Jump to ratings and reviews
Rate this book

উমর (রা.)-এর ঢাকা সফর

Rate this book
চারদিকে অন্ধকার অমানিশা। বিপন্ন মানবতার অন্তিম রোদনে আকাশ-বাতাস ভারি হয়ে আসছে। নৈরাজ্য, লুটতরাজ, ক্ষুধা, মৃত্যু আর বৈষম্যের অকূলপাথারে ডুবে রয়েছে সমগ্র জনপদ। কূলে ফেরার ব্যর্থ প্রচেষ্টায় বিপদগ্রস্ত শত শত বনি আদম। কেমন হতো, যদি এহেন ঘনঘোর সংকটে অকস্মাৎ হাজির হতেন ন্যায় ও ইনসাফের প্রতীক আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব (রা.)?

120 pages, Paperback

Published January 1, 2022

2 people are currently reading
27 people want to read

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
14 (63%)
4 stars
6 (27%)
3 stars
2 (9%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 9 of 9 reviews
Profile Image for Zahidul  Tamim.
113 reviews5 followers
July 19, 2022
জাদু বাস্তবতা। কেমন হতো যদি আমাদের দেশের রোজদিনকার হালচাল ইসলামের দ্বিতীয় খলিফার নজরে আসতো? আমারা সংস্কৃতির নামে যা করি সেগুলো দেখলে? ডিসেন্সিটাইজড আমরা। বইটা একটা হার্শ রিমাইন্ডার। ফ্যান্টাসি।
Profile Image for Mehedi Hassan.
24 reviews13 followers
November 9, 2022
কল্পনার অভিযানে রূঢ় বাস্তবতার আঘাতের এক সফর।
Profile Image for Sakib Shikder.
50 reviews2 followers
August 16, 2022
এ এক ভিন্ন স্বাদের বই, ভিন্ন ধারার বই ।

নব্বইয়ের দশকের শুরুর দিকে বইটি প্রথম প্রকাশিত হয় ।

ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিআল্লাহু আনহু যদি ঢাকা সফর আসতেন এবং দেখতেন যে ফুটপাতে খোলা আসমানের নিচে শুয়ে থাকা লোকদের, ডাস্টবিনের নোংরা খাবার পশুদের সাথে খাওয়া মানুষদের, মাজার কান্ড বা কথিত বিভিন্ন বাবাদের, সমাজের হর্তাকর্তাদের দুর্নীতি অপচয়ের তাহলে তিনি কি করতেন তারই একটা সম্ভাব্য চিত্র লেখক এঁকেছেন ।

এটি লিখিত হয়েছে দেশের সমাজ, রাষ্ট্র ও আদর্শের প্রেক্ষাপটে, যা এখনও দেখা যায় । বইটি কাল্পনিক আঙ্গিকে লেখা কিন্তু পরিস্থিতি বাস্তব ।

বইটি তে অতিথির সাথে এক যুবকের বিভিন্ন কথোপকথনের এই সব চিত্র আঁকা হয়েছে । বিভিন্ন ঘটনা গায়ে কাটা বা চোখে অশ্রু আনবে । নিয়মিত বইপড়ুয়া না হলেও বইটি পড়তে পারবেন আর পড়ুয়া হলে একবারেই শেষ করতে পারবেন ।

وَ مَا لَکُمۡ لَا تُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَ الۡمُسۡتَضۡعَفِیۡنَ مِنَ الرِّجَالِ وَ النِّسَآءِ وَ الۡوِلۡدَانِ الَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ ہٰذِہِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَہۡلُہَا ۚ وَ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚۙ وَّ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا

