Jump to ratings and reviews
Rate this book

অথৈ জল

Rate this book
কিশোরী পান্নার প্রেম-চেতনার কাহিনিই ‘অথৈ জল’-এর অন্যতম উপজীব্য বলে আমাদের মনে হয়। ‘বাড়িউলী মাসী’কে ছেড়ে প্রায় চল্লিশ বছর বয়স্ক নায়ক (ডাক্তার)-এর হাত ধরে স্বতন্ত্র বাসায় এসে উঠতে সে দ্বিধা করেনি। নিজে নৃত্যগীত করে জীবিকা অর্জন করেছে, ডাক্তার তখন কিছু উপার্জন না করলেও তাকে কোনোভাবে উত্ত্যক্ত করেনি। তার অন্তরের প্রাণচাঞ্চল্য ও প্রেমবহ্নি আদৌ নির্বাপিত হয়নি।
এদিক থেকে দেখতে গেলে পান্না একটি আশ্চর্য চরিত্র। কাহিনির শেষ পর্যায়ে পুলিশ যখন ওদের ঘিরে ফেললো, এবং নায়ককে (ডাক্তার) ধরে নিয়ে যেতে উদ্যত, তখন তাকে বাঁচাবার জন্য নিজেকে সে ওর জীবন ও প্রেম থেকে ছিন্ন করে নিয়ে চলে গেল। এই ত্যাগে তার অন্তরাত্মা যে কতখানি কেঁদেছিল, তা অকথিতই থেকে গেল।
পক্ষান্তরে নায়ক বা শশাঙ্ক ডাক্তারের চরিত্র যদি ধরি, তাহলে দেখতে পাবো, মানুষটি কতো নীতিজ্ঞ ছিল। শান্তি ও তার প্রেমাস্পদের ব্যাপারে এই নীতিরক্ষার জন্যই সে ছিল প্রচণ্ডভাবে নির্মম। সমাজের মাথা হিসেবে সে তাদের দণ্ড দিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। কিন্তু এই নীতিবাগীশ মানুষটি নিজে যখন পান্নার প্রেমে পড়লো, তখন বুঝলো প্রেমের কী স্বরূপ!
নিজের প্রেমানুভূতি দিয়ে সে বুঝলো শান্তি আর তার প্রেমাস্পদের মধ্যে যে প্রেমসঞ্চার হয়েছিল, তা কতখানি গভীর। না হলে সমাজের সব বন্ধন তুচ্ছ করে তারা দুজনে গ্রাম ছেড়ে ভিন্ন দেশে পালিয়ে যায়! ডাক্তার শশাঙ্কও পান্নার জন্য নিজের পসার, নিজের স্ত্রী, নিজের ঘরসংসার সব ভাসিয়ে দিয়ে উন্মত্তের মতো তার প্রেমাস্পদার প্রতি ধাবমান হয়েছিল।
নিজের প্রেম দিয়ে সে শান্তি ও তার প্রেমিক রামপ্রসাদের প্রেমকে উপলব্ধি করতে পেরেছিল। এই উপলব্ধিই ‘অথৈ জল’ উপন্যাসের মূল কথা বলে আমরা মনে করি।

152 pages, Hardcover

Published January 1, 2024

3 people are currently reading
72 people want to read

About the author

Bibhutibhushan Bandyopadhyay

204 books1,103 followers
This author has secondary bangla profile-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.

Bibhutibhushan Bandyopadhyay (Bangla: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) was an Indian Bangali author and one of the leading writers of modern Bangla literature. His best known work is the autobiographical novel, Pather Panchali: Song of the Road which was later adapted (along with Aparajito, the sequel) into the Apu Trilogy films, directed by Satyajit Ray.

The 1951 Rabindra Puraskar, the most prestigious literary award in the West Bengal state of India, was posthumously awarded to Bibhutibhushan for his novel ইছামতী.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (7%)
4 stars
27 (34%)
3 stars
36 (45%)
2 stars
9 (11%)
1 star
1 (1%)
Displaying 1 - 11 of 11 reviews
Profile Image for Sanowar Hossain.
282 reviews25 followers
October 31, 2022
শশাঙ্ক মুখার্জি মেডিকেল কলেজ পাস করা ডাক্তার। শহরে প্র‍্যাক্টিস কর‍তে চাইলেও পিতার আদেশে গ্রামেই বসেছেন মানুষের সেবা করতে। দুই গ্রামে দুইটি ডিসপেনসারি বসিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। আশেপাশের কোনো গ্রামে কারো অসুখ হলেই ডাক পড়ে। ৫০-৬০ ঘর প্রজা, ধানের জমি, পুকুর ইত্যাদি নিয়ে সমৃদ্ধির সংসার। এদিকে গ্রামের মাথাও বলা চলে তাকে। একে ত ডাক্তার, তার উপর গ্রামের অশিক্ষিত মানুষকে একটি ধারায় আনতে সমিতি করেছেন, তাই সবাই একবাক্যে তাকে মেনে চলে। শান্তি নামের এক মেয়ের যখন স্থলন হয়, তখন তাকেই দারোগা ডেকে শান্তির প্রেমিককে শাসিয়ে দিতে হয়। শশাঙ্ক গ্রামে থাকতে এসব অধর্ম হতে দেওয়া যায় নাকি?

