মাটির রং এবং মানুষের ভাষার সঙ্গে তালে তাল মিলিয়ে বদলে যায় কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির গল্প। সোহম বয়সে তরুণ হলেও তাঁর দেখার চোখ অনেক পরিণত। তাই অবলীলায় সে এই বদলে যাওয়া ভাষাটা ধরে ফেলে ‘আমাদের’ গল্প বলতে পারে অনায়াসে। এ কারণেই তাঁকে বোধহয় অন্য কোনও দেশের থেকে ভাষা বা ভঙ্গিমা ধার করতে হয় না নিজের চরিত্রদের ফুটিয়ে তুলতে। সেই আশ্চর্য রকমের পরিচিত ভাষ্যে সুলেখক সোহম গুহ’র অনবদ্য বড় গল্পের সংকলন প্রকাশ পেয়েছে কল্পবিশ্বের হাত ধরে।
সমকালীন বাংলায় কল্পবিজ্ঞান সাহিত্যের ব্যাটনটি যে তরুণের হাতে নিরাপদে ও সযত্নে হস্তান্তরিত হয়েছে, তার প্রথম গল্প-সংকলন পড়া মানেই একটি অভিজ্ঞতা-বিশেষ। আলোচ্য বইটি পড়তে গিয়েও পদে-পদে অনুভব করলাম, বাংলা কল্পবিজ্ঞানের সনাতন ধারাটিতে পা রেখেও এই সময়ের বিশ্বসাহিত্যের মুখ্য স্রোতগুলিতে অবগাহন করার ফসল এই গল্পগুলো কতটা 'অন্যরকম', কতটা ব্যতিক্রমী। 'প্রাককথন'-এর পর এতে আছে~ ১. শৈত্যের গান; ২. হস্তীসঙ্গীত; ৩. ঢেউ; ৪. যতিচিহ্ন; ৫. আরশিমিডিশ; ৬. পুনর্ভব; ৭. মৃত্যুমুঠোভাষ; ৮. একটি মেয়ের গল্প; ৯. ঊর্মিলা; ১০. নশ্বর; ১১. ক্ষীণতনু; ১২. অষ্টপদী; ১৩. লিমেরেন্স; ১৪. অগ্নিচোর; ১৫. ৪.৮ এই গল্পগুলোর মধ্যে অনেকগুলোই কঠোরভাবে ডিস্টোপিক— যাদের উপজীব্য হল ভবিষ্যতে ধ্বংসের মুখোমুখি পৃথিবীতে বিপন্ন মানুষ বা মনুষ্যেতর প্রাণীদের লড়াই, আর তারই মধ্যে ফুল ফোটানোর স্বপ্ন। কিছু গল্পের মধ্যে মিশেছে জাদুবাস্তবতা ও আতঙ্ক। কোনো গল্প প্রেমেন্দ্র মিত্র ও ক্ষিতীন্দ্রনারায়ণের ধারায় শ্বাসরোধী অ্যাডভেঞ্চার। আবার কোনো গল্প কল্পবিজ্ঞানের মোড়কে পুরাকথার বিশ্লেষণ করেছে। সব মিলিয়ে এ এমন এক প্যাকেজ যার মধ্যে ছড়িয়ে আছে বাংলা কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির সাতরঙের দ্যুতি। তারই সঙ্গে এতে আছে এই মুহূর্তে বিশ্বসাহিত্যে কল্পবিজ্ঞান নিয়ে চলা নানা ভাবনাচিন্তা ও মতামতের প্রতিফলন— যার ফলে লেখাগুলো বিষয়গতভাবে হয়ে উঠেছে আক্ষরিক অর্থেই বিশ্বমানের। বইটির মুদ্রণ শুদ্ধ ও শোভন। প্রতিটি গল্পের সঙ্গে হেডপিস লেখাকে সমৃদ্ধ করেছে। আজকের বাংলা কল্পবিজ্ঞানে আগ্রহী হলে বইটি আপনাকে পড়তে হবেই।
#পাঠ_প্রতিক্রিয়া . বিধিবদ্ধ সতর্কীকরণ : পাঠ প্রতিক্রিয়া লিখতে গিয়ে আলোচনায় কোনো স্পয়লার থেকে থাকতে পারে। তাই স্পয়লার এলার্ট দিয়ে রাখলাম। যদি স্পয়লার ছাড়া বই পাঠের সুখ নিতে চান, তাহলে এই প্রতিক্রিয়া পড়বেন না। . 📕 বই : "আরশিমিডিস" ✍🏻 লেখক : সোহম গুহ 🖌️ প্রচ্ছদ : উজ্জ্বল ঘোষ 🖨️ প্রকাশক : কল্পবিশ্ব পাবলিকেশনস 📄 পৃষ্ঠা : ২৫৬ 💰 মুদ্রিত মূল্য : ₹ ৩২৫/- (পেপারব্যাক) . 