পৃথিবীর ইতিহাস নিয়ে বহুকাল আগে থেকেই অনেক বড় বড় বই লেখা হয়েছে এবং তা বিভিন্ন ভাষায়। এক অর্থে বলা যায়, মানব ইতিহাসের মোটামুটি শুরু থেকেই ইতিহাস বই লেখার প্রচলন ছিল, যে কারণে আজও আমরা প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পারছি। মানব জাতির ইতিহাস অনেক বিস্তৃত একটি বিষয়। একটি বই, এমন কী অসংখ্য বই লিখেও তা পরিপূর্ণভাবে প্রকাশ করা সম্ভব হয় না। যেসব বইয়ে সাধারণত ‘পৃথিবীর’ ইতিহাসের বর্ণনা দেওয়ার দাবি জানান হয়, সে বইগুলোতে থাকে সংক্ষিপ্ত ইতিহাস। এ ক্ষেত্রে লেখিকা সুসান ওয়াইজ বাউয়ারের বইটি একটু ব্যতিক্রমধর্মী। এখানে প্রাচীন পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে রোম সাম্রাজ্যের পতন পর্যন্ত বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এ বইতে যেমন আমাদের অতি পরিচিত হরপ্পা ও মহেঞ্জোদারোর গল্প রয়েছে, তেমনি রয়েছে আদি ফারাওদের যাপিত জীবনের বিভিন্ন রোমহর্ষক বৃত্তান্ত ও বর্ণনা। সঙ্গে রয়েছে গিলগামেশের মত আকর্ষণীয় চরিত্রের বর্ণনা, যার জীবনের কাহিনীগুলো সত্য না অলীক কল্পনা, সেটাও অনেক সময় পরিষ্কারভাবে বোঝা যায় না! মূল ইংরেজি বইটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর সহজবোধ্য ও সাবলীল ভাষা। খটমটে, শেক্সপিয়ারের আমলের ইংরেজির বদলে এখানে ব্যবহার করা হয়েছে সরল ও হৃদয়গ্রাহী বর্ণনা। বাংলা অনুবাদেও সহজ ভাষা বজায় রাখা হয়েছে। আশা করি কৌতূহলী পাঠকের ইতিহাস জানার আগ্রহ কিছুটা হলেও এই বইটি মেটাতে পারবে।
আজ থেকে ঠিক কত বছর আগে পৃথিবীর জন্ম তা অনুমান নির্ভর। তার পর সময়ের পরিক্রমায় আজকের এই পৃথিবীর এর ইতিহাস ব্যপক ও বিস্তৃত। অনেক আগে থেকে এই পৃথিবীর ইতিহাস নিয়ে অনেক বই লেখা হয়েছে নানা ভাষায়। মানব ইতিহাসের শুরু থেকে, ভাষা সৃষ্টি পর থেকেই ইতিহাস লেখার প্রচলন ছিলো বলেই আজ আমরা প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পারছি।
বিশাল বিস্তৃত এই মানব জাতির ইতিহাস, এ নিয়ে অসংখ্য বই লিখে পরিপূর্ণ ভাবে প্রকাশ করা সম্ভব হয় না। আর পৃথিবীর ইতিহাসের যে বর্ণনা তা খুবই সংক্ষিপ্ত ইতিহাস।
লেখক সুসান ওয়াইজ বাউয়ার এর লেখা " পৃথিবীর ইতিহাস " মহাপ্লাবন থেকে রোম সাম্রাজ্যের পতন পর্যন্ত বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। বিস্তারিত বর্ণনা বললেও এখানে অধিকাংশ বিষয়ের প্রথমটাই বর্ণনা করা হয়েছে। ধারাবাহিক ভাবে এক একটা বিষয় নিয়ে উনত্রিশ অধ্যায়ে এই বইটা লেখা। সূচীতে দেওয়া চমৎকার কিছু বিষয়ের বর্ণনাতে উঠে এসেছে পৃথিবীর ইতিহাস।
বইটাতে অজানা, অপরিচিত অনেক বিষয়ের সাথে পরিচিত-- হরপ্পা ও মহেঞ্জোদারোর গল্প, প্রথম যুদ্ধের ইতিহাস, প্রথম গৃহযুদ্ধ, লৌহযুগ, প্রাচীনতম গল্প, প্রথম একেশ্বরবাদী, রয়েছে আদি ফারাওদের যাপিত জীবনের লোমহর্ষ বর্ণনা আছে গিলগামেশের মত চরিত্রের বর্ণনা ও তার জীবনের সত্য ও অলীক কাহিনিগুলো।
আমার বরাবরই অনুবাদ বই পড়তে বড়ই অনীহা। হাতে গোনা যে কয়েকটি অনুবাদ পড়েছি, তার মধ্যে সুন্দর সাবলীল ও সহজবোধ্য বইয়ের মধ্যে এই বইটি একটি চমৎকার অনুবাদ বই। লেখক ইশতিয়াক খান এর অনুবাদ বইটা পড়তে গিয়ে বইটাকে আমার অনুবাদ বলেই মনে হয়নি। সাল তারিখ আর কিছু ইতিহাসের চরিত্র ও স্থানের খটোমটো নাম ছাড়া যথেক স্বচ্ছ ও সাবলীল একটা অনুবাদ বই। বইটার দ্বিতীয় খন্ডের অপেক্ষায় রইলাম।