এই বইয়ের ছত্রিশটি প্রবন্ধে লেখক কৌশিক মজুমদার এক অদ্ভুত অননুকরণীয় বৈঠকী গদ্যে বিচরণ করেছেন বিষয় থেকে বিষয়ান্তরে। তাতে আলোচিত হয়েছেন কাউন্ট ড্রাকুলা, এরক্যুল পোয়ারো, ফেলুদা থেকে মেগাস্থিনিস, জলধর সেন, হারিয়ে যাওয়া ভোলানাথ চন্দ্রের ভ্রমণকাহিনি, মুদ্রণবিজ্ঞানী উপেন্দ্রকিশোর কিংবা ডেভিড লো-র কার্টুন। বাঙালির হারিয়ে যাওয়া বোর্ড গেম, পিথাগোরাসের সূত্র, সিনেমার ভাষা, কার্টুনের ইতিহাস, স্ট্রিপ কমিকস, হরফের উৎপত্তি থেকে ভারতীয় নারীদের আভরণের উপাখ্যান– লেখকের অন্বেষী দৃষ্টিতে বাদ যায়নি কিছুই। সব মিলিয়ে এমন গভীর কিন্তু নির্ভার সংকলন সমকালে বিরল।
জন্ম ১০ এপ্রিল, ১৯৮১, কলকাতা। স্নাতক, স্নাতকোত্তর এবং পি. এইচ. ডি. তে সেরা ছাত্রের স্বর্ণপদক প্রাপ্ত। নতুন প্রজাতির ব্যাকটেরিয়া Bacillus sp. KM5 এর আবিষ্কারক। বর্তমানে ধান্য গবেষণা কেন্দ্র, চুঁচুড়ায় বৈজ্ঞানিক পদে কর্মরত এবং হাবড়া মৃত্তিকা পরীক্ষাগারের ভারপ্রাপ্ত আধিকারিক। জার্মানী থেকে প্রকাশিত হয়েছে তাঁর লেখা গবেষণাগ্রন্থ Discovering Friendly Bacteria: A Quest (২০১২)। তাঁর কমিকস ইতিবৃত্ত (২০১৫), হোমসনামা' (২০১৮),মগজাস্ত্র (২০১৮), জেমস বন্ড জমজমাট (২০১৯), তোপসের নোটবুক (২০১৯), কুড়িয়ে বাড়িয়ে (২০১৯),নোলা (২০২০), সূর্যতামসী (২০২০), আঁধার আখ্যান (২০২০) ও নীবারসপ্তক (২০২১) এই সব দিনরাত্রি (২০২২), ধন্য কলকেতা সহর (২০২২), আবার আঁধার (২০২২), অগ্নিনিরয় (২০২২), হারানো দিনের গল্প (২০২৪), সিংহদমন (২০২৪), ডিটেকটিভ তারিণীচরণ (২০২৪), আরও একটি প্রবন্ধ সংকলন (২০২৫) সুধীজনের প্রশংসাধন্য। সরাসরি জার্মান থেকে বাংলায় অনুবাদ করেছেন ঝাঁকড়া চুলো পিটার (২০২১)। বাংলাদেশের আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে ম্যাসন সিরিজের বাংলাদেশ সংস্করণ (২০২২, ২৩), মৃত্যুস্বপ্ন (২০২৪), ডিটেকটিভ তারিণীচরণ (২০২৪) । সম্পাদিত গ্রন্থ সিদ্ধার্থ ঘোষ প্রবন্ধ সংগ্রহ (২০১৭, ২০১৮) ফুড কাহিনি (২০১৯), কলকাতার রাত্রি রহস্য (২০২০) সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে একাই একশো (২০২২), কলিকাতার ইতিবৃত্ত(২০২৩), বিদেশিদের চোখে বাংলা (২০২৪) এবং কলিকাতার নুকোচুরি (২০২৫)
একটা প্রবন্ধের স্বার্থকতা কোথায় জানেন? যখন একটা ফিকশন থ্রিলার বইয়ের মতো প্রবন্ধ টাও গোগ্রাসে গিলি সেখানেই একটা প্রবন্ধের সাফল্য।ড্রাকুলা,শার্লক,পোয়ারো প্রিয় তিনটা চরিত্র নিয়ে লিখা,সাথে ছোটোবেলায় গণিত বইয়ের পড়া "উপপাদ্য ২৩ অর্থাৎ পীথাগোরাস উপপাদ্য" নিয়ে বর্ণিত কথা,কার্টুন,কমিক্স, বাংগালির বোর্ড গেম কি নেই বইয়ে!নস্টালজিয়ার বড় নদীতে হাবুডুবু খেয়েছি বইটা পড়ার সময়। ইস আমাদের দেশে কেউ যদি তিন গোয়েন্দা,মাসুদ রানা,সেবার বইগুলো, নীলক্ষেতে পাঠক বিচরণের কথা সব নিয়ে এরকম একটা প্রবন্ধ যদি লিখত! বছরের শেষ বই এটাই হয়ে রইল।
