কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা ঘরে আড্ডা দিচ্ছিলেন প্রদ্যুম্নরা। ছেলেরা একরুমে,মেয়েরা অন্যরুমে। সেই আড্ডার সুবাদে পানাহার চলল। একটা সময় গিয়ে সবাই মিলে একসাথে বসে আড্ডা টা জমিয়ে তুলল। কথার ফাঁকে ফাঁকে জল অনেক দূর গড়ালো। অনেক কথা বার্তা হয়ে গেল। তেমনি ভাবে হঠাৎ কথা উঠল বেশ কিছুদিন আগে অফিস খোয়া যাওয়া পঁচিশ হাজার টাকা নিয়ে। সেই কথা গড়াতে গড়াতে গিয়ে ঠেকল প্রদ্যুম্নর ভাই প্রণবের মৃত্যু পর্যন্ত! এই বিপুল তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে সবাই। একপর্যায়ে আবিষ্কার হয় টাকাচোর এবং খুনি। সবচেয়ে মজার ব্যাপার পুরো ঘটনা তদন্তের ব্যাপার টা ঘটে একরাতের মধ্যে এবং একটা রুমে বসে।
এই লেখকের লেখা আমার আগেনপড়ার সুযোগ হয়নি। লেখক পরিচিতি পড়ে জানা গেল গোয়েন্দা লেখক। "কাচের ঘর" বইটিও গোয়েন্দা উপন্যাস। তবে অন্য ঘরনার। গল্পটা আমার মোটামুটি লেগেছে। তবে উনার লেখা এবং গল্পটা উপস্থাপনের আঙ্গিক টা একদম নতুন লেগেছে আমার কাছে।