#Book_Mortem 91
#বৃশ্চিক
থ্রিলারে পুলিশ প্রসিডিউরাল জনরাটা বেশ জনপ্রিয়। খুন হবে, গোয়েন্দা/ পুলিশ তদন্তে নামবে, সূত্র খুঁজে পাবে, গ্রেফতার করবে, ইন্টারোগেট করবে, শেষে এসে অনেকগুলো সুতো জোড়া লাগিয়ে রহস্যের সমাধান বের হবে। যতোই পড়ি না কেনো, এই ধারাটার আবেদন কমে যায় না কখনোই। আমাদের দেশীয় মৌলিকে "পিউর" পুলিশ প্রসিডিউরাল বই এর আগে আমার পড়া হয়নি। পুলিশ প্রসিডিউরাল ব্যাপারটা থাকলেও, দেখা যেতো গল্পে আরো বেশকিছু জনরার ব্লেন্ড করা হয়েছে। নিখাঁদ পুলিশ প্রসিডিউরাল পড়েছিলাম অনুবাদ বইয়ে৷ তা সেটা যতো নিখাঁদই হোক না কেনো, দেশীয় ফ্লেভারটা মিসিং ছিলো।
সেটাও পূরণ হয়ে গেলো পিয়া সরকারের বৃশ্চিক পড়তে গিয়ে। হোক না সেটা ওপার বাংলার ফ্লেভার, কিন্তু ভাষা, সাংস্কৃতিক কিংবা অন্যান্য অনেক ব্যাপারে আমরা বেশ কাছাকাছিই তো। তাই না! এক কথায় দূরন্ত, দূর্দান্ত একটা বই, যার আগাগোড়া পুরোটা মুড়ে আছে "সত্যিকারের" পুলিশ প্রসিডিউরাল দ্বারা। মাত্র ১৩৫ পৃষ্ঠায় এতো রহস্যময়, গ্রীপিং এবং ডিটেইলড বই খুব কম পড়া হয়েছে এর আগে৷ লেখিকা এখানে "ধান ভানতে গিয়ে শিবের গীত" গাইতে বসে যাননি। বইয়ের শুরু থেকে স্রেফ রহস্যকে টেনে নিয়ে গিয়েছেন। গল্পের প্লট, এক্সিকিউশান, ব্যাকস্টোরি, টুইস্ট এই সবকিছুর পাশাপাশি "প্রায়" দেশীয় একটা ফ্লেভার বইটা পড়ার আনন্দটাকে বাড়িয়ে দিয়েছে।
এতো অল্প পরিসরের গল্পেও উঠে এসেছে রাজনৈতিক, সামাজিক, পারিবারিক বেশ কিছু অংশ। শুরুতে অনেক বছর পূর্বের একটা "দূর্ঘটনা", এরপর একটা খুন, ভিকটিমের পরিবারের অতীত ইতিহাস, তদন্ত, সূত্র, রহস্য, রাজনৈতিক এবং কর্মক্ষেত্রের টানাপোড়েন, ব্যক্তিগত ইতিহাস, সব মিলিয়ে পাঠক মুগ্ধ হয়ে পড়ে যেতে বাধ্য বইটি। এগুলোর বাইরেও ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে ভালো লেগেছে দর্শনা বোসের সন্দেহভাজনদের "জেরা" করার অংশগুলো। শেষে এসে যখন মনে হবে; নাহ, এবার খুনী এবং খুনের রহস্যটা বুঝেই ফেলেছি। তখনই গল্পে চলে আসবে নতুন মোড়, যদিও এটাই শেষ নয়, শেষে অপেক্ষা করছে আরো বড় ধাক্কা! এই বইতে কোনো গোঁজামিল নেই। বইয়ের শুরু থেকে একদম শেষ পর্যন্ত ঘটা প্রতিটা ঘটনার এবং অভিযুক্তকে ধরার প্রতিটা ডিটেইলস পারফেক্টলি এক্সিকিউট করেছেন লেখিকা।
চরিত্রের সংখ্যাও নেহাত কম ছিলো না। অল্প কথায় প্রতিটা চরিত্রকেই পাঠকের মাথায় গেঁথে দিতে সক্ষম হয়েছেন লেখিকা। এমনকি যে মেয়েটা খুন হয়েছে, আক্ষরিক অর্থেই লাশ হওয়া বাদে বইয়ে যার কোনো ভূমিকা ছিলো না; তার জন্যেও পাঠকের মনে মায়ার জন্ম নিবে এই চরিত্রায়নের গুনে। বইয়ের একমাত্র আক্ষেপ হলো গল্পের মূল প্রোটাগনিস্ট দর্শনা বোসের চরিত্রকে বুঝতে পারলেও, তাকে এজ এ পারসন কল্পনা করে নেয়ার মতো করে ফুটিয়ে তুলননি লেখিকা।
#ব্যক্তিগত_রেটিংঃ ০৯/১��� (এই বইয়ের গল্পের রহস্যটা শেষ হলেও, এরচেয়ে বড় চমকের মাধ্যমে আরেকটা রহস্যকে সামনে এনে বইটাকে শেষ করে দেয়া হয়েছে। সেই রহস্যের সমাধান (বৃশ্চিকচক্র) হাতের কাছেই থাকায়, অবশ্য ক্লিফহ্যাঙ্গার রেখে দেয়াটা মন্দ লাগেনি)
#প্রোডাকশনঃ প্রোডাকশনের শুরুতেই বলতে হয় পরাগ ওয়াহিদের করা প্রচ্ছদটার কথা। খুব সিম্পল এই প্রচ্ছদটা আমার বেশ ভালো লেগেছে। বাদবাকী গোটা বইয়ের প্রোডাকশনও টপ নচ। বানান ভুল চোখে পড়েনি।
🌀লেখকঃ পিয়া সরকার
🌀প্রচ্ছদঃ পরাগ ওয়াহিদ
🌀প্রকাশনীঃ বুক স্ট্রিট
🌀পৃষ্ঠা সংখ্যাঃ ১৩৫
🌀মূদ্রিত মূল্যঃ ৩০০ টাকা