Shishir191 reviews41 followersFollowFollowMarch 8, 2024অপূর্ব!! অবশ্যপাঠ্য এক বই।লেখক বলেন - 'সাধু ' দেখতে আসলে হিমালয় যাওয়া লাগে না। আমাদের চারপাশেই খুব সাধারণ মানুষের মাঝেই লুকিয়ে আছেন এরকম অনেক সাধু। আমরা তাদের দেখি, কিন্তু খেয়াল করি না। এরকম একদম সাধারণ কিন্তু আসলে অসাধারণ সাধুদের সত্য গল্প বলা হয়েছে এ বইতে। - সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আসলেই তাই ।
Imtiaz Muhammad93 reviewsFollowFollowJanuary 19, 2024অসাধারণ! মানুষ এমন হোক। মহত্ত্ব ছড়িয়ে দিক সবখানে। ভালোবাসায় আপন করে সিক্ত হোক প্রতিটি জীবন৷ আসুন মায়া ছড়াই৷