🍂 বিষয়বস্তু : ১৫টি কল্পবিজ্ঞান গল্পের সংকলন : 📌 শৈত্যের গান 📌 হস্তীসঙ্গীত 📌 ঢেউ 📌 যতিচিহ্ন 📌 আরশিমিডিস 📌 পুনর্ভব 📌 মৃত্যুমুঠোভাষ 📌 একটি মেয়ের গল্প 📌 উর্মিলা 📌 নশ্বর 📌 ক্ষীনতনু 📌 অষ্টপদী 📌 লিমেরেন্স 📌 অগ্নিচোর 📌 ৪.৮ মাটির রং এবং মানুষের ভাষার সঙ্গে তালে তাল মিলিয়ে বদলে যায় কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির গল্প। সোহম বয়সে তরুণ হলেও তাঁর দেখার চোখ অনেক পরিণত। তাই অবলীলায় সে এই বদলে যাওয়া ভাষাটা ধরে ফেলে ‘আমাদের’ গল্প বলতে পারে অনায়াসে। এ কারণেই তাঁকে বোধহয় অন্য কোনও দেশের থেকে ভাষা বা ভঙ্গিমা ধার করতে হয় না নিজের চরিত্রদের ফুটিয়ে তুলতে। সেই আশ্চর্য রকমের পরিচিত ভাষ্যে সুলেখক সোহম গুহ’র অনবদ্য বড় গল্পের সংকলন প্রকাশ পেয়েছে কল্পবিশ্বের হাত ধরে। . 🍁 প্রতিক্রিয়া : সোহম, একজন তরুণ লেখক। কল্পবিশ্বের পাতায় ওর লেখা আগেই চোখে পড়েছে। স্পেকুলেটিভ ফিকশন নিয়ে লেখালিখি করছে সোহম। বিদেশী সংকলন গ্রন্থেও ওর লেখা স্থান পেয়েছে, অনূদিত হয়েছে, এবং নাসার স্পেস ক্যাপসুলে করে ওর লেখা পৌঁছে যাবে মহাকাশেও! এতো কম বয়েসে এ নেহাত কম প্রাপ্তি নয়...
এবার আসি এই বই নিয়ে কিছু কথায়। যেটা দৃষ্টি আকর্ষণ করেছে, তা হলো লেখার ভঙ্গি। খুবই সাবলীল। কোথাও লেখার গতি হারায়নি। প্রতিটা লেখার রেজোলিউশন স্পষ্ট। একজন তরুণ লেখক হিসেবে সোহম খুব ভালো কাজ করেছে এটা বলতেই পারি। "আরশিমিডিস" গল্প সংকলনে কল্পবিজ্ঞান, অতিপ্রাকৃত এবং অলৌকিক এই ধরণের লেখাই চোখে পড়বে। 'শৈত্যের গান'-এ সোহম যে ডিস্টোপিক কলকাতার ছবি দেখিয়েছে, সেটা তারিফযোগ্য। আবার 'হস্তীসঙ্গীত' বা 'লিমেরেন্স'-এ যে বৈজ্ঞানিক তথ্য ও ব্যাখ্যা দিয়েছে তাও নিঃসন্দেহে কাবিল-এ-তারিফ। 'আরশিমিডিস'. 'মৃত্যুমুঠোভাষ' বা 'অষ্টপদী'-তে দুর্দান্ত সাসপেন্স এবং ভয়াল রসের ছায়া - অনবদ্য। 'অগ্নিচোর' আবার মিথোলজি নির্ভর ইউটোপিয়ান থিলার। যে লেখাগুলির নামোল্লেখ করলাম, সেগুলি আমার মনে বিশেষ দাগ কেটেছে। তবে সামগ্রিকভাবে প্রতিটি গল্পই স্বাদু। যারাই পড়বেন 'সাধু সাধু' বলবেন বলেই আমার বিশ্বাস... . 🌿 Final Verdict : আমরা যারা পাঠক, আমি মনে করি আমাদের উচিত নতুন লেখকদের সাহস জোগানো। যেখানে দেখি বস্তাপচা প্লট নিয়ে লিখে কতজন 'সেলিব্রিটি লেখক' হয়ে যাচ্ছে, সেখানে সোহম কিন্তু একটি জেম... ওর লেখার ধরণ, লেখার ক্লাইম্যাক্স, রেজোলিউশন, ভাষা চয়ন - সত্যিই দুর্দান্ত। ছেলেটি দুর্দান্ত কল্পনা করতে পারে! লেখা পড়লে মনে হবে যেন কোনো পোড় খাওয়া লেখকের লেখা পড়ছেন! স্পেকুলেটিভ ফিকশন পছন্দ করেন প্রায় সবাই, একবার বইটা পড়ে দেখতেই পারেন, নিরাশ হবেননা বলেই আমার বিশ্বাস। আমার তরফ থেকে রেকমেন্ডেড।
