কিংবদন্তিতুল্য ‘মাসুদ রানা’ চরিত্রের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন নিজেই কি ছিলেন মাসুদ রানা? দুঃসাহসী রানার মতোই পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তিনি তাঁর বিশাল পাঠকগোষ্ঠীকে রহস্য-রোমাঞ্চের এক মায়াবী জগতে আটকে রেখেছিলেন। প্রথম আলোর পাতায়ও একাধিকবার তিনি তাঁর সম্মোহনী প্রতিভার জাদু ছড়িয়েছেন। শুরু থেকেই এই পত্রিকার লেখক তিনি। গল্প-উপন্যাস তো লিখেছেনই, এর বাইরেও তাঁর কয়েকটি ভিন্ন স্বাদের গদ্য এবং বেশ কটি সাক্ষাৎকার প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। সেসব রচনার এক অনুপম সংকলন এই বই। এটি আমাদের তরফে পাঠকপ্রিয় কাজীদার প্রতি শ্রদ্ধার্ঘ্যও। বাংলা ভাষায় রহস্য-রোমাঞ্চ আর টান টান উত্তেজনায় পূর্ণ থ্রিলার এবং অন্য ধরনের চমকপ্রদ সব রচনার লেখক ও পরিকল্পক হিসেবে যে কাজী আনোয়ার হোসেনকে পাঠক চেনেন, তাঁর জাদুকরি লেখার স্পর্শ পাওয়ার পাশাপাশি রচনার পেছনের দুঃসাহসী ও নানা গুণের অধিকারী মানুষটিকে চেনারও সুযোগ করে দেবে এ বই।
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
বই এর শুরুর দিকের কিছু অধ্যায় বাদে বাকিটা আসলে পুরোনো জিনিস, রানার দুই চারটা ছোটগল্প আর কাজী আনোয়ার হোসেনের সাক্ষাৎকার জোড়া দিয়ে বানানো।
পড়ে আরাম পাই নাই, মন খারাপ হইসে বেশি। কয়েকটা জেনারেশনের বই পড়ার অভ্যাস হাতে ধরে গড়ে দিয়ে গেসে লোকটা। আর নাই, আর পাবো না এই জাদুমাখা গদ্যের ছোয়া - কেমন জানি লাগলো।
কিংবদন্তিতুল্য ‘মাসুদ রানা’ চরিত্রের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন নিজেই কি ছিলেন মাসুদ রানা? দুঃসাহসী রানার মতোই পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তিনি তাঁর বিশাল পাঠকগোষ্ঠীকে রহস্য-রোমাঞ্চের এক মায়াবী জগতে আটকে রেখেছিলেন। প্রথম আলোর পাতায়ও একাধিকবার তিনি তাঁর সম্মোহনী প্রতিভার জাদু ছড়িয়েছেন। শুরু থেকেই এই পত্রিকার লেখক তিনি। গল্প-উপন্যাস তো লিখেছেনই, এর বাইরেও তাঁর কয়েকটি ভিন্ন স্বাদের গদ্য এবং বেশ কটি সাক্ষাৎকার প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। সেসব রচনার এক অনুপম সংকলন এই বই। এটি আমাদের তরফে পাঠকপ্রিয় কাজীদার প্রতি শ্রদ্ধার্ঘ্যও। বাংলা ভাষায় রহস্য-রোমাঞ্চ আর টান টান উত্তেজনায় পূর্ণ থ্রিলার এবং অন্য ধরনের চমকপ্রদ সব রচনার লেখক ও পরিকল্পক হিসেবে যে কাজী আনোয়ার হোসেনকে পাঠক চেনেন, তাঁর জাদুকরি লেখার স্পর্শ পাওয়ার পাশাপাশি রচনার পেছনের দুঃসাহসী ও নানা গুণের অধিকারী মানুষটিকে চেনারও সুযোগ করে দেবে এ বই।