চমৎকার এই বইটি মুসলিম অন্ট্রাপ্রানার নেটওয়ার্কের সঙ্গে ড. তাওফিক চৌধুরির একটি সাক্ষাৎকারের আলোকে রচিত।ড. তাওফিক চৌধুরি বিশ্ববিখ্যাত মার্সি মিশনের প্রতিষ্ঠাতা-প্রধান। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মুসলিম সামাজিক উদ্যোগগুলীর মধ্যে অন্যতম। একটি বহুজাতিক আইটি কোম্পানির প্রাক্তন সিইও থেকে বর্তমানে তিনি একাধারে একজন পেশাদার ব্যবসায়ী, প্র্যাকটিসিং মেডিকেল ডাক্তার, কর্পোরেট এবং ব্যাবসায়িক প্রশিক্ষক। ইসলামি আইন-বিধান, ফাইন্যান্স এবং মেডিকেল এথিক্সের ওপর বিশেষ ব্যুৎপত্তি তাকে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বে পরিণত করেছে।
This book is like a fireball straight out of a billionaire dragon. Don't be lazy, grab this book, memorize and apply it in your future financial adventure and be an actual independent Muslim. Remember Dazzal and his group want you as a slave. So, the encounter should be becoming a strong individual Muslim who strengthens the One Muslim Ummah. Earn wealth and spend it to retain more in Akhirah inshaallah.
খুবই ছোট তবে টু দি পয়েন্ট একটা বই। যা আপনাকে কেন, কিভাবে ব্যবসা করতে হয় শেখাবে।এবং আমাদের ব্যবসার উদ্দেশ্য যে একমাত্র উম্মাহর সেবা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সে বিষয়ে আলোকপাত করা হয়েছে।
চাকরি করাটা এখনকার কমন ট্রেন্ড। এর বাইরে এসে উদোক্তা হওয়াটাকে আমরা এখনো সহজভাবে নিতে পারিনা ("ব্যবসায়ী" কথাটা শুনলেই কেমন কেমন ভাব দেখাই!)। অথচ চাকরির চেয়ে একটা ভালো ব্যবসা অনেকগুণে বেশি আয়ের সুযোগ হতে পারে।
এই বই থেকে শিখলাম ঝুঁকি নেয়া, আয়ের শুরু থেকেই (একদম শুরু থেকেই! সেটা যত ছোট/বড়ই হোক না কেন) সাদাকাহ করা, জ্ঞানার্জন করা, নেটওয়ার্কিং বাড়ানো, বিজ্ঞ একজন উপদেষ্টার সান্নিধ্যে থাকা এই ব্যাপারগুলো ব্যবসার জন্য সহায়ক।
প্রাথমিক ধারণার সাথে সংক্ষিপ্ত আলোচনা! তবে আমার মতে প্রকাশনী সংশ্লিষ্টরা এই ২৭পেজের বইয়ের দাম নির্ধারণে ভুল করেছে! গায়ের দাম ৬০টাকার বদলে ৪৩-৪৭৳ রাখলে যৌক্তিক মনে হতো।
চমৎকার বই। বইয়ের উদ্দেশ্য হলো আপনাকে ব্যবসার প্রতি আগ্রহী করে তোলা। ব্যবসা কেন করবেন, এর উদ্দেশ্য কী হওয়া উচিত, ইত্যাদি বিষয়গুলো উঠে এসেছে। ছোট্ট বই। সময় করে পড়ে ফেলুন।