তবে সোহমের উদ্দেশ্যে একটি কথা বলার, বৈজ্ঞানিক টার্মিনোলজি সবাই হয়তো বুঝতে পারবেন না, অনেক ক্ষেত্রেই ওগুলো পড়ার সময় পাঠক হোঁচট খাবেন। তাই বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে সম্ভব হলে এই ধরণের বৈজ্ঞানিক টার্মিনোলজিগুলির সঙ্গে তার বাংলা তর্জমা লিখে দিলে সুবিধে হবে সবার। . "আর্শিমিডিস" বই প্রকাশ করেছে 'কল্পবিশ্ব পাবলিকেশনস'। বইয়ের গুণগত মান, পৃষ্ঠার মান, ছাপা, বাঁধাই - অনবদ্য। এই প্রথম কল্পবিশ্ব-র কোনো বইতে আমি অনেক বেশি পরিমানে মুদ্রণ প্রমাদ পেলাম। বলতে বাধ্য হচ্ছি, এই বইটির আবার প্রুফ রিডিং প্রয়োজন। ভুলগুলি এতটাই প্রকট একটি বাক্য দুবার/তিনবার করে পড়তে হয়েছে! এতে পড়ার গড়ি হ্রাস পেয়েছে। আশা রাখি দ্বিতীয় সংস্করণে এই ত্রুটিগুলি শুধরে দেওয়া হবে... . ধন্যবাদান্তে- শ্রী অনির্বাণ ঘোষ (দীপ) 🙏🏻
কল্পবিজ্ঞান আমার খুবই পছন্দের বিষয়। তবে এই বিষয়ের উপর যে অনেক কিছু পড়েছি সেটা বলা ঠিক হবে না। সম্প্রতি কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির উপর লেখা গল্প সংকলন 'আরশিমিডিস' পড়লাম। তরুণ লেখক সোহম গুহর বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা ১৫ টি বড় গল্প এই বইতে রয়েছে। কল্পবিজ্ঞানের গল্প সম্পর্কে আমার যতটুকু ধারনা ছিল এই গল্পগুলি পড়ে সেই ধারনা বলতে গেলে ভেঙ্গেই গেল। সম্পূর্ণ নতুন আঙ্গিকে কল্পবিজ্ঞানের সাথে পরিচিত হলাম। মূল বিষয় থেকে বিচ্যুত না হয়েও গল্পগুলির মধ্যে দিয়ে প্রাকৃতিক বিপর্যয় পরিবেশ দূষণ, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণের প্রয়োজনীয়তা, জলবায়ুর পরিবর্তন, বর্তমান সামাজিক অবস্থা লেখক নিপুণভাবে পরিবেশন করেছেন। লেখাও খুবই সাবলীল। তবে কিছু গল্পে কিছু বিজ্ঞান বিষয়ক কথা রয়েছে সেই বিষয়গুলি আমার কিছুটা কঠিন লেগেছে যদি কোনো ফুট নোট বা সংক্ষিপ্ত ধারনা দেওয়া থাকত তাহলে বুঝতে সুবিধা হতো। সাধারণত কল্পবিজ্ঞানের উপর লেখায় যে ধরনের রোমাঞ্চকর বর্ননা থাকে প্রায় প্রতিটি গল্পেই আমি সেই স্বাদ অনুভব করতে পেরেছি। কয়েকটি গল্পে ভবিষ্যতের কলকাতা শহরের যে ভয়ংকর রূপ লেখক কল্পনা করে এঁকেছেন তা এককথায় অসাধারণ লেগেছে। কোনো গল্পে উঠে এসেছে মানুষ আর রোবটের মধ্যে মানবিক সম্পর্কের দিক,কোথাও ট্রাজিক প্রেম আবার কোথাও উপস্থিত রূপকথা ও গা ছম ছমে ভয়ের অনুভূতি। লেখকের লেখনী ও কল্পনাশক্তি প্রশংসনীয়। আলাদা করে প্রতিটি গল্প সম্পর্কে লেখা সম্ভব নয়।ব্যক্তিগতভাবে আমার হস্তীসঙ্গীত ,যতিচিহ্ন, ঢেউ ,আরশিমিডিস, যতিচিহ্ন ভালো লেগেছে। সবথেকে ভালো লেগেছে শৈত্যের গান,মৃত্যুমুঠোভাষ,ঊর্মিলা,নশ্বর,অষ্টপদী