স্ত্রী সুরবালা ও সন্তান সন্ততি নিয়ে ভালোই সময় যাচ্ছিল পঁয়ত্রিশ বছয় বয়সী শশাঙ্কের। এমনই সময় কাল বৈশাখীর মতো আগমন ঘটে পান্না ওরফে সুধীরাবালার। মঙ্গলগঞ্জের বারোয়াড়িতে খেমটা নাচতে কলকাতা থেকে এসেছিল পান্না। সেই আসরে তাকে দেখেই মুগ্ধ হয়ে যায় শশাঙ্ক ডাক্তার। নিজের নীতিতে আর অটল থাকতে না পেরে মেয়ের বয়সী এক কিশোরীর প্রেমে হাবুডুবু খেতে থাকেন তিনি। সংসার ও স্ত্রীর কথা একবারও চিন্তা করেন নি। অথচ নতুন প্রেমের স্বাদ তাকে তার স্ত্রীর প্রতি বিমুখ করে তুলেছে। পান্নার সান্নিধ্যে এসে শশাঙ্ক যেন নিজেকে নতুন করে আবিষ্কার করে তোলে। কোনোদিন যা সুরবালার কাছে পায়নি, তাই যেন সোনার হরিণ হয়ে ধরা দেয় পান্নাকে নিয়ে আলাদা সংসার পাতার পর।

খুব বেশি বড় উপন্যাস না। শশাঙ্ক এবং পান্নাকে কেন্দ্রীয় চরিত্রে রেখে আনুষঙ্গিক কিছু চরিত্রের অবতারণা করেছেন লেখক। প্রেম যেকোনো সময় আসতে পারে এবং পিছুটান থাকলেও যখন নতুন প্রেম আসে তখন অস্তিত্বের যে দ্বন্দ্ব তারই রেখাপাত 'অথৈ জল' উপন্যাস। হ্যাপি রিডিং।
Profile Image for Saima  Taher  Shovon.
528 reviews196 followers
July 25, 2024
যে বই চরিত্রকে জীবন্ত করতে পারে,ডাক্তারের প্রতি ঘেন্না আর সুরবালার জন্য একরাশ মায়ার আফসোস রাখতে পারে,সে বই পড়া হলো না কেনো এতোদিন?
Profile Image for Jannatul Firdous.
89 reviews181 followers
June 2, 2022
শশাঙ্ক মুখার্জি গ্রামাঞ্চলের এক পাঁড়াগায়ের বিখ্যাত ডাক্তার। পাশাপাশি দুইটা গ্রামে তার চেম্বার। ইচ্ছা করলে শহরে গিয়ে বড় চাকরি করতে পারতেন কিন্তু পৈতৃক ভিটা ছেড়ে যাননি,লোকের সেবা করার ব্রত নিয়েছেন। সংসারের অবস্থা খুবই ভালো,একটা মোটর গাড়ি কেনার কথাও ভাবছেন। এনার আরেকটা পরিচয় আছে ইনি তার গায়ের মাথা,ডানহাত সব‌ই। এক অর্থে উনি‌ই সিদ্ধান্ত নেবেন,উনিই বাস্তবায়ন করবেন। সবাই একবাক্যে মেনেও নেয় তাকে। শশাঙ্ক ডাক্তার খুব নীতিবান মানুষ,অন্যায় দু চক্ষে সহ্য করতে পারেন না। তাইতো,যখন গ্রামের এক বিধবা মেয়ে বিপত্নীক একজন লোকের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করলো তিনি কোনোকিছু না ভেবে রাগ‌ ও ঘৃনার সাথে তাদের বিধান দিয়ে দিলেন, বিন্দুমাত্র মায়াদয়া দেখালেন না গর্ভবতী মেয়েটার প্রতি। শশাঙ্ক ডাক্তারের চরিত্র এমন খাঁটি যে শহরে থেকে কলেজে পড়ার সময়েও কোন তরুনীর দিকে চোখ তুলে তাকাননি,স্ত্রী ছাড়া আর কোন নারীকে তিনি জানেননি।

