ফেসবুকে এবং বইয়ের জগতে ভৌতিক তথা অলৌকিক সাহিত্যকে নীরবে যাঁরা উৎসাহ দিয়ে চলেন, তাঁদের মধ্যে দীপ্তেন্দু ঘোষ অন্যতম। কিন্তু তাঁর নিজস্ব লেখালেখি এর আগে সংকলিত হয়নি। অবশেষে, এই ছিমছাম ছাপার, সামান্য কিছু মুদ্রণ-প্রমাদ বাদ দিলে শুদ্ধভাবে পরিবেশিত বইটির মাধ্যমে সেটি সম্ভব হল। 'ভূমিকা'-বর্জিত এই বইয়ে আছে~ ১. হ্যাপি ভ্যালেন্টাইন ডে ২. আলো ৩. রাতের ট্রেনে সাবধান ৪. কাছাকাছি পাশাপাশি ৫. মাছের নেশা সর্বনাশা ৬. কুয়ো ৭. ছায়া ৮. ভালোবাসার দাম ৯. পালাবার পথ নেই ১০. ব্যবসা ১১. পোষ্য ১২. বাড়ির নাম হাতছানি ১৩. বন্ধু তোর জন্য ১৪. বাজি ১৫. বর্ষবরণের রাতে ১৬. কানি বামনির ঘাট ছোট্ট-ছোট্ট এই গল্পগুলোর বিশেষত্ব হল~ প্রথমত, এরা বিশুদ্ধ ভয়ের গল্প। তাতে হাস্যরস নেই, বীভৎস রসও নেই। প্রাপ্তমনস্ক পাঠকের জন্য লেখা হলেও এরা যৌনতার ওপর নির্ভরশীল নয়। বরং পাঠকের মনের গভীরে লুকিয়ে থাকা অকৃত্রিম ভয়ালরসকে প্রকট করে তোলাই এদের লক্ষ্য। দ্বিতীয়ত, গ্রাম হোক বা মফস্বল, শহর হোক বা জঙ্গল— বর্ণনার নৈপুণ্যে লেখক আমাদের গল্পের একেবারে মাঝখানে নিয়ে যেতে পেরেছেন খুব সহজেই। তৃতীয়ত, লেখা যেমন সহজ, তেমনই সুললিত। কেঠো আড়ষ্টতা আর আরোপিত বাহুল্য বর্জন করে, একেবারে সহজ কথা সহজভাবে বলাতেই লেখক মনোনিবেশ করেছেন। চতুর্থত, ভয়াল রসের পাশাপাশি মানবিক গুণকেও লেখক যেভাবে গুরুত্ব দিয়েছেন, তা দেখে ভারি ভালো লাগল। প্রায় প্রতিটি আখ্যানেই, এমনকি অন্তিম মোচড়টি সহজেই অনুমেয় হলেও, এই মানবিক আবেদনের টানেই গল্পটি পড়ে চলতে হয়। সব মিলিয়ে চমৎকার লাগল এই বইটি। তবে গল্পগুলোর সঙ্গে একটি করে ছোটো হেডপিস থাকলে পড়ার অভিজ্ঞতাটি আরও ভালো হত। যদি সহজ ও সুন্দর গদ্যে, একান্ত বিশ্বাসযোগ্য পটভূমি ও চরিত্রদের নিয়ে লেখা ভয়ের গল্প পড়তে চান— যাতে মিশে থাকে মানবিক চেতনা আর ভাবনা, তাহলে এই বইটিকে আপন করে নিতেই পারেন। সম্ভবত হতাশ হবেন না।