Jump to ratings and reviews
Rate this book

ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য

Rate this book
আপনি কি জানেন একফালি কাগজ কিভাবে এত গুরুত্বপূর্ণ হলো? অর্থনৈতিক বৈষম্য লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে কেন? আর কেনই বা উন্নত বিশ্ব এত ঋণগ্রস্থ হয়ে যাচ্ছে। প্রশ্নগুলো খুব তাত্ত্বিক এবং বিচ্ছিন্ন বলে মনে হতে পারে। অথবা মনে হতে পারে এগুলো জানা কি আমাদের খুব প্রয়োজন? আসলে প্রশ্নগুলো মোটেও বিচ্ছিন্ন কিংবা তাত্বিক নয়; সম্পূর্ণ জীবন ঘনিষ্ঠ এবং একই সুতোয় গাঁথা বাস্তবতা। আমাদের জীবনে নিয়মিত গভীর প্রভাব ফেলা এই না-দেখা বাস্তবতাগুলোকে ছোট ছোট গল্পের আকারে সাজিয়ে সবার কাছে সহজভাবে তুলে ধরতে রচনা করা হয়েছে এই বই।

160 pages, Hardcover

Published February 1, 2022

43 people are currently reading
260 people want to read

About the author

দীর্ঘ দশ বছর দেশে-বিদেশে অধ্যয়ন শেষে মােহাইমিন পাটোয়ারী বর্তমানে অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে দায়িত্বরত আছেন। ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ সম্পন্ন করে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক 'চার্টার্ড ফাইনান্সিয়াল এনালিস্ট প্রােগ্রামে যুক্ত হন। অর্থনীতি এবং ফাইনান্সের পাশাপাশি গণিতের প্রতি রয়েছে তাঁর ঝোঁক। সিএফএ অধ্যয়নরত অবস্থায় দ্বিতীয় স্নাতক প্রােগ্রামের জন্য তিনি গণিত বিভাগে নাম লেখান উত্তরা বিশ্ববিদ্যালয়ে এবং ২০১৬ সালে স্নাতকোত্তর গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের সেরা দশে অবস্থানের পুরস্কার অর্জন করেন। ২০১৭ সালের জুন মাসে তিনি সিএফএ পরীক্ষার তৃতীয় এবং শেষ ধাপ সম্পন্ন করেন। তাঁর জীবনের ক্ষুদ্র একটি অপূর্ণতা হচ্ছে গণিতে স্নাতক সম্পন্ন করতে না পারা। স্নাতক করা অবস্থাতেই নরওয়ে স্কুল অফ ইকনমিক্সে মাস্টার্স প্রােগ্রামের জন্য তার ডাক পড়ে। সেই ডাকে সাড়া দিয়ে তিনি নিশীথ সূর্যোদয়ের দেশে পাড়ি জমান। অতঃপর নরওয়ে স্কুল অব ইকনমিক্স থেকে দ্বৈত মাস্টার্স প্রােগ্রামের জন্য তিনি যন্ত্রের দেশ জার্মানির স্বনামধন্য মানহাইম বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। পড়াশােনার পাশাপাশি খেলাধুলা, ভ্ৰমণ, শিক্ষকতা এবং ভাষা শিক্ষার জগতেও তিনি একজন সক্রিয় ব্যক্তিত্ব। ২০১৮ সালে চাইনিজ ব্রিজ কম্পিটিশনে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থানসহ খেলাধুলার জগতেও রয়েছে তাঁর একাধিক পুরস্কার। বর্তমানে অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং বাংলা ভাষায় অর্থনীতির জগতকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। বই লেখার পাশাপাশি সংবাদপত্রেও তিনি নিয়মিত কলাম লিখেন। সরল বাংলায় এবং গল্পের ভঙ্গিমায় তাঁর লেখাগুলাে ইতােমধ্যেই পাঠকদের মন কেড়ে নিয়েছে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
56 (53%)
4 stars
41 (39%)
3 stars
5 (4%)
2 stars
1 (<1%)
1 star
1 (<1%)
Displaying 1 - 20 of 20 reviews
Profile Image for Mozammel Toha.
Author 7 books291 followers
March 10, 2022
"এটা স্বস্তির বিষয় যে, মানুষ ব্যাংকিং এবং মুদ্রা ব্যবস্থা বোঝে না। কারণ যদি তারা বুঝত, তাহলে রাত পোহাবার আগেই বিপ্লব শুরু হয়ে যেত।"

উক্তিটি ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ডের। আর "ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য" বইয়ের লেখক মোহাইমিন পাটোয়ারী তার বইয়ের ভূমিকা শুরু করেছেন এই উক্তিটি দিয়েই। এই উক্তির মধ্য দিয়েই তিনি ইঙ্গিত দিয়েছেন - তার এই বইটির মূল উদ্দেশ্য হচ্ছে পাঠককে সেই গোপন রহস্য সম্পর্কে জানানো, যা তারা জানে না।
...

