Jump to ratings and reviews
Rate this book

গোয়েন্দাপীঠ লালবাজার #1-3

গোয়েন্দাপীঠ সমগ্র

Rate this book
‘গোয়েন্দাপীঠ’ সিরিজের আত্মপ্রকাশ ২০১৮ সালে। প্রকাশমাত্রই পাঠকমহলে সাদরে সমাদৃত হয় ‘গোয়েন্দাপীঠ লালবাজার’— বাস্তবের ফেলু-ব্যোমকেশদের তদন্তকীর্তির রোমাঞ্চকর ইতিবৃত্ত। পরবর্তীতে প্রকাশ এই সিরিজের আরও দুটি খণ্ডের। ‘গোয়েন্দাপীঠ লালবাজার ২’, এবং ‘আবার গোয়েন্দাপীঠ’। স্বতঃস্ফূর্ত পাঠক-প্রশ্রয় থেকে বঞ্চিত হয়নি এই দুটি বইও। এযাবৎ প্রকাশিত তিনটি খণ্ডের সঙ্গে সম্পূর্ণ নতুন এবং অপ্রকাশিত চারটি রহস্যঘন কাহিনির যোগফলেই নির্মিত ‘গোয়েন্দাপীঠ সমগ্র’।

কল্পনার গোয়েন্দার জগৎ মূলত ‘সৃষ্টির’। বাস্তবের গোয়েন্দার জগৎ ‘নির্মাণের’। সৃষ্টি আর নির্মাণের এই পার্থক্য, গল্পের গোয়েন্দার কীর্তিকলাপের থেকে বাস্তবের গোয়েন্দার কর্মকাণ্ডের এই তফাতই গোয়েন্দাপীঠ সিরিজের আধার। অভিজ্ঞ আই পি এস অফিসার সুপ্রতিম সরকারের ক্ষুরধার লিখনশৈলী এবং যত্নবান বিশ্লেষণে যা নিখুঁত উঠে এসেছে বিভিন্ন সময়কালের নানান চাঞ্চল্যকর মামলার রুদ্ধশ্বাস নেপথ্যকথায়, তদন্তপদ্ধতির খুঁটিনাটি কাটাছেঁড়ায়।

প্রায় একশো বছর আগের বহুচর্চিত পাকুড় মামলার ‘বায়ো-টেররিজম’ থেকে হালের প্রযুক্তি-পটু এটিএম-জালিয়াতি। আটের দশকের শুরুতে গৃহবধূ দেবযানী বণিকের আলোড়ন-ফেলা হত্যাকাণ্ড, অথবা কুড়ি বছর আগে বর্ষবরণের রাতে পুলিশ অফিসার বাপি সেনের মর্মান্তিক অকালমৃত্যু। সজল বারুই এবং সুদীপা পাল, নিকটাত্মীয়দের নৃশংস খুনে জড়িত দুই কিশোর-অপরাধীর মনস্তত্ত্বের অন্তরমহল, কিংবা আজও অধরা ‘স্টোনম্যানের’ হত্যালীলার রোমহর্ষক ঘটনাক্রম। এমনই আরও বহু শ্রুত-অশ্রুত মামলার রহস্যভেদের বৃত্তান্ত ধরা আছে এই সংকলনের দুই মলাটে— যা বাংলা অপরাধ-সাহিত্যের বহমান ধারাটিকে আরও সমৃদ্ধ করবে নিশ্চিত।

নামে ‘সমগ্র’, আসলে দলিল। বাস্তবের তদন্ত-আখ্যানের যে দলিল ব্যাপ্ত উনিশ শতকের ধূসর অতীত থেকে একুশ শতকের ঘটমান বর্তমান পর্যন্ত। ‘গোয়েন্দাপীঠ সমগ্র’ স্রেফ রহস্যরসিকের রসনাতৃপ্তির রসদ নয়। আগামীর তদন্তশিক্ষার্থীর দিকদর্শকও।

718 pages, Hardcover

Published March 1, 2022

4 people are currently reading
28 people want to read

About the author

Supratim Sarkar

9 books53 followers
সুপ্রতিম সরকারের জন্ম কলকাতায়, ৩০ মে ১৯৭১। আশৈশব কৃতী ছাত্র। ছাত্রজীবন কেটেছে সেন্ট লরেন্স হাই স্কুলে। প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণির স্নাতক। আনন্দবাজার পত্রিকায় স্বল্প দিনের সাংবাদিকতার পর ১৯৯৭ সালে যোগ দেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে। কর্মজীবনে রাজ্যের বিভিন্ন জেলায় এবং কলকাতায় নানা গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। বর্তমানে কলকাতা পুলিশে অতিরিক্ত কমিশনার পদে কর্মরত। কর্মক্ষেত্রে প্রশংসনীয় দক্ষতার জন্য ২০১৫-য় সম্মানিত হয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রদত্ত ‘ইন্ডিয়ান পুলিশ মেডেল’-এ, ২০১৭-য় ভূষিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রদত্ত বিশেষ সম্মানপদকে।পেশায় আই পি এস অফিসার, নেশায় আপাদমস্তক ক্রিকেটানুরাগী। লেখকের প্রথম প্রকাশিত বই ‘গোয়েন্দাপীঠ লালবাজার’।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (66%)
4 stars
3 (33%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.