ইতিহাস পাঠের মাধ্যমে আমরা মানবসমাজের শুরু থেকেতার যাবতীয় কর্মকান্ড, চিন্তা -চেতনা ও জীবনযাএার অগ্রগতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। কেননা ইতিহাসের প্রধান উপজীব্য বিষয় হলো মানবসমাজের অগ্রগতি ধারা বনর্না। সভ্যতার প্রধান প্রধান স্তর, সভ্যতার সামাজিক রাজনৈতিক, অর্থনৈতিকও সাংস্কৃতিক বিবর্তনের কথা সম্পর্কে ইতিহাস থেকে জানা যায়। ইতিহাস আমাদের অতীত সম্পর্কে জ্ঞান জ্ঞানদান করে। ইতিহাসের আলোকে আমরা বর্তমানকে বিচার করতে পারি। ইতিহাস পাঠ জাতীয় চেতনা উন্মেষের ক্ষেএে গুরুত্বপূর্ণ। একটি জাতির ঐতিহ্য ও অতীতের গৌরবন্বিত ইতিহাস ওই জাতিকে বর্তমানের মর্যদাপূর্ন কর্মতপরতায় উদ্দীপিত করতে পারে। ইতিহাস রচনা ও ইতিহাস চর্চা সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু ইতিহাসের প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো দ্বিমত নেই। আলেম উলামা, রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ,বুদ্ধিজীবী,সামরিক ব্যাক্তি বর্গ ও প্রশাসকসহ সমাজের সর্বস্তরেট মানুষের নিকট ইতিহাস খুবই মূল্যবান বিষয়।
ইতিহাস থেকে কেউ শিক্ষা না নিলেও ইতিহাস পাঠ যুগে যুগে গুরুত্ব বহন করে আসছে৷ ইতিহাস সাধারণত বিজয়ীদের হাতে লেখা হয়ে থাকলেও একটা সময় গবেষণার মাধ্যমে আসল সত্যটা বের হয়েই আসে। যদিও একটি মুদ্রার মত ইতিহাস চর্চাতেও থাকে দুটি পক্ষ৷
তাই ইতিহাস পাঠে হতে হয় মনোযোগী। শত শত বই থেকে সব বই পড়ার মত টাকা বা সময় কোনোটাই আমাদের নেই৷ আর তা যদি হয় ইসলামি ইতিহাস তাহলে তো আরো মনোযোগী হওয়া বাধ্যতামূলক হয়ে দাড়ায়। কেননা এর সাথে জড়িত থাকে আমাদের ইমান ও আকিদার অনেক বিষয়।
তাই ইতিহাস পাঠের আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়৷ সেই বিষয়গুলো নিয়েই মূলত বইটি সাজানো হয়েছে৷ ইতিহাসের কোন বই কারা পড়বে, কোন বইতে কি দুর্বলতা আছে, কাদের ইতিহাস থেকে থাকতে হবে সম্পূর্ণ বিরত তার একটি ভালো ধারনা পাবেন বইটি পড়লে৷
বইটি ভালো লেগেছে। তবে দুটি বিষয় একটু সংশোধনের সুযোগ আছে বলে মনে করি৷
১. বইটিতে সাহাবিদের ইতিহাস সম্পর্কেই বেশি জোর দেয়া হয়েছে মনে করি। যদিও সাহাবিদের ইতিহাসের বিশুদ্ধতাই বেশি জরুরি তবুও উমাইয়া, আব্বাসিয় বা উসমানীদের নিয়ে আরো কিছু আলোচনা করা যেতো৷
২. বই সংক্ষিপ্ত করতে গিয়ে শেষের দিকে শুধু হাদিস তুলে দেয়া হয়েছে। এখানে শুধু অনুবাদ দিলে সব পাঠকেরই উপকার৷ শুধু আরবি দিলে তো সাধারনের উপকার হলো না।
ইসলামি ইতিহাস অধ্যয়নের পূর্বে অবশ্যপাঠ্য একটি গাইডলাইন এটি, যেখানে লেখক তার অভিজ্ঞতা থেকে অধ্যয়নযাত্রার নানান বিপদাপদের আগাম সতর্কবার্তা লিপিবদ্ধ করে রেখেছেন!