Abdullah Al Muti Sharfuddin (Bengali: আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন) was a Bangladeshi educationist and popular science writer. He gained Kalinga Award of UNESCO in 1969.
২.৫ তারা। অনেক ভুক্তিই জটিল করে লেখা। বিশেষত ঢাবির পদার্থবিজ্ঞানের প্রয়াত অধ্যাপক হারুন-অর-রশীদের জটিলপ্রিয়তা পরিচিত। বিশ বছর পরে নতুন সংস্করণ হবে, তা না—বাংলা একাডেমি আছে শাসকগোষ্ঠীর পদলেহনে মগ্ন। তাদের পূর্বেকার প্রকাশনাগুলির প্রাক্-কথন পড়লে বোঝা যায়, এতটা খুল্লাম-খুল্লা ছিল না পদলেহন যদি-বা ছিল।
অক্সফোর্ড কুইক রেফারেন্সের অভিধানগুলোই সই। আর পশ্চিমবঙ্গের সাহিত্য সংসদ বা পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষৎ তো থাকলই।