ইতিহাসের সোনালী শাসন খেলাফতে রাশিদা । খেলাফতে রাশিদার পরে শুরু হয় ইসলামি ইতিহাসের দূর্যোগকালের -বংশীয় সূচনা, জামালযুদ্ধ, সিফফিনযুদ্ধ, কারবালা,ইমাম হুসাইনের শাহাদাত! একের পর এক ঘটতে থাকা ইতিহাসের আলোচিত -সমালোচিত অধ্যায়! পৃথিবীর নানান দিকে বিজয়, শিয়া খারিজীদের উত্থান, খিলাফতকেন্দ্রিক অস্থিরতা, ইসলামের সাহাবি-তাবেয়িগনের আত্মাত্যাগ,লোমহর্ষক ঘটনায় ভরপুর বিস্ময়কর আলোআঁধারি, ইসলামের মহান সাহাবিকে নিয়ে মিথ্যাবাদীদের কল্পকথার -এর সবই উমাইয়া খেলাফতের ইতিহাসের পরিক্রমা।
উমাইয়া শাসক উমর ইবনু আবদুল আজিজ যিনি কিয়ামত পর্যন্ত সুশাসনের দৃষ্টান্ত হয়ে পৃথিবীতে টিকে থাকবেন,কীভাবে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠিত করেছেন,বিদ্রোহ দূর করে খিলাফতের রাশিদার সোনালি শাসন ফিরিয়ে এনেছেন -এমন সবকিছুই উমাইয়াদের অধ্যায়।
খিলাফতের দীর্ঘ ইতিহাসে খুবই আলোচিত -সমালোচিত পাঠ উমাইয়া খিলাফত। বিশ্বখ্যাত ইতিহাসবিদ ড.আলি মোহাম্মদ সাল্লাবির কলমে উঠে এসেছে সত্য ইতিহাসের সাহসী উপস্থাপনা। ধারাবাহিকভাবে বনর্না করেছেন উমাইয়া খিলাফতের আদ্যোপান্ত।প্রামানিক বিশ্লেষণে ইতিহাস কত সুন্দরভাবে ফুটে ওঠে -এই গ্রন্থ খুলে দিবে সেই জানালা।
উমাইয়া খেলাফত যেটি মুহাম্মদ পাবলিকেশন থেকে বের হয়েছে সেটির প্রথম দুই খন্ডেই রয়েছে মুআবিয়া রা. এর জীবনী।
প্রথম খন্ডে ব্যক্তি মুআবিয়া রা. এর আচরণ আলোচনার পর দ্বিতীয় খন্ডে শাসক মুআবিয়া রা. এর আলোচনা করা হয়েছে।
রাষ্ট্রীয় ব্যবস্থা, যুদ্ধ জয়, পরবর্তী শাসক নিয়োগ ও মৃত্যুর সম্পূর্ণ বর্ণনা আছে এই খন্ডে। বইটি পড়লে আপনি জানতে পারবেন মুআবিয়া রা. কতটা জ্ঞানী ও দূরদর্শী ছিলেন। তাছাড়া তার বিপক্ষে উত্থাপিত কিছু অভিযোগের উত্তরও দেয়া হয়েছে বইটিতে।