একেবারে সাধারণ পাঠকদেরকে বোঝানোর জন্য লেখক প্রথমেই রূপসাগর নামে একটি বিচ্ছিন্ন দ্বীপের কথা কল্পনা করেছেন, যেই দ্বীপে মাত্র ১০টি পরিবারের বসবাস। সেই গ্রামে শুরুতে কোনো টাকা-পয়সার প্রচলন ছিল না। সবাই সেখানে একটি পণ্যের বিনিময়ে অন্য একটি পণ্য গ্রহণ করত।

এই মানদণ্ডকে এরপর লেখক ধীরে ধীরে জটিল থেকে জটিলতর করে তুলতে থাকেন। রূপসাগরের পর তিনি রূপনগর, জীবনসাগর, সুবর্ণ-নগর নামে ভিন্ন ভিন্ন দ্বীপের উদাহরণ টেনে দখাতে থাকেন, কীভাবে বিভিন্ন বাস্তবমুখী প্রয়োজনের প্রেক্ষিতে সেখানে ধীরে ধীরে স্বর্ণমুদ্রা, কাগজের টাকা, ভিন্ন ভিন্ন ধরনের ব্যাংকিং ব্যবস্থা, বিভিন্ন প্রকার শর্তের সুদ ব্যবস্থা আত্মপ্রকাশ করছে এবং সেসব দ্বীপের অর্থনীতি ক্রমেই আমাদের পরিচিত পৃথিবীর অর্থনীতির মতো হয়ে উঠছে।

বইটিতে লেখক মূলত দুটি বিষয় পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। প্রথমটি হচ্ছে ব্যাংক এবং মুদ্রা ব্যবস্থার বিবর্তন, এবং দ্বিতীয়টি হচ্ছে সুদভিত্তিক অর্থব্যবস্থার কুফল। এবং দ্বিতীয় এ বিষয়টির প্রমাণ লেখক দিয়েছেন বইটির প্রতিটি পরতে পরতে।

একেবারে শুরুর কড়িভিত্তিক অর্থব্যবস্থা থেকে শুরু করে আধুনিক ফিয়াট মানি পর্যন্ত অর্থব্যবস্থার প্রতিটি ধাপ ব্যাখ্যা করতে গিয়ে লেখক তুলনা করে দেখিয়েছেন, প্রথমে সুদ ছাড়া যখন শুধু ব্যবসায়িক কর্মকাণ্ড প্রচলিত থাকে, তখন কীভাবে জনগণের হাতেই অর্থ থাকে, এবং এরপর সুদভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার কয়েক বছরের মধ্যেই কীভাবে দেশের প্রায় সকল অর্থ ব্যাংকগুলোর হাতে কুক্ষিগত হয়ে পড়ে।

আমাদের আশেপাশে আমরা সাধারণত ধর্মীয় বক্তাদেরকেই সুদভিত্তিক অর্থব্যবস্থার কুফল সম্পর্কে আলোচনা করতে দেখি। এবং সেই আলোচনাও হয় কেবলই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। কিন্তু "ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য" বইটিও কোনো ধর্মীয় বই না, এবং এর লেখক মোহাইমিন পাটোয়ারীও কোনো ধর্মীয় বক্তা নন। তিনি একজন অর্থনৈতিক বিশ্লেষক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বি এ থেকে বিবিএ সম্পন্ন করে এরপর নরওয়ে এবং জার্মানি থেকে অর্থনীতিতে দুটি মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। সুদভিত্তিক অর্থব্যবস্থার যে কুফল, সেটা তার বইয়ে তিনি তুলে ধরেছেন অর্থনীতির দৃষ্টিকোণ থেকেই।

সেটা করতে গিয়ে তিনি এমনসব পশ্চিমা দার্শনিক, অর্থনীতিবিদ, ব্যাংকার এবং নীতি-নির্ধারকদের উক্তি ব্যবহার করেছেন, যা পাঠককে বিস্মিত করতে বাধ্য। যেমন ধরা যাক এরিস্টটলের একটি উক্তি, যেখানে তিনি বলেছেন, “মুদ্রার উদ্দেশ্য বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা, সুদে বেড়ে যাওয়া নয়। সুদ মানে টাকা নিজেই আরেকটা টাকার জন্ম দিচ্ছে এবং নতুন জন্ম নেয়া টাকাটা অবিকল জন্মদাতা টাকার মত। পৃথিবীতে সম্পদ বৃদ্ধির যতগুলো উপায় আছে, তাদের মধ্যে এটিই সবচেয়ে অ-প্রাকৃতিক।”
...

