Shayani4 reviewsFollowFollowDecember 24, 2021বই: অন্ত্যমিল লেখক: পদ্ম আলম রেটিং: ৫ তারকা।এই বইটা অসম্ভব মায়া মাখা।একটা সাধারণ গল্পকে টেনে বুকে কান্নার অনুভূতি ঢেলে দেয়ার চমৎকার কাজ হয়েছে।নারীর সাহসিকতাকেও সুনিপুণভাবে ফুটিয়ে তুলা হয়েছে।আমার প্রিয় বইয়ের তালিকায় ঠাই পেলো।অচিন বসন্ত পড়ার পর এটা পড়া উশুল হয়েছে।