মাশাআল্লাহ্ অসাধারণ একটি সংকলন। হাদিস জানার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য বেশ ভালো একটি বই। বই থেকে নিয়মিত ২/৩ টা করে হাদিস পড়লে বিশেষত জেনারেল শিক্ষিতদের জন্য অনেক বেশি উপকারে আসবে ইংশাআল্লাহ্। বইটি যেহেতু হাদিসের প্রসিদ্ধ ৬ টি কিতাব যার মধ্যে সহিহ বুখারি, সহিহ মুসলিম অন্তর্ভুক্ত (এই দুই গ্রন্থের সকল হাদিস সহিহ এ ব্যাপারে প্রায় সকল আলেম একমত, যদিও সহিহ মুসলিমের কেবল একটি হাদিস নিয়ে সহিহ হওয়ার ব্যাপারে একটু দ্বিমত করেন অনেকে) ৬ টি হাদিসের কিতাবের মধ্যে কমন তথা প্রতিটিতে আছে এমন হাদিসের সংকলন। নিঃসন্দেহে লোভনীয় একটি বই। নবীজি সা., সাহাবী এর মুখনিঃসৃত অসংখ্য বাণীর এমন সংকলন ইচ্ছেবশত সংগ্রহে না রাখাটা হয়ত বোকামিই বলা চলে!