দু'দুটো খুন। ওয়ালি বেগ ও মোরশেদ চৌধুরী। খুনি এক রহস্যঘেরা চরিত্র। তার পরবর্তী টার্গেট নিষ্ঠা। নিষ্ঠাকে রক্ষা করতে মরিয়া ইন্সপেক্টর মিজাইল করিম। অন্যদিকে খুনির মনঃস্তত্ব বোঝার চেষ্টা করছেন সাইকো অ্যানালিস্ট ইকার চৌধুরী। এ থেকে বোঝা যাচ্ছে, খুনি ভয়ঙ্কর কোনো মানসিক রোগে ভুগছে। কিন্তু কী সেই রোগ? সন্দেহভাজনের তালিকায় এক এক নাম চলে আসছে জুলফিকার, ফ্লোরা, তানি, মিলি, রিক্তা, রিফাত ও আদনান সালেহিনের। নাম চলে আসে আরো একজনের রায়া। আসলে কে খুনি? খুঁজতে থাকেন ইন্সপেক্টর মিজাইল করিম।