নির্জন প্রান্তরের মাঝে আচমকা এক কালাে বিড়ালের লাফিয়ে পড়ার রােমহর্ষক মুহূর্ত, অথবা গভীর রাতে ঘুম ভাঙতে মহীন যখন দেখে, পাশে নিঃশব্দে বসে এক অচেনা তরুণী! তারপর যখন তার ঠোটের দুই কোনা দিয়ে বের হয়ে আসে তীক্ষ্ম লম্বা দুটো কষের দাঁত, ঝুঁকে পড়তে থাকে গলার উপর, তখন মহীনের সঙ্গে দম বন্ধ হয়ে আসে গল্পের পাঠকেরও। অথবা পদ্মায় খুনে লেঠেল আক্রামের নৌকোয় সেই রােমহর্ষক ঘটনা।। শিশির বিশ্বাসের ‘নিশুতি রাতে আসে’ বইটি পাঠককে পৌঁছে দেবে এক রুদ্ধশ্বাস ভৌতিক-অলৌকিক জগতে।