অর্থনীতি বিষয়টি এমনিতেই যথেষ্ট জটিল। তার উপর একটি বইয়ের ভেতরেই মূল্যস্ফীতি, ভার্চুয়াল কারেন্সি, দেউলিয়াত্ব, অর্থনৈতিক মন্দা, বেইল আউট, জম্বি ফার্ম, তারল্য সংকট প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করলে বইটি আরো জটিল হয়ে ওঠার কথা। কিন্তু লেখক মোহাইমিন পাটোয়ারী অত্যন্ত সহজ ভাষায়, গল্পের ছলে এমনভাবে প্রতিটি বিষয় তুলে ধরেছেন, অর্থনীতি সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকলেও বইটি বুঝতে কোথাও কোনো সমস্যা হবে না।

... মূল রিভিউটা লিখেছি রোর বাংলার জন্য। এখানে নির্বাচিত কিছু অংশ তুলে দিলাম।
Profile Image for Anas Hamza.
33 reviews2 followers
June 24, 2022
বর্তমান সময়ের অন্যতম অবশ্যপাঠ্য বই। চমৎকার প্রকরণে খুব সহজ ভাষায় গল্পের ছলে লেখক আমাদের পরিচয় করিয়েছেন ব্যাংকব্যবস্থার ও মুদ্রাব্যবস্থার সঙ্গে। এক্ষেত্রে তার পদ্ধতি হলো তিনি শুরু করেন একদম প্রাথমিক পর্যায়ের অর্থনীতি থেকে। একটি বিচ্ছিন্ন দ্বীপ, রূপসাগর তার নাম, মাত্র দশটি পরিবার বাস করে তাতে, সেখানে কোনো মুদ্রা নেই, মানুষ পণ্যের বিনিময়ে পণ্য কেনে।
এমন একটি আদিম অর্থনীতিতে প্রয়োজনের তাগিদে ধীরে ধীরে আসতে থাকে বিভিন্ন অর্থনৈতিক বিবর্তন। লেখক একে একে প্রাচীন বাঁধগুলো তুলে দেন। এভাবে ধীরে ধীরে পাঠক প্রবেশ করে ভিন্ন ভিন্ন অর্থনীতির যুগে, একটা সময় সেই অর্থনৈতিক রূপরেখা হয়ে ওঠে আধুনিক বিশ্বের মতো। এরই মধ্যে লেখক দেখাতে থাকেন, অর্থনীতি যেমনই হোক, আদিম কি আধুনিক, সবক্ষেত্রেই সুদ নিশ্চিতভাবে বৈষম্য তৈরি করে।

ব্যাংকব্যবস্থা এই বইয়ের আলাপের অন্যতম প্রধান দিক। জানেন কি, ব্যাংক হাওয়াই টাকা তৈরি করে? মানে পুঁজির চেয়ে বেশি (এর একটা সীমা আছে যদিও) ঋণ দেয়? তার মানে সবাই যদি একযোগে ক্যাশ তুলে আনতে যায় তাহলে ব্যাংক কখনোই পাই-টু-পাই হিসাব দিতে পারবে না এবং কখনোই ‘চাহিদামাত্র ফেরত’ দিতে পারবে না। ভেঙে পড়বে ব্যাংকব্যবস্থা এবং দেউলিয়া হবে ব্যাংক। কেউ এভাবে সব ক্যাশ তুলে নেবে না, প্রয়োজনে চেকের মাধ্যমে কিংবা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে কিংবা ব্যাংক থেকে ব্যাংকে লেনদেন হবে কতগুলো ডিজিট আকারে, এই ভরসাতেই টিকে আছে ব্যাংকব্যবস্থা, ঋণ দিয়ে যাচ্ছে তার পুঁজির চেয়ে বেশি।

বইটির আলাপের আরেকটি দিক হলো মুদ্রাব্যবস্থা। অষ্টম ও সর্বশেষ অধ্যায়ে লেখক দেখান কী কী পর্যায়ের মধ্য দিয়ে কীভাবে নিক্সনের শক খেয়ে আমরা কড়ি-সোনা-তামা-রূপা ছেড়ে স্রেফ কাগজকে মুদ্রা হিসেবে গ্রহণ করলাম। এখনো অনেকে মনে করেন যে সুদের বায়ুবাতাস কোনোদিন তাকে স্পর্শ করেননি অথচ তার পকেটের প্রতিটা পয়সাই সুদের ওপর নেওয়া ঋণের পয়সা। আবার অনেকে ভাবেন তাদের হাতে থাকা কাগজের টাকার বিপরীতে স্বর্ণ মজুদ আছে ব্যাংকে। আরও যতজনের যত ভুল ভাবনা আছে তাদের সেই ভুল ভাঙাতে ও ঘুম ভাঙাতে এই বইটি নিক্সনের শকের মতো কাজে লাগতে পারে।

