গল্পগুলো ‘গল্প’ হয়েছে কিনা তা লেখক জানেন না। তবে তিনি মানবজীবনের রূপ, রস, রহস্য নিয়ে খেলতে চেয়েছেন। যে খেলার মূল চরিত্র মানুষ। যারা বিভিন্নভাবে গল্পের জন্ম দিয়েছেন। জীবনের ধাঁধা মেলানোই ছিল তাদের কাজ। ধাঁধাটি কি মিলেছে? তা বিচারের দায়িত্ব পাঠকের।
বাদল সৈয়দের দ্বিতীয় যৌবন। গল্পগ্রন্থ। গল্পগুলো সুন্দর। লেখার ধরণ সহজ সরল। কয়েকটা গল্পে সংলাপের ব্যাবহার বেশি লাগছে। সবচেয়ে ভালো লাগছে নাম গল্পটা যেটার নামে বই এর নাম।