বই এর শুরুতে সংক্ষিপ্ত প্রাককথনের মাধ্যমে লেখকের ছোটবেলা থেকে কল্পবিজ্ঞানের প্রতি কিভাবে আগ্ৰহ জন্মেছিল এবং কিভাবে এই বিষয়ে লেখালেখি শুরু করলেন সেই কথা লিখেছেন। ধন্যবাদ লেখক। আপনার বলিষ্ঠ কলম কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির সঙ্গে এইভাবেই চলতে থাকুক। ভূমিকা পড়ে জানতে পারলাম যে আপনার লেখা গল্প বিদেশের পত্রিকায় প্রকাশিত হয়েছে ও নাসার স্পেস ক্যপসুলেও যাবে। অভিনন্দন জানাই আপনাকে।
বই এর প্রচ্ছদ এককথায় অপূর্ব হয়েছে। একটা আয়নার ফ্রেমের মধ্যে দিয়ে প্রতিটি গল্পের সাথে সামঞ্জস্য রেখে কাঁচের ভাঙ্গা অংশ গুলিতে আঁকা ছবিগুলি প্রতিটি গল্পকে প্রতিনিধিত্ব করছে।অভিনব লাগলো এই প্রচ্ছদ ভাবনা। বইএর ভেতরে গল্প গুলির সাথে কিছু অলংকরণ থাকলে আরও ভালো লাগতো। তবে বেশ কিছু জায়গায় বানান ভুল চোখে পড়েছে।আশা করছি পরবর্তী সংস্করণে এই সব ঠিক হয়ে গেছে। বই এর কভার,পেজ কোয়ালিটি খুবই ভালো হয়েছে। বিগত কয়েক বছর ধরে বাংলাভাষায় কল্পবিজ্ঞানের লিগেসিকে কল্পবিশ্ব প্রকাশনা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় । ভবিষ্যতে এই ধরনের কাজ আরো হবে পাঠক হিসেবে এই আশা অবশ্যই রাখবো লেখক ও প্রকাশক উভয়ের কাছে।
আর্শিমিডিস সোহম গুহ অনেকদিন পরে একটা কল্পবিজ্ঞান সংকলন পড়লাম।এখনকার কল্পবিজ্ঞান লেখকদের মধ্যে উনি অন্যতম। এই সংকলনে বিভিন্ন ধরনের গল্প আছে।এর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে হস্তী সংগীত আর শৈত্যের গান।এই শৈত্যের গান পড়ার পরেই আমেরিকার বরফ ঝড়ের খবর পেলাম।মনে মনে কলকাতার যে রূপ দেখেছিলাম তাই আমেরিকাতে দেখতে পেলাম। এবার বলি কোন জিনিস ভালো লেগেছে।লেখকদের প্লট নির্মান ক্ষমতা অসাধারণ।প্লটের জোরে আমরা পৌঁছে যাই বিভিন্ন স্থানে যা আমরা কল্পনা করতে পারি না।আর বিষয় বিচিত্র বেশ অভিনব।এর দুটি গল্পে নর নারী সম্পর্কের বাইরে অন্য সম্পর্ক নিয়েও দেখিয়েছেন।এর পর রোবট আর ai এর সম্পর্ক নিয়েও লেখা দেখতে চাই। যা ভালো লাগে নি। লেখকের চরিত্র নির্মান ক্ষমতা খুব ভালো না।কিছু গল্প কৃত্রিম লেগেছে।আশা করা যায় পরের গল্পে উন্নতি হবে।কিছু গল্পে অনেক প্রতিশব্দ আছে যা জানার জন্য উইকিপিডিয়া খুলে দেখতে হয়েছে।আর কিছু বানান ভুল আছে। আমার রেটিং 4/5
১৫টি গল্পের সংকলন। গল্প গুলোর ভাষা তীক্ষ্ণ, পটভূমি ও তার বিবরণ সাহিত্যে পূর্ণ। পৌরাণিক, ঐতিহাসিক কিছু চরিত্র আর পটভূমিতে সমৃদ্ধ। বিভিন্ন genre এ লেখকের জ্ঞান আর পারদর্শী এই ১৫টি গল্পে বিদ্যমান।
আমার ভালো লেগেছে মৃত্যুমুঠোভাষ, উর্মিলা, অষ্টপদী, অগ্নিচোর, হস্তীসংগীত।
ঢেউ আর পুনর্ভব, গল্পদুটোর আমার কাছে অবোধ্য লেগেছে।