এই বইয়ের লিখনপদ্ধতি খুবই চমৎকার ও চিত্তাকর্ষক। একদম প্রাথমিক পর্যায়ের একজন, অর্থনীতি সম্পর্কে যিনি জানেন না বললেই চলে, তিনিও পড়ে বুঝতে পারবেন এর বক্তব্য। এমনকি খুব সম্ভব যে বইটি পড়া শেষে তিনি ব্যাংকব্যবস্থা ও মুদ্রাব্যবস্থাকে ভিন্ন চোখে দেখতে শুরু করবেন এবং এর প্রভাব তার অর্থনৈতিক জীবনেও ধরা পড়বে।

রেটিং ৪.৮/৫
Profile Image for Zahidul  Tamim.
113 reviews3 followers
November 7, 2022
My BBA syllabus contains so many courses on economics, banking system and Finance. But the irony is even after studying the monetary system academically, nobody will know the dark yet open secrets. Few days ago I discovered my finance professor doesn't know how money is issued! Can you imagine! This is the situation.
I don't know if the brute syatem of modern nation economy is intentionally omitted from the University syllabus or not. But it is for sure that nobody would know how money and bank actually works purely from the books taught in Universities.
Thia book is just a pure gem. I won't lengthen my review, just READ the book!
Profile Image for Mehedi  Hasan Mahfuz.
171 reviews27 followers
October 22, 2022
অর্থনীতির মারপ্যাঁচ গুলোকে এমনিতেই ভয় পাই, তাই কখনোই সেভাব��� পড়া হয়ে উঠে না। কিন্তু লেখক এই বইয়ে ব্যাংকব্যবস্থার ব্যবচ্ছেদ করেছেন একদম চুলচেরা বিশ্লেষণ ও সহজবোধ্য ভাষায়,যা যেকোনো পাঠককেই উৎসাহিত করবে টাকার গোপন তত্ত্ব সন্ধানে।সাথে সুদ ব্যবস্থা সমাজের জন্য কতটা ক্ষতিকর, ব্যাংকব্যবস্থা যে পুরোটাই দাঁড়িয়ে আছে সুদের উপর তা দেখিয়েছেন। নিঃসন্দেহে প্রত্যেকের জন্য অবশ্যপাঠ্য বই।
হ্যাপি রিডিং 💙
Profile Image for Asif Azad.
24 reviews1 follower
May 4, 2022
"It is well enough that people of the nation do not understand our banking and monetary system, for if they did, I believe there would be a revolution before tomorrow morning." -- Henry Ford

The book started with that statement.The author is successful in convincing the above statement of Henry Ford to the readers at least to me.
Profile Image for Dhiman Dey.
15 reviews3 followers
November 1, 2022
আমরা অনেকেই বিজ্ঞান এর বিষয়গুলোকে ভাবি বাণিজ্য বা ব্যবসা বিভাগের বিষয়গুলো থেকে অনেক কঠিন। কিন্তু যে একবার অর্থনীতি নিয়ে পড়তে বসেছে, মানুষ কতভাবে কত কী প্যাঁচাতে পারে। অর্থনীতির বিষয়গুলো আমার কাছেও তেমনি কঠিন আর দুর্বোধ্য লাগে প্রায় সবসময়। টাকা কীভাবে আসে, এক দেশের অর্থের সাথে আরেক দেশের অর্থের দাম কীভাবে উঠানামা করে, টাকার দাম কীভাবে নির্ধারণ হয় ইত্যাদি এরকম অনেক ধরনের প্রশ্নই মাথার মধ্যে ঘুরাফেরা করে সবসময়ই। ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে কিছু উত্তর পাওয়া যায় বটে, কিন্তু সেই উত্তর বেশিরভাগ ক্ষেত্রে কঠিন ও দুর্বোধ্য। আর বাংলা ভাষায় তো কিছু নেই বললেই চলে।

সেদিন থেকে মোহাইমিন পাটওয়ারী এর এই বইটি যথেষ্ট সহজ করে দেয় এই প্রশ্নের উত্তরগুলো। লেখকের এই বইটি শুরুই হয় একটি কাল্পনিক রাজ্য সৃষ্টির মধ্যে দিয়ে। তারপর সেই কাল্পনিক রাজ্যে তৈরি করা হয় বিভিন্ন চরিত্র আর তার সাথে তৈরি হতে থাকে এক একটি সমাজব্যবস্থা আর সেই সাথে সেই সমাজের জন্য তৈরি করা হয় অর্থনীতি।
টাকার উৎস, টাকা তৈরির পদ্ধতি, টাকার উপর ঋণ এর প্রভাব এবং বর্তমান বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির প্রায় সবদিক ই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন লেখক। কীভাবে টাকার রহস্যকে রহস্যময় করে রাখতে সুপরিকল্পিত কিছু উপরের শ্রেণীর মানুষ তাও দেখিয়েছেন লেখক এই বইটিতে।

