কল্পবিশ্ব ম্যাগাজিনে প্রকাশিত পাঁচটি সেরা কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি ও হরর জনরার উপন্যাসের সংকলন। লিখেছেন সন্দীপন চট্টোপাধ্যায়, ত্রিদিবেন্দ্রনারায়ণ চট্টোপাধ্যায়, নীলাঞ্জন মুখার্জি, রনিন এবং সন্দীপ চৌধুরী। এই পর্বে থাকছে যেমন ক্লাই-ফাই বা কোয়ান্টাম মেকানিক্সের মতো বিজ্ঞানভিত্তিক বিষয় নিয়ে গল্প, তেমনি আছে বিজ্ঞানভিত্তিক ঐতিহাসিক উপন্যাস, ফ্যান্টাসি রোম্যান্স এবং প্যাসটিস অ্যাডভেঞ্চার।
কল্পবিজ্ঞান নামের শব্দটার মধ্যে শুধু কল্পনা বা বিজ্ঞানই থাকে না। তার মধ্যে লুকিয়ে থাকে অজস্র সম্ভাবনা। তাদের কিছু হয়তো ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে; কিছু হতেও পারে আগামী দিনে। আমাদের জানা আর না-জানার মাঝের শূন্যস্থানে বহুবর্ণ, বহুমাত্রিক নানা নকশা গড়ে তোলার জন্যই নিবেদিত থাকে কল্পবিজ্ঞান। এই 'সম্ভাবনা'-র গল্প বলে ফ্যান্টাসিও— শুধু তাতে কল্পনার ভাগটা থাকে বেশি, বিজ্ঞান একটু হলেও পিছিয়ে থাকে। আলোচ্য বইটি কল্পবিজ্ঞান আর ফ্যান্টাসির পাঁচটি উপন্যাসের সংকলন। একটি অত্যন্ত সংক্ষিপ্ত ভূমিকা-র পর এতে আছে~ ১. সন্দীপন চট্টোপাধ্যায়ের 'মিরজাফর': বদলাতে থাকা পরিবেশ ও সমাজ নিয়ে লেখা সার্থক ক্লাই-ফাই বাংলায় প্রায় নেই বললেই চলে। অনীশ দেবের 'ঘাসের শিষ নেই'-এর পর আমরা আরও একটি অবিস্মরণীয় ক্লাই-ফাই পেলাম এই লেখার মধ্য দিয়েই। রহস্য, ডিস্টোপিয়া, আর ইতিহাসের পুনরাবৃত্তি মিশিয়ে লেখা এই কাহিনি সিম্পলি লা-জবাব। ২. ত্রিদিবেন্দ্রনারায়ণ চট্টোপাধ্যায়ের 'তারামাছ': বাস্তব ও কল্পনা, মহাকাশ-চর্চা আর রাজনীতি মিশিয়ে এও এক রুদ্ধশ্বাস কাহিনি— যা হয়তো লিখিত ইতিহাসের চেয়েও বেশি সত্যি। ৩. নীলাঞ্জন মুখার্জি'র 'জিগজ্যাগ ও দু'জন রানি': কল্পবিজ্ঞান নয়; বরং এ বিশুদ্ধ ফ্যান্টাসি৷ তবে এর শিকড় রয়েছে ইতিহাসের গভীরে, আর দুঃখের পাতায় ভরা ডালপালা ছড়িয়ে আছে ভবিষ্যতের আকাশে। তারই মাঝে মিশে আছে না-পাওয়ার ব্যথা আর কবিতা। ৪. রনিনের 'কর্নেল এবং...': এই রোমাঞ্চকর কাহিনির একটিই সমস্যা প্রথম থেকে শেষ অবধি খচখচ করেছে~ সিরাজের চরিত্রেরা এখানে স্রেফ নামটুকু ধার দিয়েছেন; মানুষগুলোকে একেবারেই পাওয়া যায়নি। ৫. সন্দীপ চৌধুরী'র 'কালচক্র': এও এক অদ্ভুত কাহিনি, যা সম্ভাব্যতার জটের মধ্যে লুকিয়ে থাকা অবিশ্বাস্য এক সত্যের দিকে ইশারা করে। কল্পবিজ্ঞান আর ফ্যান্টাসির মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে এই কাহিনি আমাদের আবারও বলে, জীবনের থেকে বেশি রহস্যময় কিচ্ছু নেই এই দুনিয়ায়। বইটির ছাপা, বাঁধাই, বানান এবং অলংকরণ অত্যন্ত রুচিশীল এবং বিষয়ের সঙ্গে মানানসই। সব মিলিয়ে বলব, যদি কল্পকাহিনির অনুরাগী হন, তাহলে এই বইটি অবশ্যই পড়ে দেখুন। আমার দৃঢ় ধারণা, আপনার খারাপ লাগবে না।
এটি কল্পবিশ্ব webzine এ বেরোনো পাঁচটি উপন্যাসের সংকলন। এর মধ্যে মিরজাফর সংকলনের প্রথম উপন্যাস আমার বেশ ভালো লেগেছে এরকম ভবিষ্যত পরিবেশ নিয়ে লেখা আমি কমই পড়েছি বিশেষ করে বাংলায়। দ্বিতীয় উপন্যাসটি তারামাছ ঐতিহাসিক কি হতে পারত এমন সব ঘটনা নিয়ে লেখা। এটিও বেশ ভালো লেগেছে। তৃতীয় ও শেষ উপন্যাসটিও উপভোগ্য। একটি pastiche লেখা আছে যেটা আমার তেমন ভালো লাগেনি। অনেক জায়গাতেই গল্পকে অহেতুক প্রলম্বিত করা হয়েছে। সব মিলিয়ে একটা উপভোগ্য সংকলন।