ধ্রুব এষ। জন্ম ১৯৬৭। সুনামগঞ্জের উকিলপাড়ায়। বাবা শ্রী ভূপতি এষ। মা শ্রীমতী লীলা এষ। দেশের অপরিহার্য প্রচ্ছদশিল্পী। রঙে, রেখায় কত কিছু যে আঁকেন! গত তিন দশক ধরে বাংলাদেশের প্রচ্ছদ শিল্পের একচ্ছত্র অধিপতি।
এ যাবৎ প্রায় বিশ হাজার প্রচ্ছদ এঁকেছেন। প্রচ্ছদের পাশাপাশি লেখালেখিও করেন। সব ধরনের লেখাতেই সিদ্ধহস্ত। কী ছোটদের কী বড়দের—সব বয়সি পাঠক তাঁর লেখায় আকৃষ্ট হন সমানভাবে।
তাঁর লেখায় দেখা-না-দেখা জীবন আর মানুষের এক বিচিত্র সম্মিলন ঘটে যেখানে খুঁজে পাওয়া যায় পাওয়াকে, না-পাওয়াকে। জীবনের বহুবর্ণিল বাস্তবতাকে নতুন মোড়কে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই লেখক।
৩.৫/৫ "আমাদের ছোট নদী, দুপুরের পরে ছোট ছোট ঢেউয়ে ঢেউয়ে ঝিলমিল করে পাহাড়ের দিকে শাদা বক উড়ে যায় আমাদের বোন নদী,পাখি হতে চায়।"
আমাদের ছোট নদী,লিটল জিনিয়াস,নাটাই এবং ঞ,কবি আনুর মা-এই চারটে গল্প ছোটদের জন্য লেখা।ছোটদের জন্য!!তা সেটা হতেও পারে।এসব গল্পের অন্তর্নিহিত বিস্ময় ও বেদনাবোধ আমাকে বেশ আলোড়িত করেছে।একটা নির্দিষ্ট অভিজ্ঞতা,একটা নির্দিষ্ট বয়স পার না হলে হয়তো গল্পগুলোর রসাস্বাদন করা যাবে না পুরোপুরি।বরাবরের মতোই ধ্রুব এষের গদ্য শিথিল,আপাতভাবে উদ্দেশ্যবিহীন ও গেঁয়ো নদীর মৃদু ঢেউয়ের মতো মিষ্টি।
আমাদের সবার মধ্যে আমার ছেলেবেলা আছে।ছেলাবেলা আছে বলেই আমরা মাঝে মাঝে বাচ্চামি করি। মায়ের সামনে গেলে শিশু হয়ে যায়, প্রিয় মানুষের সাথে থাকলেও।মানুষ যা করে তার মধ্যে একটা বাচ্চামি থাকে। এই বাচ্চামির প্রেমে বরাবর আমরা পড়ি বিপরীত লিঙ্গের। বইয়ের সাথে হয়তো এই আলোচনার কোনো সাংর্ঘষিক সম্পর্ক নেই। তবে এই বাচ্চামিকে প্রশ্রয় দিতে হয়। নিজেকে জানতে গিয়ে দেখলাম আমার মধ্যে এই বাচ্চামির মাত্রা বহুমাত্রিক।
অমর একুশে ২৪-র বইমেলার প্রথম যে বইটা কিনিলাম তাহা হইল, আমার প্রিয় অথরদের একজন ধ্রুব এষের বাচ্চাদের বই,’ নাটাই এবং ঞ’. চারটি মাত্র ছোট্ট গল্পিকা (গল্প বললে,বড় শোনায়) বেশ দারুণ মজার গল্প সেই সাথে ধ্রুব এষের হাতের ছোঁয়া ইলাস্ট্রেশন।