বইটির সবচেয়ে ভালো দিক হলো, লেখকের সবকিছুকে সহজ করে তোলার প্রবণতা। টাকা এবং অর্থনীতি অনেকগুলো চলকের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে লেখক প্রতিটি চলকের জন্য আলাদা আলাদাভাবে টাকা এবং আমাদের অর্থনীতি কীভাবে প্রভাবিত হয় তা দেখিয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, লেখক শুধু তত্ত্বকথা দিয়ে থেমে যাননি। হাতেকলমে হিসাবের মাধ্যমে দেখিয়েছেন আমাদের বিশ্বব্যপী ব্যাংকব্যবস্থা, টাকার রহস্য এবং আমাদের অজ্ঞতা।

কেউ যদি খুব সহজে অর্থনীতি নিয়ে পড়া শুরু করতে চান, সেক্ষেত্রে এই বইটি নিঃসন্দেহে পাঠযোগ্য। তবে কিছু কিছু ক্ষেত্রে লেখাটা একঘেঁয়ে লাগতে পারে। তবে এটা আসলে লেখকের ব্যর্থতা বলে মনে করিনা আমি এক্ষেত্রে। কারণ অর্থনীতি এমনিতে আমার পছন্দের একটি বিষয় হলেও পড়া শুরু করলেই ঘুম পেয়ে যায়।
Profile Image for SAQIB.
23 reviews1 follower
September 21, 2023
মাস্টারপিস ভাই, মাস্টারপিস। 

প্রথমত, লেখক এত সাবলিল আর ক্রমান্বয়ে লিখেছেন, যা বলার মত না! আপনার আগ থেকে কোনো কিছু জানা নেই, বোঝা নেই; এমনকি জানতেও চান না, বুঝতেও চান না। বলবো, বইটি পড়া শুরু করুন এবং পড়তে থাকুন। দেখবেন, কেমন করে আপনার ব্যাংকব্যবস্থা আর টাকা দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেলো! 


ঈদের সময় বিকাশ, নগদ, ক্রেডিট-ডেবিট-মাস্টার কার্ড আর ভিসা কার্ডের এত ডিসকাউন্ট কেন দেয়, আগে বুঝতাম না। লেনদেন করছে দোকানি আর কাস্টমার। তাহলে, মাঝখান থেকে হুট করে ডিসকাউন্ট দিয়ে ওদের লাভ কী হয়? কারণ........ কষ্ট করে বইটা পড়ুন। আর জানুন, কী সেই শুভঙ্করের ফাঁকি!
Profile Image for Subaita Tasnim.
67 reviews
July 26, 2025
Great read if you want to understand fractional reserve banking and why our banking system is broken and designed to serve only a certain group of people
Profile Image for Zahidul Haque Ayon.
7 reviews
May 2, 2022
লেখক সরল ভাষায় ব্যাংক ব্যবস্থা ও মুদ্রাব্যবস্থাকে ব্যাখ্যা করার যে আশা বইয়ের প্রথমে করেছেন, তাতে তিনি সফল; এজন্য তাকে জানাই সাধুবাদ। যাদের এ সকল বিষয়ে আগ্রহ আছে, কিন্তু কোথা থেকে শুরু করতে হবে বুঝতে পারছেন না, তারা এ বইটি বিবেচনা করতে পারেন।

বইটিতে কেবল বিষয়ের প্রাথমিক পর্যায়ের জ্ঞানের উপর জোর দেয়ায় কিছু বিষয় অতি সরলীকরণ করা হয়েছে বলে বইটি পড়তে গিয়ে মনে হয়েছে । তাই এ বইটি পড়ে পরবর্তীতে আলোচিত বিষয়সমূহের গভীরে না ঢুকলে পরবর্তীতে সেগুলো সম্পর্কে অপরিপক্ক ধারণা থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পাঠকদের বইটি পড়ে বইয়ের বিষয়গুলো নিয়ে আরও পড়াশোনা করার পরামর্শ দেয়া যাচ্ছে।

বইয়ের ভাষা থেকেই বোঝা যায় যে, লেখক বর্তমানে চলমান সুদী অর্থনৈতিক ব্যবস্থার সমর্থক নন। এই বইয়ে তিনি সুদ-ব্যবস্থার খারাপ দিকগুলো তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছেন। ভবিষ্যতে এর বিকল্প কোন ব্যবস্থা বিশেষ করে জাতীয় পর্যায়ে সুদমুক্ত টেকসই অর্থনৈতিক ব্যবস্থার বিস্তারিত কাঠামো নিয়ে লেখকের বই বা জার্নালের অপেক্ষায় থাকলাম।

