গতানুগতিক আত্মশুদ্ধি মূলক বইগুলোর তুলনায় একদম ভিন্ন ধাঁচে লেখা। লেখক মূলত ইতিহাস, সালাফদের বিভিন্ন ঘটনা, নিজের জীবন ও ভ্রমণ পথে পাওয়া স্মৃতি, পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা থেকে আমাদের জন্য চিন্তা করা ও শেখার মতো বিষয়গুলো তুলে এনেছেন ৷
এছাড়া নতুন দ্বীনে ফেরাদের জন্য নিজের অভিজ্ঞতার আলোকে সাধারণত নতুনরা যে ধরনের ভ্রান্তির শিকার হয় সে বিষয়ে বেশ কিছু আলোচনা এনেছেন৷
বইটির সাথে খুব সুন্দর এক অভিজ্ঞতা হলো, বিশেষত ইতিহাসের অংশগুলো৷ পড়ার সময় খুব অল্প অল্প করে পড়েছি যেন তাড়াতাড়ি ফুরিয়ে না যায়।
বইয়ের প্রচ্ছদটাও খুব সুন্দর ৷ দেখলেই মন ভালো হয়ে যায় ৷ কিন্তু ভিতরের পৃষ্ঠাগুলোতে করা ডিজাইন একদমই ভালো লাগেনি।
কিছু বই জ্ঞানের তৃষ্ণাকে পূরণ করে আর কিছু বই আত্মা তথা ক্বলবের তৃষ্ণাকে ঠান্ডা পানির মতো শীতল করে। ' নির্মল জীবন' বই ঠিক আত্মা শান্তি দেওয়ার মতো একটা বই।
বইটা যখন আমি কিনি তখন মেডিকেলের ফাইনাল এক্সাম শুরু হয়ে যায়। মেডিকেলের পরিক্ষার দিনগুলো ভয়ংকর স্ট্রেসের, টেনশন আর নার্ভাসের। একদিন প্রথম অধ্যায়টা পড়তে গিয়ে টের পেলাম আমি অনেকটা স্ট্রেস থেকে অনেকটা স্বাভাবিক হতে পারছি। পরিক্ষা শেষ হওয়ার আগেই বইটা পড়া শেষ হয়ে গেছে।
নির্মল জীবন বইটার নামটা শুনেই বুঝা যায় বইটা এই জঞ্জালে ভরে যাওয়া আমাদের জীবনটাকে অন্য এরকম একটা নির্মল জীবন দিবে। প্রচ্ছদের হৃদ আকৃতির ফুলগুলো ইঙ্গিত দেয় হৃদয়ের খোরাক এই বইটা। বইটা হৃদয়টাকে সতেজ ভাবে বেড়ে উঠতে সাহায্য করবে।
বইয়ের গুরুত্বপূর্ণ কিছু দিক: ১. আমাদের জীবনের অনেক অনেক প্র্যাকটিকেল দিক, আমাদের চলাফেরা, চিন্তা ভাবনা, সোশ্যাল মিডিয়ার দুনিয়ার যাবতীয় দিক তুলে আনা হয়েছে ৬০ টি ছোট ছোট অধ্যায়ে।
২. লেখক শুধু নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বইটা লিখেন নি। প্রতিটা অধ্যায়ে কুরআন, হাদীস, সাহাবা-তাবেয়ী, সালাফ, ইমাম, সমসাময়িক আলেমদের অসংখ্যা কথা, অভিজ্ঞতা, জ্ঞানের নির্যাস নিয়ে এসেছেন।
৩. বিশেষ করে শেষ অধ্যায় গুলো কুরআন, রিজিক, তাওয়াক্কুলের অধ্যায় গুলো চমৎকার। হৃদয়ের খোরাক বেশী যোগাবে এই অধ্যায় গুলো।
৪. বইটা শুধু একবার পড়ে শেষ করে রেখে দেওয়ার মতো না। বইটা বছরের বার বার পড়ার মতো বই। জীবনের উত্থান-পতন, দুঃখ-কষ্টের দিনগুলোতে বইটার পুনরায় পড়া আপনাকে অন্য একটা জগত দেখাবে বলে আমি মনে করি।
বইটা নিয়ে সমালোচনা: ১. বইটার পাতা, বাইন্ডিং, বর্ণ বিন্যাস সবকিছু দারুন। তবে পৃষ্ঠার সজ্জার খাতিরে চারকোনায় দেয়া শৈল্পিক আর্ট গুলো না থাকলে হয়তো আরো পরিষ্কার ও সুন্দর লাগতো পৃষ্ঠা গুলো।
২. প্রচ্ছদ সুন্দর আর্টটা ইন্টারনেট থেকে নেয়া নিশ্চয়। সেই ক্রেডিটটা দেওয়া হয়নি।
বই: নির্মল জীবন লেখক: ইমরান রাইহান প্রকাশনায়: চেতনা প্রকাশনী পৃষ্ঠা সংখ্যা: ১৮৭ মুদ্রিত মূল্য: ৩৫০/- পাওয়া যাবে: ওয়াফি লাইফ এর ওয়েব সাইটে।
আলহামদুলিল্লাহ , শেষ হলো। অনেক দিন ধরে একটু একটু করে পড়ছিলাম, পাছে তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। শেষ দিকে একটু বোরিং লাগলেও বইটা হাইলি recomandad. পরীক্ষার প্রিপারেশনের সময় অনেক স্ট্র্রেস কমিয়েছে বইটা। বাকিটা আপনারা কিনে পড়ে নিয়েন ইনশাআল্লাহ্।
বইয়ের নামের ন্যায় এর ভাষ্যটাও নির্মল। লেখক তার শান্ত প্রকৃতির লিখনশৈলীকে পুঁজি করে সমাজে বিদ্যমান সূক্ষাতিসূক্ষ সমস্যাসমূহকে খুঁজে বের করে তার সমাধান দিয়েছেন ইতিহাসের উজ্জ্বল সত্যের আলোকে! লেখক যেন ইতিহাস নামক সমুদ্রে ডুব দিয়ে কাঙ্ক্ষিত খনিরূপ সমাধান নিয়ে হাজির হয়েছেন প্রত্যেক পর্বে।