অনেক, অনেক দিন পরের কথা! পৃথিবীতে তখন বুদ্ধিমান যন্ত্ররা থাকবে৷ তাদের মনে আশা-নিরাশা থাকবে। জীবনে সুখ-দুঃখ থাকবে৷ থাকবে সমস্যা আর তার সমাধান৷ তাদের মধ্যে বুদ্ধিমান যেমন থাকবে, তেমনি অনেকে থাকবে নিরেট মাথার নির্বোধ। ভীতু যন্ত্রের পাশাপাশি থাকবে অসীম সাহসীরা৷ কথায় আর কাজে কারো থাকবে যুক্তি, আবার কারো মানবীয় আবেগ অনুভূতি৷ তাদের অনেকে ভালোবাসবে, আবার কেউ মেতে উঠবে ধবংসে। দু-একজন ধূসর সেই ধবংসস্তুপে অপেক্ষা করবে রঙিন প্রজাপতির জন্য, আর অন্যেরা আশায় থাকবে ফিনিক্স পাখির মতো পুনর্জন্মের। বইটির সাতটি কল্পগল্পে আমরা ভবিষ্যতের যন্ত্রদেরকে গভীরভাবে অনুভব করবো৷ কুশীলবেরা কখনো রোবট, কখনো কম্পিউটার আবার কখনো রেপ্লিকেটর৷ গল্পগুলো পড়তে পড়তে আমরা এক ধরণের আপাত দ্বন্দ্বের ভেতরে নিজেদেরকে আবিস্কার করবো- মানুষের তৈরি এই যন্ত্ররা কি মূলত আমাদেরই ধাতব রূপ? নাকি আমরাই আসলে তাদের এক একটি জৈবিক প্রতিবিম্ব?
লেখায় পরিশ্রম ও যত্নের ছাপ সুস্পষ্ট। ধ্রুপদি যে কোনো বিজ্ঞান কল্পকাহিনির মতো এ বই আমাদের চিন্তার পরিধি বাড়াবে। ব্যক্তিগতভাবে, "ক্রন" আর "এখানে প্রজাপতিরাও থাকবে" গল্প দুটোর অন্তিম পরিণতি কিঞ্চিৎ খাপছাড়া মনে হোলো। এটুকু বাদ দিলে বলা যায়, পুরো বই খুব আনন্দ নিয়ে পড়েছি। লক্ষ্যভুক্ত পাঠকদের কাছে রুশদী শামসের লেখা কেন এখনো ঠিকভাবে পৌঁছায়নি সেটা একটা রহস্য।
অনেক দিন পরে অসাধারণ একটা মৌলিক সাইন্স ফিকশন বই পড়লাম। গত কয়েক বছর ধরেই বাংলা সাইন্স ফিকশনের মধ্যে পুরানো সেই স্বাদটা পাচ্ছিলাম না, কিন্তু এই বইয়ে এসে আমার সব আক্ষেপের অবসান ঘটল। কয়েকটা ছোট গল্পের সংকলন এটি, প্রতিটিই সূদূর ভবিষ্যতে মানুষ এবং যন্ত্রের মধ্যেকার সম্পর্ক নিয়ে লেখা। কিন্তু যন্ত্র নিয়ে লেখা হলেও প্রতিটি গল্প মানবিক। বিশেষ করে প্রজাপতিরাও এখানে থাকবে গল্পটা পড়ে চোখে পানি চলে আসে। লেখক এখানে সাইন্টিফিক টার্ম যেমন নির্দ্ধিধায় ব্যবহার করেছেন, সেই সাথে লেখনির সাবলীলতাও বজায় রেখেছেন খুব সুন্দরভাবে। হার্ডকোর সাইফাই হলেও সাধারণ পাঠকদের পড়তে মোটেও কষ্ট হবে না। তবে লেখক মুহাম্মদ জাফর ইকবালের লেখার ভীষণ ভক্ত এবং লেখার মাঝেও সেই ছাপ রয়ে গিয়েছে কিছুটা৷ খুব ভালো একটা সময় কাটল বইটার সাথে। ৫ তারা দিতে কোন রকমের কার্পন্য হবে না এখানে। সাইফাই প্রেমীদের জন্য হাইলি রেকমেন্ডেড।
Bought it upon one of my sibling's behest. Wanted to see for myself what the hype was about for her in sci-fi after so long, and the book, surprisingly, was kinda worth it.
Liked some of the stories, loathed some. Loved one.
All in all, cannot wait to read the other books by this author. ^__^