লেখকে তার প্রাঞ্জল ভাষার বইয়ের জন্য ধন্যবাদ। আল্লাহ তায়ালা তাকে উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন। তার লেখনীর মাধ্যমে আমাদের জ্ঞান বৃদ্ধি করুন।

আমিন।
Profile Image for Iftekhar Tamim.
2 reviews
December 14, 2022
একবিংশ শতাব্দীতে এসে কাগজের টাকা আর লোন নেওয়ার ট্র্যাপে পড়ার সুবর্ণ সময়। অথচ এই ব্যাংকিং সিস্টেমটাই গঠন করা হয়েছে মানুষদের চুষে সম্পদ নিয়ে তাদের "উন্নয়ন" এর তকমা দেওয়া। তাই এই বই লেখার উদ্দেশ্য হলো আমজনতাকে এই শুভংকরের ফাঁকি সমন্ধে অবগত করা।

ইকোনোমিক্স এ আপনি কোনো পড়াশোনা না করলেও লেখক মোহাইমিন পাটোয়ারী ভাইয়ের সহজলভ্য ভাষার প্রয়োগে এই কমপ্লিকেটেড টপিক ভালো মতোই বুঝতে পারবেন, আই অ্যাম কনফিডেন্ট। যেহেতু টার্গেট অডিয়েন্স আমজনতা তাই বইয়ের ভাষা একাডেমিক লাগবে না আপনার। যদিও বা এই বই দিয়ে ইকোনোমিক্স এর একাডেমিক পড়ালেখার যাত্রা বুনিয়াদ হিসেবে ব্যবহারযোগ্য।

মোহাইমিন ভাই ঢাবির আইবিএ থেকে বিবিএ ডিগ্রি তো অর্জন করেছেনই, সেই সাথে নরওয়েতে নরওয়েজিয়ান "স্কুল অব ইকোনোমিক্স" এ দ্বিতীয় মাস্টার্সের জন্য স্কলারশিপ দিয়ে খ্যাতনামা "মানহাইম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। এই বইসহ "সুদ হারাম কর্যে হাসনা সমাধান" বইও বেস্টসেলার খেতাবপ্রাপ্ত।

ব্যক্তিগতভাবে নন ফিকশন বই ভালোভাবে পড়া শুরু করি ২০২০ থেকে। কোনো কারিকুলাম না থাকায় রেন্ডম বই পড়তাম। আজকে ���ইটা পড়া শেষ করে আপসোস করছি তখনই কেনো বইটা হাতে পেলাম না। ওয়ার্ল্ডভিউ চেঞ্জ করতে যে ২-৩টা বই পড়া উচিৎ তার মধ্যে এই বইয়ের স্থান নিশ্চিত থাকবে। ব্যাংকিং সিস্টেমের কিছু কনসেপ্ট যেগুলো না জানলেই নয়, যেমন ক্রেডিট মানি, ডিপোজিট স্কিম, ইনফ্লেশন এবং দিফ্লেশন এর কারণ ইত্যাদি খুব সহজ ভাষায় এক্সপ্লেইন করা। অ্যানালোজী দিয়ে বুঝাবার এমন তরিকা এই লেভেলের বইতে আমি এখন পর্যন্ত দেখি নাই। "রূপসাগর" নামটা বোধয় সারাজীবনই মনে থাকবে আমার। এছাড়া ব্যাংকিং সিস্টেম কিভাবে সমাজে বৈষম্য সৃষ্টি করে, কিভাবে সুদের মাধ্যমে একশ্রেণীর মানুষ দেউলিয়া হবেই এবং সুদ/সুদি ব্যবসা/ব্যাংক আর ব্যবসায়ের যে সুবিশাল পার্থক্য তাও লেখক সাবলীল ভাষায় বুঝিয়েছেন। মুদ্রার প্রয়োজনীয়তা, উদ্ভবের কারণ এবং ঊনবিংশ কিংবা বিংশ শতাব্দীতে এসে কেনো মানিলেস ইকোনমি তথা কমিউনিজম চলতে ব্যার্থ হবে সেটা পাঠক আপনা আপনিই বুঝে যাবে। ওভারঅল আমি রেকমেন্ড করবো সকল মানুষকে এই বই পড়তে। এবং ব্যাংক ঋণ নামক ধ্বংসাত্মক জাল থেকে বেরিয়ে আসতে। নয়তবা ঋণের বোঝা ঘাড়ে নিয়ে এবং দেউলিয়া হবার চিন্তায় মানবজাতি আগাতে থাকবে।