এই শশাঙ্ক ডাক্তারের জীবনে প্রেম এলো। গায়ের পালাতে খেমটা নাচ দিতে প্রতিবছর‌ই মেয়েরা আসে, শশাঙ্ক ডাক্তার এসব দেখতেও যান না। এবার অসৎ বন্ধুদের পাল্লায় পড়ে দেখতে গিয়ে পান্না নামের একটা মেয়ের সাথে পরিচয় হলো তার। মেয়েটাকে দেখামাত্র তার কি যেন হয়ে গেলো, কিছুতেই তার নীতিতে তিনি অটল থাকতে পারছেন না,মনকে বোঝাতে পারছেন না যে এসব ঠিক না। মেয়েটা যেন তাকে মনে করিয়ে দিয়েছে এতদিন তিনি যে জীবন যাপন করছিলেন তা অতি সাধারণ,অতি ক্ষুদ্র। মেয়েটার মুখের দিকে তাকালেই তিনি অন্য এক জগতকে দেখতে পান। আকর্ষনটা ঠিক পরনারী আকর্ষণ বা শারীরিক আকর্ষণ বলা যায় না,পুরো ব্যাপারটাই মনস্তাত্ত্বিক। তার জীবনে এই মেয়ের চেয়ে সুন্দরী মেয়ে অনেক দেখেছেন, কিন্তু তাদের বোন ছাড়া কিছু ভাবেননি। কিছু কিছু মানুষকে দেখলেই আপন লাগে,মনে হয় এই মানুষটা আমার টাইপ... এরকম কিছু একটা শশাঙ্ক ডাক্তারের মনে হয়েছিলো। সেই মুহূর্তে তিনি বিধবা মেয়েটা আর বিপত্নীক লোকটার প্রেমের সম্পর্কের পেছনের ভালোবাসাটাও যেন দেখতে পেলেন।

এই উপন্যাসটা আমাকে বিভূতিভূষণের আরেকটা উপন্যাসের কথা মনে করিয়ে দিলো, 'দম্পতি' দুইটা এক‌ই ধরনের বলা যায়।
Profile Image for Nusaiba.
13 reviews1 follower
February 29, 2024
সময় আর পরিস্থিতি মানুষকে সম্পূর্ণ রূপে বদলে দিতে পারে। খুব আশ্চর্য হয়েছি এই উপন্যাসের কথকের চিন্তাধারা ১৮০° বদলে যাওয়ায়! বিভূতিভূষণের এই উপন্যাস আন্ডাররেটেড, তবে আমি পড়ার জন্য সাজেস্ট করবো। ইউটিউবে অনেক অডিও বুক ও আছে এই বইটার।
Profile Image for Kafil Recherche.
61 reviews2 followers
January 12, 2024
“অথৈ জল” বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি অসমাপ্ত উপন্যাস। কোনো অজ্ঞাত কারণে তিনি উপন্যাসটি আর শেষ করে যেতে পারেননি।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। বাংলা সাহিত্যের পাঠক মাত্রই “অপরাজিত”, “আরণ্যক” ও “পথের পাঁচালী” এর স্রষ্টা বিভূতিভূষণকে চেনেন। তিনি ১৫টি অসাধারণ উপন্যাস রচনা করে গেছেন; এর মধ্যে “অথৈ জল” একটি অসমাপ্ত উপন্যাস। এসকল উপন্যাসে তিনি প্রকৃতি ও দরিদ্র মানুষের জীবন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো এঁকেছেন৷

উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে একজন গ্রাম্য ডাক্তার। মেডিকেল কলেজ থেকে পাস করা শিক্ষিত ও সুচরিত্রের অধিকারী এই ডাক্তার কলকাতায়ই চেম্বার খুলে বসতেন পারতেন। কিন্তু পিতার ইচ্ছা ছেলে গ্রামে বসবে; গ্রামের দরিদ্র মানুষের সেবা করবে। পিতার একান্ত অনুগত সন্তানেরও এক্ষেত্রে দ্বিমত ছিলো না।

পাশাপাশি দুই গ্রামে দুই ডিসপেনসারি খুলে গ্রামের মানুষের সেবা করতে থাকল৷ অত্যন্ত মর্যাদা ও সম্মানের সাথেই সেখানে ছিল। সবাই তাকে সমীহ করে চলতো। আর ঘরে ছিলো তার দেবীতুল্য এক স্ত্রী। বলতে গেলে সুখেই ছিলো তা জীবন।

