণ।শেষ অবধি উত্তেজনা বজায় রাখতে সক্ষম এই গল্প।বইয়ের সেরা গল্প লেগেছে এটি।

অর্ক সাধারণ একজন মানুষ,হার-জিত তার জীবনেও আছে।মানুষের প্রতি তার ভালোবাসা মাঝে মাঝে চোখে পড়ার মতো।আর আছে প্রকৃতির বর্ণনা।সব গল্পগুলিই বিদেশের পটভূমি তে লেখা।অর্ক আর তুহিন এর বাসস্থান নাইজেরিয়ার লোগোস শহর।

এছাড়াও সব গল্পে দারুণ কিছু অলংকরন আছে।বইয়ের প্রোডাকশন ও দারুণ।

বুদ্ধির সাথে বুদ্ধির লড়াই,উত্তেজনা যদি ভালো লাগে,অবশ্যই পড়ুন অর্ক সমগ্র ১।এর পরে নতুন প্রকাশিত 'ত্রিসংকটে অর্ক' পড়ার অপেক্ষায় রইলাম।
2 reviews
April 30, 2023
রিভিউ পোস্ট - অর্ক সমগ্র ১
লেখক - পল্লব হালদার

আমি রিভিউ টা সেভাবেই দিতে চাই, যেভাবে আমি রিভিউ পড়তে পছন্দ করি..

🔥প্রশ্ন: পড়ে কেমন লাগলো পুরোটা..??
🧊উত্তর: ভীষন ভালো লেগেছে, সত্যি বলতে কি অনেক চিন্তার খোরাক পেয়েছি, মানে বইটা পড়ে শেষ করার পরেও বেশ মাথায় ঘুরছে জিনিস পত্র..
🔥প্রশ্ন: কটা গল্প আছে বইতে..??
🧊উত্তর: ৬ টা..
🔥প্রশ্ন: অর্ক চরিত্র টা কেমন..?
🧊উত্তর: পল্লব দাদা এই উত্তর টা অনেকবার দিয়েছেন, ডা. অর্ক একজন মানসিক ডাক্তার এবং আর দশটা মানুষের মতোই সাধারণ মানুষ.. আর এটা যে কতটা সত্যি সেটা বইটা না পড়লে বুঝবেন না..
🔥প্রশ্ন: বইটা কি রহস্য নাকি অলৌকিক নাকি horror..?? অর্ক কি একজন গোয়েন্দা..??
🧊উত্তর: horror নয়, তবে রহস্য + অলৌকিক বলা যেতেই পারে, psycological থ্রিলার ও বলা চলবে..!! এই বইটার একটা বিশেষত্ব হলো, যেটা আমার ভীষন ভালো লেগেছে যে, "সব কিছুর উত্তর হয়না" এইটা তুলে ধরেছেন লেখক মশাই.. সব কিছু আমরা জানিনা, সব কিছু আমরা বুঝিনা, সব কিছুর ব্যাখ্যা হয়না, এইটা মানতে শিখতে হবে মানুষকে...!!
অর্ক গোয়েন্দা নন একজন অত্যন্ত ভালো মানসিক ডাক্তার.. আগের প্রশ্নের উত্তর টা দেখে নিন দয়া করে..!!
🔥প্রশ্ন: আর কিছু বলতে চান বইটার ব্যাপারে..??
🧊উত্তর: একটা জিনিসই বলবো, এমন এমন টপিক নিয়ে গল্প গুলো হয়েছে যেগুলো চট করে পাওয়া যায়না.. আগে তো এগুলো নিয়ে সেরকম লেখা হতোই না, কিন্তু এখন হচ্ছে.. আমার খুব ভালো লাগছে পড়ে..!!
🔥প্রশ্ন: লেখক মশাই কে কিছু বলবেন নাকি..??
🧊উত্তর: একটাই কথা আমার মনে হয় ওইটা মিউজিয়াম এ থাকলেই ভালো হতো..!! আর কিছু বলবো না বাওয়া স্পয়লার হয়ে যাবে...!!!😁
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.