এই বইতে মোট 36 টি প্রবন্ধ পাঁচটি বিভাগে সাজানো আছে I লেখক যে একজন বিখ্যাত সাহিত্যিক তা প্রবন্ধের ভাষা পড়লেই সহজেই অনুমান করা যাবে I একটা টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার যেমন প্রথম পাতা থেকে শেষ পাতা অবধি পাঠক কে ধরে রাখতে পারে, এই প্রবন্ধ সংকলনেও সেই গুন আছে ।তবে প্রবন্ধ সংকলন ভালোলাগা বা না লাগা সম্পূর্ণ নির্ভর করে আপনি সেই বিষয়ে কতটা পড়েছেন ।মোদ্দাকথা প্রবন্ধ পড়ে আপনি যদি নতুন কিছু না জানতে পারেন তাহলে যত সাহিত্য গুণসম্পন্ন লেখাই হোক না কেন আপনার তো ভালো লাগবে না । বর্তমানে বেশ কিছু বাংলা non-fiction পড়তে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। ভালো রিভিউ দেখে বই কিনে বুঝলাম লেখক কিছু তথ্যচিত্র এবং উইকিপিডিয়া থেকে প্রচুর তথ্য নিয়ে সেটা বাংলায় প্রবন্ধ বলে বিক্রি করছেন । আপনি যদি ওই বিষয়ে গুগলে সার্চ করেন তাহলে প্রথম পাতায় যে দশটি লিংক পাবেন তার মধ্যেই সমস্ত কিছু পেয়ে যাবেন, লেখায় আর নতুন কিছু নেই । তবে এইসব দিনরাত্রি একটি ব্যতিক্রম ।নারায়ণ দেবনাথের বেশকিছু অচেনা কমিকসের সাথে পরিচিতি হয়েছে এই বইতে, যে মেগাস্থিনিসের এত কথার ইতিহাস বইতে পড়ানো হয়েছে তার যে কোন বই খুঁজে পাওয়া যায়নি সেটা এখান থেকে জানলাম । আগাথা ক্রিস্টি যে হারিয়ে গিয়েছিলেন এবং প্রায় হিন্দি সিনেমার মতন একটা গল্প তৈরি হয়েছিল সেটাও আমার কাছে নতুন । সত্যজিৎ চর্চায় ভেবেছিলাম নতুন করে কিছু আর পাবো না । কিন্তু ফেলুদার গল্প প্রণালী এক পাতায় লেখক যেভাবে ব্যক্ত করেছেন তা আপনাকে ফেলুদা সম্বন্ধে নতুন করে ভাবতে বাধ্য করবে । কৌশিক মজুমদার এর প্রতিটি বইতে আমি নতুন প্রচুর বইয়ের সন্ধান পাই ,যেগুলো পরের 6মাস আমাকে ব্যস্ত রাখে(তারপর ওনার আরেকটা বই প্রকাশ পায়😊)। এবারের বই থেকে ট্রাভেলস অফ হিন্দু বইটির সন্ধান পাই ,এখন বইটা খুঁজে পেলে পড়া শুরু করব । বাঙালির বোর্ড গেমের যে একটা ইতিহাস আছে সেটাও আমার কাছে নতুন ছিল । সাহিত্য ,সত্যজিৎ চর্চা, জীবনী ,কার্টুন, কমিকস, অন্যান্য প্রতিটি বিভাগই অনবদ্য ।আমার ব্যক্তিগত পছন্দ জীবনী বিভাগটি। এছাড়া আলাদা করে বলবো বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে ,কৌশিক মজুমদার এর বই যখন বুকফার্ম থেকে বের হয় তার কোয়ালিটি সত্যিই খুব ভালো হয় । আমার পড়া লেখকের এটি দ্বিতীয় প্রবন্ধ সংকলন ।নারায়ণ সান্যাল এবং শ্রীপান্থ প্রায় সবই আমার পড়া, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি ভবিষ্যতে এনার লেখা ওনাদের পাশেই রাখা হবে।
রেগুলার কৌশিক মজুমদার আইটেম। ইন্টারেস্ট না থাকলে কয়েকটা আর্টিকেল বোরিং লাগবে। তাই একটা স্টার কাটা। কিন্তু অনেক পড়াশুনা করে লেখা গল্পগুলো। নন ফিকশনের নেশা থাকলে রেকমেন্ড করলাম।