“It is well enough that people of the nation do not understand our banking and monetary system, for if they did, I believe there would be a revolution before tomorrow morning.”
- Henry Ford.
Profile Image for Ibnul Fiaaz Dhrubo.
124 reviews3 followers
December 24, 2022
“টাকা তুমি মা-বাবার আদরের ধন,
স্নেহ-মায়া-মমতায় রাখে সারাক্ষণ,
টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই,
শালা আর শালীদের প্রিয় দুলাভাই।
তোমার জন্য হয় কতজন খুন,
শান্তির সংসারে জ্বালাও আগুন।
আপন জনের মাঝে দন্দ্ব বাঁধাও,
নিমিষেই আপনকে পর করে দাও,
বহু দূরে চলে যায় মামা-খালু-কাকা...
টাকা টাকা টাকারে, আজব টাকা!!”
(কলরবের ‘আজব টাকা’ গানের একাংশ)

টাকা কী? সুন্দর দেখতে চারকোণা রঙিন কাগজ। তাই না? নাহ্। টাকার সংজ্ঞাটা আসলে অতটাও সোজা না। এই কয়েকটা কাগজ বা নোট দিয়ে আমরা কতকিছুই না করে ফেলতে পারি। কিন্তু এই 'কাগজ'গুলো এতটা মূল্যবান হলো কী করে?

আচ্ছা, সরকারের কাছে টাকা বানানোর মেশিন তো আছেই। তাহলে নতুন নতুন টাকা ছাপলেই তো আমাদের দেশ অনেক ধনী হয়ে যাবার কথা। তাই না? নাহ্, তাও না। এতে করে জনগণের কাছে রিজার্ভের বিপরীতে অনেক বেশি নোট চলে আসবে। ফলে দেখা যাবে দোকানে মাসিক বাজার করতে গিয়ে বস্তা ভরে টাকা নিয়ে যেতে হচ্ছে। এমনও হতে পারে আপনি টাকা দিয়ে টয়লেট পেপার কেনার বদলে নোট (টাকা) দিয়েই টয়লেট পেপারের কাজ সেরে ফেলছেন! কেমন হবে তখন?

আচ্ছা, যখন নতুন টাকা বানানো হয় সেগুলো কি হেলিকপ্টারে করে আকাশ থেকে ছেড়ে দিয়ে জনগণের মাঝে বিতরণ করা হয়? না, তা করা হয় না। বরং ব্যাংক থেকে গ্রাহকদের যে ঋণ দেয়া হয় তার মাধ্যমে নতুন নোটগুলো বাজারে প্রবেশ করে। তার মানে আমরা ব্যাংকনোটধারী সবাই কি ঋণী?

এই রঙচঙে কাগজগুলো এভাবেই আমাদের মনে নানাবিধ প্রশ্নের উদ্রেক করে। লেখক মোহাইমিন পাটোয়ারী তার "ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য" বইটিতে টাকা সম্পর্কিত এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করেছেন। টাকার ব্যবহার আমরা সবাই করি, কিন্তু এসব জ্ঞান সবার জানা নেই অথবা জানার মতো এই বিষয়গুলো অনেক সময় অনেকটা ইচ্ছে করেই আমাদের থেকে গোপন রাখা হয়। এই বইটিতে লেখক টাকা বা মুদ্রা বিনিময়ের ইতিহাস, মুদ্রার প্রবাহ, মুদ্রাব্যবস্থার বিবর্তন, সুদ, ব্যাংকব্যবস্থা, ব্যাংকের ঋণ প্রদান ইত্যাদি বিষয়গুলো ছোট ছোট কয়েকটি ধারাবাহিক গল্পের মাধ্যমে উদাহরণসহ ফুটিয়ে তুলেছেন। এছাড়াও বইটিতে ফ্র‍্যাকশনাল রিজার্ভ নিয়ে লেখক ধারণা দিয়েছেন যেটা আমার কাছে সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক মনে হয়েছে। ফ্র‍্যাকশনাল রিজার্ভ আর ফুল রিজার্ভ এবং এর সাথে বর্তমান মুদ্রাব্যবস্থার সম্পর্ক যখন আমি জানতে পারলাম তখন আর অবাক না হয়ে পারিনি।

তবে মুদ্রা ও ব্যাংকব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে লেখক সুদ এবং সমাজে সুদের নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে সুদ আর ব্যবসা একইরকম। কিন্তু তাদের এ ধারণা মোটেও ঠিক নয়। কেননা ব্যবসার ক্ষেত্রে পণ্য ও অর্থের মালিকানার বিনিময় ঘটে। কিন্তু সুদের ক্ষেত্রে তা ঘটে না। মহাজন যে অর্থ ঋণগ্রহীতাকে প্রদান করে তার মালিকানা তো পরির্তন হয়ই না বরং মহাজন সেখান থেকে কিছু লাভ নিয়ে নেয়। ফলে সৃষ্টি হয় অর্থনৈতিক বৈষম্য। এই ব্যাপারটা কীভাবে ঘটে এবং আমাদের সমাজে এর নেতিবাচক প্রভাবগুলো কী কী সেসব নিয়েও লেখক বিস্তারিত আলোচনা করেছেন।