আর তোমাদের কী হল যে , তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছ না ! অথচ দুর্বল পুরুষ , নারী ও শিশুরা বলছে , 'হে আমাদের রব , আমাদেরকে বের করুন এ জনপদ থেকে যার অধিবাসীরা যালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন । আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী ।' (আন-নিসা/৪ : ৭৫)
8 reviews
July 11, 2022
উমর সম্পর্কে আমি যা জানি। উনি বেশ ভয়ঙ্কর ভাবে রাগী মানুষ ছিলেন। এমনকি উনার সমসাময়িক সাহাবারাও উনাকে ভয় পেতো। এবং নির্ভীক সেনা ছিলেন। উনার এই ক্যারেক্টারটাকে দারুন ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন লেখক। অসাধারণ লেখনি। এবং গল্পটা জাগিয়ে তুলতে পারে বেশ কয়েকটা প্রশ্ন ও সমাধানের পথ।
Profile Image for Arafat Shaheen.
76 reviews3 followers
October 17, 2022
অনেক বছর পর গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে বইটি আবার প্রকাশিত হয়েছে। ছোট্ট বই। এক বসাতে পড়ে ফেলবার মতো। ইসলামী ধারার ফিকশন হিসেবে দারুণ বই। বইটি কিছু প্রশ্নের জন্ম দেবে মনে। তারপর সেগুলোর উত্তর খোঁজ নিয়েও একটা যাত্রা শুরু হবে। সবমিলিয়ে বইটি দারুণ উপভোগ্য।
Profile Image for Ayeenuddin Ahmed  Anas.
1 review
October 16, 2023
উমর রা. এর ঢাকা সফর— বইয়ের নাম দেখে ভেবেছিলাম আসলেই কি কোনোভাবে উমর (রা.) ঢাকা এসেছিলেন। হয়তো তখনও ঢাকা ছিলো না, জনপদ ছিলো না। কিন্তু কোনোভাবে কি আসা হয়েছিলো তাঁর (রাদি.)? ঐতিহাসিকগণ সেটা খুঁজে বের করেছেন। হাস্যকর কৌতূহল। বইটি পড়ার ইচ্ছা সেই প্রথম থেকেই। অবশেষে সুযোগ বুঝে কিনে নিলাম।

সাধারণত আমি যখন আগের লেখকদের বই পড়ি তখন হতাশ হই। যেমন: ইমাম ইবনুল কাইয়্যুম, ইবনুল জাওযি রাহ. প্রমুখ বা তার পরবর্তী লেখকগণ যারা অনেক আগেই দুনিয়া ছেড়েছেন। উনাদের বইয়ে উনারা বলেন, আমাদের যুগের মানুষের মধ্যে তাকওয়া নেই। আমরা আল্লাহকে ভুলে গেছি। নফসের পূজা করি। বেহায়াপনা ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে। ইত্যাদি। তখন ভাবি, উনাদের সময়ই উনারা এমন ভাবতেন আর এখনকার অবস্থা দেখলে না জানি কী বলতেন!

গল্পটা একজন বিশ্বাসী যুবক। তাকে স্বপ্নবাজ বলা যায়। যে স্বপ্ন দেখে একটি সুন্দর সমাজের, ইসলামি বিধিমালা মেনে চলবে সবাই এমন একটা সমাজ। স্বপ্নে দেখা হয় তার উমর রা. এর সাথে। ঘুরতে থাকে ঢাকার অলিগলি, গুরুত্বপূর্ণ স্থান। কথা বলে নানা বিষয়ে। যুবককে বুঝিয়ে দেয় কীভাবে আমরা মুসলিম হয়েও অজান্তেই অন্যের আনুগত্য করে ফেলছি। অথচ মুসলিম মাত্রই আনুগত্য করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার। আর এটাই এই বইটার একমাত্র শিক্ষা। কল্পিত অতিথিবেশী উমর (রা) স্বপ্নবাজ বিশ্বাসী যুবককে আজকের দুনিয়ায় ফিতনা সম্পর্কে সচেতন করেন। তিনি দেখান যে তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমেই মুসলিম উম্মাহ এক হতে পারে। তাওহীদের ছায়ায় কেউ একবার প্রবেশ করতে পারলে সে সফলকাম। পাশাপাশি অনেক ভুল ভ্রান্তি থেকে আমাদের সঠিক শিক্ষা দেন, যেমন: তাওহীদ প্রতিষ্ঠার পাশাপাশি কিভাবে শিরককে প্রতিহত করতে হয়, তাগুতকে পরিহার করে এক আল্লাহর ভয়ে ভীত হয়ে দুনিয়া বিজয় করার সরল পথ দেখিয়ে দেন বইয়ের অতিথি আমাদের। দেশে অশ্লীলতা ছড়িয়ে পড়া, মূর্তি, স্মৃতিসৌধকে সম্মান দেখানো, মনুষ্য রচিত আইন প্রণয়ন, যাকাতের সুষ্ঠু ব্যবহার না হওয়া, যাকাত প্রদান না করা, মাজার পূজা, রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা ইত্যাদি নানা বিষয়ে যুবকের সাথে আমিরুল মুমিনীন হযরত উমর (রা.) এর কথা হয়েছে। তিনি যুবককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ভুলগুলো। বইটি পড়তে পড়তে মনে হয়েছে এটি অবশ্য পাঠ্য বই। যুবকদের পড়া উচিত। পড়া উচিত সকলেরই। অনেক ভুল ভাঙবে। যদি সে বিশ্বাসী হয়।

