ফাঙ্কি প্যাটার্নের কবিতা। পড়তে পড়তে মনে হয়েছে কবি অনেকটা খেলাচ্ছলে কিংবা হেলাচ্ছলে কবিতাগুলো লিখেছেন, স্বরবৃত্ত তাঁর কম্ফোর্ট জোন, অধিকাংশ কবিতায় তাই হয়তো আছে স্বরবৃত্তের আধিক্য। সমস্যা হচ্ছে, কবিতাগুলো প্রথাগত ছন্দে লেখা হলেও, ছন্দটা স্পন্টেনিয়াস না বরং অনেকটা খসখসে, যার কারণে কবিতা পড়ে পাইনি বিশেষ আরাম। এছাড়াও কবিতার বিষয়বস্তু কিংবা সিনট্যাক্সের কারণে কবিতা পড়ার পর সেটা আর মাথায় থাকে না, কিংবা আরও সহজভাবে বললে কোন কবিতাই মনে কাটতে পারেনি দাগ। ওভারঅল খুবই হতাশাজনক অভিজ্ঞতা হলো বইটা পড়তে পড়তে।