অন্যায় ও অনাচার একেবারেই সহ্য করতে পারতো না ডাক্তার মহাশয়৷ তার ছিলো দৃঢ় মূল্যবোধ ও সঠিক ন্যায়বিচার। তাইতো যখন গ্রামের এক বিধবা মেয়ে এক বিপত্নীক লোকের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে, তাদের কঠোর শাস্তি দিতে পিছপা হয়নি তার হৃদয়।

গ্রামে প্রতি বছর খেমটা নাচ হয়৷ কখনো সেখানে যায় না সে। কিন্তু এবার অসৎ সংসর্গে নাচ দেখতে গেলো৷ পান্না নামের এক নর্তকীর প্রেমে আটকা পড়লো তার মন; ডুবে গেলো অথৈ জলে। তার এই আকর্ষণটা ছিলো সম্পূর্ণ মনস্তাত্ত্বিক।

কিন্তু যাই হোক, একদিন
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Aatrolita George.
49 reviews14 followers
December 26, 2023
❝পান্না যেন সুন্দরী মৎস্যনারী, অনেক দূরের অথৈজলে টানছে আমাকে ওর কুহক দৃষ্টি❞

লেখকের বর্ণন��য় পান্নার রুপের যে বাহার তার পরিচয় মেলে। পান্না যেন কল্পলোকের কোনো অপ্সরী, যে হাতছানি দিয়ে ডাকে সবাইকে তারার মোহজালে। লেখকের সুন্দর বর্ণনায় তা যেন আরো প্রাণ পায়।
গল্পের নায়ক একজন ডাক্তার, গ্রামাঞ্চলে রোগী দেখে ভালোই দিন যায় তার।গ্রামের কোনো এক নাচের আসরে পান্না কে দেখে তার হিতবুদ্ধি সব লোপ পায়,সেই মোহে পরে যায় সে।কি এমন যাদু ছিল তার যার কারণে ডাক্তার তার সংসারের যাবতীয় দায় দায়িত্ব থেকে অবসর নিয়ে পান্নার কাছে ছুটে যায়। বিভূতির লেখার ধরণ সম্পর্কে সবাই কমবেশি জানেন, কি অদ্ভুত সুন্দর করে তিনি ঘটনাপ্রবাহ বর্ণনা করেন।কিন্তু সবচেয়ে দুখের কথা,লেখাটা অসমাপ্ত।গল্পের বাকি অংশ পড়বার জন্য যে হাহাকার তা বয়ে বেড়ানো ভারী কষ্টের। কি ছিল লেখকের মনে? কিভাবে শেষ করতে চেয়েছিলেন তিনি এই কাহিনী? বাকিটুকু নিজের ভেবে নেয়া ছাড়া উপায় নেই যেন আর।
Profile Image for Mithun Samarder.
156 reviews2 followers
July 17, 2023
একজন ডাক্তার। তার বউ ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার। যে বাজারে চেম্বারে বসে সেই বাজারে একদিন গানের আসর বসে। ডাক্তার নাচ গানের আসরে যায়। তারপর ডাক্তার অথৈজলে পড়ে যান। সেই জল থেকে তিনি কি আদৌ ডাঙায় উঠতে পারেন? সেই জল কি আদৌও জল? নাকি অন্যকিছু? এটা জানতে হলে পড়তে হবে অথৈজল। ঘোর লাগা এক উপন্যাস। বিভূতিভূষণের বইয়ের গল্পের ভাঁজ সাধারণত এক রৈখিক হয় কিন্তু এটা আলাদা। পাঠককে ধরে রেখেছেন উপন্যাসের শেষ লাইন পর্যন্ত। এখানেই এই বইয়ের স্বার্থকতা। যযথারীতি পাঁচে পাঁচ।
Profile Image for Gain Manik.
362 reviews5 followers
March 31, 2024
অসম প্রেম, ধরণ কিছুটা দম্পতি উপন্যাসের মত। তবে এখানে ডাক্তারবাবু শেষ পর্যন্ত মোহ ত্যাগ করতে পারেন কিন্তু দম্পতি উপন্যাসের গদাধর শেষ পর্যন্ত তা পারেননি
Profile Image for Samiun.
1 review
December 22, 2024
বিভূতি বাবুর জাদু নিয়ে কি আর বলবো!
Profile Image for Rajon  Das.
21 reviews6 followers
January 4, 2024
First read of the year. Nothing better to start with a Bibhuti.
Profile Image for Juthi.
36 reviews
April 21, 2025
গ্রামের একজন ডাক্তারের সাধারণ জীবন - যাপন নিয়ে গল্প শুরু হয় । ডাক্তার শশাঙ্ক বাবুর জীবন এক সরল রেখায় চলছিলো। গ্রামের মানুষের চিকিৎসা, ছোট খাটো গ্রামের সমস্যা মীমাংসা , স্ত্রী পুত্র নিয়ে সাধারণ জীবন যাপনের মধ্যেই তার জীবন সীমাবদ্ধ । গ্রাম্য ডাক্তার হিসেবে তাঁকে সবাই মান্য করে, এবং তেল দিয়ে চলে কিন্তু ভেতরে ভেরতে অনেকেই তাঁকে তেমন পছন্দ করে না । তবে তাকে সবাই ভালো মানুষ হিসেবেই জানে। গ্রামের শ্রদ্ধাশীল ব্যাক্তি সে , তার সাধারণ জীবনে একদিন ঝড় এলো। ভালোবাসার কিংবা মোহ তাঁকে পথভ্রষ্ট করে দিল হঠাৎ করে। পঁয়ত্রিশ বছরের ডাক্তারের নেশা জাগে এক পনেরো-ষোলো বছরের খেমটাওয়ালীর প্রতি। তারপর? তারপর যা হয়, এই নেশা ডাক্তারকে সংসার ,সমাজ ত্যাগ করতে বাধ্য করে। খেমটাওয়ালীও ডাক্তারের হাতে হাত রেখে পাড়ি দেয় অজানায়। বয়সের এত পার্থক্য থাকার পরেও যেন ভালোবাসার অভিনব রূপ দেখে ডাক্তার। ডাক্তারের জীবন পাল্টে যায় মুহুর্তেই, সমাজের মানুষের শ্রদ্ধা, যশ, ক্ষ্যাতি, টাকা- পয়সা ,স্ত্রী, পুত্র, কোন কিছুই তার নেশার কাছে টিকতে পারলো না। সে ঘর ছেড়ে দিলো মোহে পরে৷ সাধারণ একজন খেমটাওয়ালি তাঁর পঁয়ত্রিশ বছরের অর্জন এক মুহুর্তে কেড়ে নিল যেন। তার পর কি হলো? সেই খেমটাওয়ালী কি বাঁধা পড়েছিল? নাকি মোহে ফেলেই চলে গিয়েছিল?

