এমন গল্প কখনো পড়েছেন, যেটি ঠিক ঠিক ১০০ শব্দের হতে হবে? ১০১ বা ৯৯ও হতে পারবে না? ২০১৮ সাথে প্রকাশিত "শব্দ শতক গল্প কতক" এর পরে "শতশব্দের অনুরণন" বইটি তেমনই একটি বই, যেটিতে ১৩৯ জন লেখকের ২০০টি ১০০ শব্দের অণুগল্প থাকছে। আর হ্যাঁ, একটি পূর্নাঙ্গ গল্প বলতে যা বোঝায়, প্রতিটি গল্পেই কিন্তু সেই সব উপাদান একেবারে ঠিক ঠিক আছে!
আপনার জানা মতে, এমনকি কল্পনায় যত থিম আছে, এখানে সেই সব থিমেরই গল্প পাবেন। রোমান্টিক, থ্রিলার, কমেডি, সাই-ফাই, হরর, সাইকো, ফ্যান্টাসি... কী নেই, সেটা খুঁজে দেখতে হবে!
বিশ্বের প্রায় সকল দেশে যখন মাইক্রো স্টোরি, শর্ট-শর্ট স্টোরি বা ফ্ল্যাশ ফিকশানের জয়জয়কার, আমাদের দেশের সাহিত্যে এটার প্রায় অনুপস্থিতি এমনকি অনেকেই এটার কথাও শোনেননি – এটা মেনে নেয়া যায় না। তাই নতুন কিছু করতে কাউকে, কোনো একসময় এগিয়ে তো আসতেই হবে। সেটা না হয় নহলীই করুক! তাই ২০১৮ এর পরে নহলী আবারও এমন একটি পরিশ্রমী উদ্যোগ নিয়েছে।