এখন কেউ কেউ মনে করতে পারেন লেখক হয়ত বইটির বিষয়বস্তু ইসলামী ভাবধারার আলোকে দাঁড় করিয়েছেন। কিন্তু ব্যাপারটা মোটেও এমন নয়। বইটি পড়লেই ভালোভাবে বুঝতে পারবেন। নিজের বিষয়ভিত্তিক অর্জিত জ্ঞান হতে লেখক বর্তমান বিশ্বের অর্থ ও ব্যাংকব্যবস্থাকে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন। আপনিও যদি ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য নিয়ে জানতে চান তবে বইটি সংগ্রহ করে পড়ে দেখতে পারেন।
Profile Image for Nahian.
98 reviews10 followers
October 13, 2024
I bought this book on a whim and never opened it for 6 months, but after I started reading it, it helped me understand the banking system, how it works, what monetary policy is, and what an important role banks play for a country.

The prose style of this book is very easy to understand (as I don't have a Commerce background so I need a lot of examples to understand how the banking system truly works). This book uses various types of simplified examples so anyone can understand each topic thoroughly.

I would recommend this book to anyone who wants to understand the influence of the bank on the economy of a country. One suggestion might be that “You should read the chapters slowly and understand each chapter thoroughly before reading the next one”.

One famous quote I found from this book is,

"I care not what puppet is placed upon the throne of England to rule the Empire on which the sun never sets. The man who controls the British money supply controls the British Empire, and I control the British money supply."

-Nathan Mayer Rothschild
Profile Image for Ridwanul Hassan.
18 reviews8 followers
February 19, 2025
বইয়ের অন্তঃসার হচ্ছে সমাজ কিংবা রাষ্ট্রে অর্থনৈতিক বৈষম্যের জন্য সুদ কতটা ভয়াবহ ভাবে দায়ী তা প্রমাণ করা এবং এর প্রভাব সম্পর্কে ধারণা দেয়া।
Apart from logic, explanation, and the portrayal of harsh reality, the writer also relies on morality, backed by religion.


Few Findings:

—বিশ্বের বিলিয়ানিয়ররা চাইলেও ব্যবসার মাধ্যমে পৃথিবীর সমস্ত সম্পত্তির মালিক হতে পারবে না; টাকার ধর্মই সেটা হতে দিবে না। কিন্তু সুদের মাধ্যমে সমস্ত সম্পদ পুঞ্জিভূত করা সম্ভব। (অবশ্যই তাত্ত্বিকভাবে)

—Gold Standard এবং Great Recession এর কারণ।

—ব্যাংক তার জামানতের ৮ থেকে ২০ গুন কিংবা ৫০ গুন বেশি ঋণ দিতে পারে।
বর্তমানে ইলেকট্রিক মানির কারণে এই অনুপাত irrelevant হয়ে যাচ্ছে।


Negative:

বইটা অতি সরলীকরণের দোষে দুষ্ট, এবং লেখায় বেশ রিপিটেশন পরিলক্ষিত হয়।
The book aims to reach a broader audience through a storytelling approach. However, the writer's commentary style guides the narrative so closely that it limits the reader's space for independent reflection, making the experience feel more guided than exploratory.
Profile Image for Alamin.
1 review20 followers
Read
October 8, 2025
সবকিছু আমাদের সামনেই ঘটছে। কিন্তু আমরা বুঝতে পারছি না বিষয় গুলো। এই অজানার কারনেই আমারা নিজেদের ক্ষতি নিজেরাই করে যাচ্ছি।
বইটা না পড়লে অনেক কিছু অজানাই থেকে যেতো।
ব্যাংক ব্যাবস্থা, যেটাকে আমাদের সামনে সুন্দর ভাবে উপস্থাপন করা হই। আসলে সেটা একটা মরন ফাদ। আর এই ফাদে আমার অনেক আগে থেকেই পরে আছি।
লেখককে ধন্যবাদ, বিষয় গুলো সুন্দর ভাবে বোঝানোর জন্য
Profile Image for Shahadat Hossen.
3 reviews
December 31, 2024
The writer described the system with easy words especially for student of science we don't know much about economics. And easily depicted the evil side without any pre-assumption. The writer also dared to talk about the crystal rotten system and it's evil side.
4 reviews
August 31, 2025
অসাধারণ একটি বই। আরেকবার পড়তে হবে!
Displaying 1 - 20 of 20 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.