বড়লাট লর্ড মেয়ো, স্যার উইলিয়াম হান্টারকে ভারতীয় মুসলমানরা মহারানীর বিরুদ্ধে বিদ্রোহ করতে ধর্মত বাধ্য কিনা,এই সম্বন্ধে অনুসন্ধান ও আলোচনা করে একটি রিপোর্ট দানের নির্দেশ দেন।সেই রিপোর্টের আদলেই এই পুস্তিকা প্রণয়ন করা হয়।যেহেতু শাসকজাতি কর্তৃক এটি প্রণোদিত,সেজন্য শোষিত বা পরাজিতের কার্যকলাপে নিন্দার রেশ থাকবেই।তবুও বইটিতে সদ্য রাজ্যহারা ও অধিকারবঞ্চিত ভারতীয় মুসলিমদের হৃতশক্তি পুনরাদ্ধারের অবিরাম আপোষহীন সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
Sir William Wilson Hunter KCSI CIE was a Scottish historian, statistician, a compiler and a member of the Indian Civil Service, who later became Vice President of Royal Asiatic Society.
পলাশীর পরাজয় থেকে প্রায় সমগ্র ঊনবিংশ শতাব্দীর পাক-ভারতীয় মুসলমানদের সামাজিক,রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনের একটা সংক্ষিপ্ত বিবরণ উইলিয়াম হান্টার রচিত "দি ইন্ডিয়ান মুসলমানস" বইটি। বড়লাট লর্ড মেয়ো, স্যার উইলিয়াম হান্টারকে ভারতীয় মুসলমানরা মহারানীর বিরুদ্ধে বিদ্রোহ করতে ধর্মত বাধ্য কিনা,এই সম্বন্ধে অনুসন্ধান ও আলোচনা করে একটি রিপোর্ট দানের নির্দেশ দেন।সেই রিপোর্টের আদলেই এই পুস্তিকা প্রণয়ন করা হয়।যেহেতু শাসকজাতি কর্তৃক এটি প্রণোদিত,সেজন্য শোষিত বা পরাজিতের কার্যকলাপে নিন্দার রেশ থাকবেই।তবুও বইটিতে সদ্য রাজ্যহারা ও অধিকারবঞ্চিত ভারতীয় মুসলিমদের হৃতশক্তি পুনরাদ্ধারের অবিরাম আপোষহীন সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।