সাক্ষাৎকার বিষয়ক বই। সমাজের বিভিন্ন শ্রেণির ১৫ জন মানুষের সাক্ষাৎকার আছে। যাদের যাদের সাক্ষাৎকার আছে-
১.একজন AI প্রফেশনাল যে কবিতা লিখত ২.একজন গাড়িচালক যে শাকিব খানের গাড়ি চালাতে পারলে নিজেকে ধন্য মনে করত ৩. একজন আর্কিটেক্ট যার চিন্তার বৃহত্তম অংশজুড়ে ডিজাইন পলিটিক্স ৪. একজন ফার্মেসিস্ট যার দোকানে ওষুধসূত্রে তৈরি হয় শত গল্প ৫. একজন এক্টিভিস্ট যিনি হয়ে গেলেন ক্রীড়া সাংবাদিক ৬. একজন গৃহপরিচারিকা যে স্বপ্ন দেখে স্বাবলম্বী হয়ে ঢাকা ছেড়ে গ্রামে ফিরে যাওয়ার ৭. একজন ব্যাংকার যিনি এখনো প্যাশনেটলি ব্যান্ডে সময় দেন ৮. একজন ফার্নিচার ব্যবসায়ী যিনি জানেন কীভাবে সঠিক মানুষকে কাজে লাগানো যায় ৯. একজন হতাশ ড্রপ আউট যিনি সামাজিকতাকে হারিয়ে একটি নামকরা ই-কমার্সের পাবলিক রিলেশন ম্যানেজার হয়েছেন ১০. একজন প্রকাশক যিনি এখনো মনেপ্রাণে একজন কবি ১১. একজন ভারতীয় তরুণ যার সাথের আলোচনায় আমি বুঝতে চেয়েছি স্রেফ সীমানার পার্থক্যে একই বয়সী বাঙালি তরুণদের সাথে তার চিন্তায় কতটা ভিন্নতা ১২. একজন আইটি উদ্যোক্তা যিনি জীবনের কোনো একসময় একজন ফিকশন লেখক হতে চান ১৩. একজন তরুণ উদ্যোক্তা যিনি কেবলমাত্র স্বপ্নপূরণের উদ্দেশ্যে ব্যবসার মাঝপথে পলিসি বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে পাড়ি দিয়েছেন বিদেশে ১৪. একজন পুলিশ কর্মকর্তা যার বেতনের বৃহদাংশই ব্যয়িত হয় বই কেনায় ১৫. একজন প্রাণীপ্রেমি তরুণী যে সাপের সান্নিধ্যে সময় কাটায়
১৫ জন মানুষের ইন্টারভিউ। এর মধ্যে কয়েকজনকে এক গোত্রে ফেলা যায়, যারা হোয়াইট কলার শ্রেণির। তাদের সাক্ষাৎকারগুলি বাদে বাকিগুলি বেশ ভালো লেগেছে। সাপ নিয়ে কাজ করা মেয়ে, ড্রাইভার, কাজের মহিলা, পশ্চিমবঙ্গের তরুণ, নাম প্রকাশে অনিচ্ছুক ডিভোর্সি মহিলা যিনি বেছে নিয়েছেন লিপ্সার জীবন, একজন ড্রপআউট যিনি দাঁড়কাক দেখতে পছন্দ করেন, এরকম বেশ কিছু বৈচিত্রময় সাক্ষাৎকার আছে। ভালো লাগবে পড়তে। মোটা বই হলেও অধৈর্য লাগবে না।