মানবজনম বড় রহস্যময়! এক জনমে কত সুখ–দুঃখ, আনন্দ–বিষাদ! মানবমনের জটিল হিসেব কষতে কষতেই একসময় জীবনপ্রদীপ নিভে যায় ধপ করে।
সদা ব্যস্ত এই জীবনে কখনো কখনো অনেকের হৃদয়ে এক প্রকার ভাবের আবির্ভাব হয়। হয়তো জ্যোস্না রাতে, কিংবা বিষণ্ন দুপুরে! দূর থেকে ভেসে আসা সুরে আমরা মাঝে মাঝে এক প্রকার বিষন্ন সুখের ভাব উপভোগ করি। কমলবনে একা চলতে চলতে হঠাৎই হারিয়ে যাই ভাবের রাজ্যে। এই জগৎসংসারের সৌন্দর্য যেন অপর্যাপ্ত মনে হয়। কেন সুখের এই মায়া আরও বেশি করে জড়িয়ে ধরলো না সেই হাহাকার বুকের ভিতর বিষাদের ঢেউ তুলে! আবার সেই বিষাদের জন্যই হৃদয়ের সুখ তার পূর্ণতা পায়।
এক বিষাদের সুখ যেন সম্পূর্ণ আপাত বৈপরীত্য নিয়ে ঘিরে আছে আমাদের!