বইটি পড়তে খুবই ভালো লেগেছে। অসাধারণ এক স্বপ্নের সফর। অসাধারণ কিছু কথোপকথন। বেশ শিক্ষণীয়। সুযোগ থাকলে অবশ্যই সংগ্রহ করে পড়ে ফেলবেন। অবশ্য এমন বই নিষিদ্ধও করে দিতে পারে হা হা! গার্ডিয়ান পাবলিকেশন্স এজন্যই বোধ হয় স্টল পায় না। লেখককে আল্লাহ উত্তম প্রতিদান দিক। এমন একটি বই রচনা করা সাহসের ব্যাপার। আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান দিক। কবরের জীবন সহজ করে দিক। জান্নাত দান করুন। আমিন। বই সংশ্লিষ্ট সকলের জন্য দু'আ।
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Rasel Khan.
170 reviews8 followers
April 13, 2024
কেমন হতো যদি মুসলিম জাহানের ২য় খলিফা ঢাকায় আসতেন? ঢাকার অবস্থা দেখে তার প্রতিক্রিয়া কেমন হতো? তখনকার অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, ন্যায়ের পক্ষে যিনি এক চুল ছাড় দেয়নি, ঢাকার এই অরাজকতা দেখে তিনি কী বলতেন??

হযরত উমর রা. এর শাসনামলের অনুযায়ী এক স্বপ্ন ভ্রমণ লেখক বইটিতে তুলে ধরেছেন।ঢাকার বিভিন্ন স্থানে গিয়ে, বিভিন্ন পরিস্থিতিতে তার শাসনামলের মত সমাধান দিয়েছেন। ভাষণ দিয়েছেন যেমনটা দিয়েছেন তার আমলে।
Profile Image for Shamsuddin  Ahmmad Shimul.
58 reviews8 followers
May 23, 2024
আজকাল আমরা প্রায়ই আফসোস করে বলে থাকি "ইশ যদি খলিফা উমরের (রা.) যুগে জন্মাতাম!" আবার অনেকেই আফসোস করেন কেনো এদেশে খলিফা উমরের (রা.) মতো শাসক জন্মায় না!
এই বইটা তাদের জন্য।

মূল বইটি ৯০ এর দশকে রচিত পরবর্তীতে ২০২২ এ গার্ডিয়ান প্রকাশনী থেকে পুনঃপ্রকাশিত। লেখক তার সৃজনশীলতার নৈপুণ্যে বইটিকে আকর্ষণিয় করে তুলেছেন যা বইটিতে উল্লিখিত ঘটনাগুলোকে জীবন্ত করে তুলেছে।
আল্লাহ লেখককে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
Profile Image for Zahidul Hasan.
2 reviews2 followers
November 27, 2022
গার্ডিয়ান পাবলিকেশন থেকে পুনঃ প্রকাশিত হয়েছে।

পুরো গল্পটা স্বপ্ন হলেও, বর্তমান অবস্থার দিকেই ইঙ্গিত করা হয়েছে।এক বসাতেই পড়ে শেষ করার মত বই।আশা করি, আমাদের সবার চোখ খুলবে
Displaying 1 - 9 of 9 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.