লেখক রমাদান বুতির কুকীর্তি একপাশে রেখে বিচার করলে সীরাত থেকে শিক্ষা নেওয়ার জন্য যথেষ্ট ভাল একটি বই। রাসুল(সা) এর জীবনের বিভিন্ন ঘটনার সংক্্ষিপ্ত বিবরণ দিয়ে তা থেকে আমাদের জন্য বিভিন্ন শিক্ষা ও উপদেশ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।
তবে অন্য কোনো সীরাত গ্রন্থ পড়ে,যেগুলোয় রাসুলের জীবনের বিভিন্ন ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করা আছে(আর রাহীকুল মাখতুম/রেইন্ড্রপ্স সীরাহ/নবীয়ে রহমত,...) এই বই পড়লে বেশি ফায়দা পাওয়া যাবে।
মুদ্রণজনিত অনেক ক্রুটি না থাকলে এবং কিছু জায়গায় অনুবাদ আরো সাবলীল হলে গুনগত মান আরো ভাল হতো।