প্রতিশ্রুতির সঙ্গে কল্পবিশ্বের যৌথ উদ্যোগে প্রকাশিত হল ‘বিশ্বের শ্রেষ্ঠ মিনি সায়েন্স ফিকশন’। সম্পাদক ও অনুবাদক রনেন ঘোষ বেছে নিয়েছেন একচল্লিশটি সেরা ছোট সায়েন্স ফিকশন গল্পকে এই সংকলনে। কম শব্দের মধ্যে চিন্তা উদ্রেককারী কল্পবিজ্ঞান লেখা যে কি দুরূহ কাজ তা লেখক মাত্রই জানেন। এই সঙ্কলনের গল্পগুলি কয়েক লাইন থেকে একাধিক পাতা হলেও প্রতিটি আপনাকে ভাবাবে, চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে প্রথাগত কল্পবিজ্ঞানের ধ্যান ধারণাকে। যেকোনো কল্পবিজ্ঞানপ্রেমীর কাছে বইটি অবশ্যপাঠ্য।
মোট একচল্লিশটি গল্প আছে এই ঝকঝকে বইটিতে। অতি ক্ষুদ্র শর্ট-শর্ট থেকে নাতিদীর্ঘ ছোটোগল্প— সবই আছে এতে। প্রয়াত রণেন ঘোষের অনন্য ভাবানুবাদে লেখাগুলো হয়ে উঠেছে একান্ত ঘরোয়া। অথচ প্লটে, চরিত্রচিত্রণে, সর্বোপরি অভিঘাতের বৈচিত্র্যে এদের কোনো তুলনাই হয় না। গল্পগুলোতে প্রবলভাবে দেখা দিয়েছে সূক্ষ্ম রসিকতা, ডার্ক হিউমার, হরর, সর্বোপরি গল্পের শেষের অন্তিম মোচড়— যা স্বর্ণযুগের গল্পের অন্যতম বৈশিষ্ট্য ছিল। গত শতাব্দীর পাঁচ, ছয় কি সাতের দশকের অলংকরণের অংশবিশেষ মোটিফ হিসেবে ব্যবহৃত হয়েছে গল্পগুলোর সঙ্গে। ফলে এদের মাধ্যমে ফেলে আসা সেই সময়কে আরও বেশি করে উপভোগ করা গেছে। সব মিলিয়ে বলব, কল্পবিজ্ঞানের অনুরাগী হলে এই বইটি আপনার কাছে অবশ্যপাঠ্য বলেই বিবেচিত হওয়া উচিত। অলমিতি।
এই বছর কল্পবিজ্ঞান বিষয়ক বেশ কিছু বই পড়েছি। বিদেশি গল্পের অনুবাদ ও মৌলিক গল্প পড়ে ভালোই লেগেছে।বইটি অনেকদিন আগেই সংগ্ৰহ করেছিলাম। বছরের শেষ সপ্তাহে পড়লাম এই সংকলন। যারা কল্পবিজ্ঞান অথবা বিজ্ঞান বিষয়ক গল্প পড়েন তারা অবশ্যই জানেন বাংলা ভাষায় কল্পবিজ্ঞান শাখায় শ্রদ্ধেয় রণেন ঘোষের অবদান সম্পর্কে। এই বইতে ওঁর অনুবাদ করা ৩৭ টি বিদেশি ও ৪ টি ভারতীয় সায়েন্স ফিকশন ও বিজ্ঞান বিষয়ক ছোট গল্প রয়েছে। প্রায় প্রতিটি গল্পের বিষয় বৈচিত্র্য আলাদা। গল্পের মূল বিষয় সায়েন্স ফিকশন হলেও সামাজিক, রাজনৈতিক,রাষ্ট্রের ক্ষমতা,মানবিক অনুভূতি, গবেষণার ভালো খারাপ দিক,ভয়,মজা ইত্যাদি বিষয়গুলি খুব স্পষ্ট ভাবে গল্প গুলিতে পাওয়া যায়। বেশ কিছু গল্পের শেষে unexpected twist রয়েছে সেগুলো পড়তে বেশ ভালো লাগলো।কিছু গল্পে যে ধরনের বৈজ্ঞানিক সম্ভাবনার কথা লেখা হয়েছে সেই সব আজকের সময়ে রীতিমতো চর্চার বিষয় ও বেশ কিছু ক্ষেত্রে তার প্রয়োগ শুরু হয়ে গেছে। এখানেই কল্পবিজ্ঞানের সার্থকতা বলে আমার মনে হয়। বিদেশি গল্পের অনুবাদ নিয়ে নতুন করে কিছু বলার নেই। সহজ ও সাবলীল, উপভোগ করেছি বেশীরভাগ লেখাই। কল্পবিজ্ঞান সম্পর্কে আগ্ৰহ থাকলে পড়তে পারেন এই সংকলন।
বিশ্বের শ্রেষ্ঠ মিনি সাইন্স ফিক্শন প্রতিশ্রুতি ও Kalpabiswa Publications রণেন ঘোষ মম: ২৭৫/-
৪১টি অকল্পনীয় কল্পবিজ্ঞানের সংকলন। বইটি একবার হাতে নিয়ে বসলে উঠতে ইচ্ছে করবে না। গল্পগুলো নাতিদীর্ঘ হওয়াতে একনাগাড়ে পরে যেতে মন চায়। বিদেশী গল্পের অনুবাদ খুব সুন্দরভাবে করা হয়েছে, যাতে গল্পের মূল ধারণা স্পষ্ট ভাবে বোঝা যায়। সবকটি গল্প আলাদা ধরণের এবং ভবিষৎ সম্পর্কে ভাবতে বাধ্য করা।
এই বইতে "টেলিপ্যাথদের জন্য সাইন্স ফিক্শন" গল্পটি এক লাইনের, অনেকবার পড়েও যার অর্থ আমি ধরতে পারিনি।