Faizul Latif Chowdhury is a civil servant from Bangladesh, who currently serves as the Director General of Bangladesh National Museum. Chowdhury has written on a variety of academic topics, including corruption in public administration, tax policy , economics of tax evasion and tax avoidance, smuggling, and international trade policy. He is also a translator of Bengali poetry, and has researched the modern poet Jibanananda Das.
দারুন গদ্য। লেখকের কিছু প্রবন্ধ এখানে ওখানে পড়া ছিল। উপন্যাস এই প্রথম পড়লাম। চৌধুরী সাহেবেরও সম্ভবত এটা প্রথম উপন্যাস। উপন্যাসটা পড়ে খুব ভাল লেগেছে। আমি হুমায়ুন আহমেদের ভক্ত। সে কারণেই হয়ত বেশি ভাল লেগে থাকতে পারে। সবার ক্ষেত্রে সেটা হবে না হয়ত।
হুমায়ূন আহমেদের সাহিত্যের এত ভালভাবে এই উপন্যাসের মাধ্যমে বলেছেন, প্রথাগত সাহিত্য আলোচনার চেয়েও যা উপাদেয় বলে মনে হয়েছে আমার। বিশেষ করে নোবেল বক্তৃতায় হুমায়ূনের মুখে হুমায়ূন সাহিত্যের আলোচনা। ওহ, জবাব নেই একদম।
লেখক যে হুমায়ূন আহমেদকে, তাঁর সাহিত্যকে গভীরভাবে জানেন সেটা বোঝা যায়।
হুমায়ুন আহমেদের ভক্তদেরই বইটা বেশি ভাল লাগবে ধারণা করি। যারা হুমায়ূনের লেখার অনুরাগী নন তাদের কেমন লাগবে সেটা বলতে পারছি না।
গড়গড়িয়ে গল্প বলে যাওয়ার চেয়ে চিঠি চালাচালির মাধ্যমে গল্প বলার মানে পত্রোপন্যাস লেখার এই ভাবনাটাও চমৎকার।
আগ্রহীরা পড়তে পারেন। আমি পাঁচ তারা দিলাম হুমায়ূন ভক্ত হিসেবে।