সম্পূর্ণ দেশজ পটভূমিতে একশো শতাংশ বিদেশি উপাদান দিয়ে লিখতে চাওয়া ডার্ক ফ্যান্টাসি উপন্যাস হল এটি। প্রচেষ্টাটি ভালো ছিল। লেখনীও সাবলীল। তবে বাংলায় এইসব ডেমন আর নেক্রোম্যান্সির ব্যাপারটা একেবারেই মেশেনি। তাছাড়া লেখায় ভিন্ন-ভিন্ন সূত্রগুলো জমাট বাঁধেনি; আলাদাই থেকেছে— যতক্ষণ না কাহিনির শেষে ডিউস এক্স মাখিনা হয়ে পরম শক্তিমানের প্রবেশ ঘটে। লাভক্র্যাফটিয়ান ঘরানায় লেখক নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ইতিমধ্যে। আশা রাখি যে আগামী দিনে তাঁর ডার্ক ফ্যান্টাসিও উন্নততর হয়ে উঠবে।
কাহিনী ভালই ছিল, কিন্তু লেখার হাত বড় কাঁচা। এই ধারার লেখায় লেখনীর গুণে অস্বস্তি আর আতঙ্কের পরিবেশটা ফুটিয়ে তুলতে হয়; লেখার ধরণ স্কুলপড়ুয়াদের মত হলে পুরো প্রচেষ্টাটাই মাঠে মারা যায়।