"অথৈ জল "বিভূতিভূষণের অসমাপ্ত লেখা। হুমায়ুন আহমেদ এর গল্পের মতো শেষ হয়ে যেন হইলো না শেষ। বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের লেখায় সব সময় সমাজে সত্য উঠে আসে। আমাদের চার পাশে অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত শশাঙ্ক ডাক্তারের মতো মোহে পড়ে ঘর সংসার ত্যাগ করে কিংবা স্ত্রীর আড়ালে অনত্র সংসার পাতে। এই উপন্যাসেও তেমই একটি গল্প উঠে এসেছে। একদিনের ব্যবধানে সব ফেলে একজন ভদ্রলোক কীভাবে সংসার থেকে চলে যায় অনত্র গিয়ে একজন খেমটাওয়ালির সঙ্গে সংসার পাতে। গল্পটি পড়তে আমার বেশ বিরক্ত লেগেছে ডাক্তারের উপর এমন পুরুষ সমাজের জন্য কখনোই কাম্য নয়। 'সুরবালা'র প্রতি আমার অসম্ভব মায়া লেগেছে । দেবীর মতো এক সরলা স্ত্রীকে কয়েক রাত্রের ব্যবধানে ভুলে যেতে পারে ডাক্তার? ভালোবাসার নেশা তো বড্ড বাজে। এই নেশা মানুষকে যন্ত্র বানিয়ে দেয় কিংবা বাস্তবিক জ্ঞান বাদ দিয়ে নিয়ে যায় অন্য জগতে, ভালোবাসার টানে। না মানে সমাজ , না মানে সম্পর্ক।

অথৈ জল পড়ে কেমন লেগেছে জানতে চাইলে আমি বলব বইটা পড়ে সমাজের মানুষের সম্পর্কে ধারণা পাওয়া যাবে তবে গল্পটা পড়ে বিরক্ত লাগবে। বইটা অসমাপ্ত সেই জন্য আরও খারাপ লেগেছে সমাপ্তি থাকলে হয়তো আরেকটু ভালো লাগতো। সবমিলিয়ে মোটামুটি টাইপ একটা বই বলা যায়।

বই: অথৈ জল
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রকাশনী : অধ্যায় প্রকাশনী
পৃষ্টা : ১৭৬
মুদ্রিত মূল্য : ৩২০

রেটিং : ২.৫/৫
Displaying 1 - 11 of 11 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.