খালাতো বোন হররের ফ্যান। তার কাছ থেকে ধার নিয়ে পড়ে ফেললাম বইটা। গল্প খারাপ না। রুমানা বৈশাখীর বর্ণনাভঙ্গিও সুন্দর। ভিতরে টুকটাক দুই একটা প্লটহোল আছে। আম্বিয়ার চরিত্রটাকে বেশ দারুণভাবে পোর্ট্রে করা হয়েছে। ভরা পূর্ণিমা, চাঁদে গ্রহণ লাগা ইত্যাদি বিষয়ের সাথে রুমানার হরর গল্পের সখ্যতা অনেক আগে থেকেই। তার প্রায় সব গল্পেই এই কমন এলিমেন্টগুলো থাকে। এখানেও এসেছে। বিষয়টা পাঠকদের জন্য এখন একটু ক্লান্তিকরই হবার কথা।
বইটাকে সলিড তিন দিতাম, কিন্তু ২.৫ দেয়া লাগছে। একই কথা পরপর দুই-তিনবার বলাটাকে লেখিকা রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। বিরক্তিটাও বেড়েছে সে কারণেই।