আতিক উল্লাহ হুজুরের সবগুলা বই সবগ্রহে আছে।অনান্য বইগুলো বিভিন্ন ছোট গল্পের সংকলন এবং কোরআন নিয়ে সেরা একটা বই আছে উনার 'আই লাভ কোরআন'।নিজের লেখা উপন্যাস হুজুরের দুটি।প্রথমতটা 'ইশকুল অব লাভ' আর এটা।ইশকুল অব লাভ আস্ত একটা ভালোবাসা।আহা কি সুন্দর আর পবিত্র গল্পের সান্নিধ্য পেয়েছিলাম ইশকুল অব লাভ পড়ে।
এই বইটিও তার ব্যতিক্রম হয়।কলেবরে অনেক বড় সাইজের বই হলেও বইটি পড়তে অনেক মজা পেয়েছি।তৃপ্তি নিয়ে পড়তে পেরেছি।গল্পের গাথুনি অনেক সুন্দর ছিলো।কিছু চরিত্রকে নিজের মধ্যে ধারণ করার ইচ্ছা জাগে।সর্বোপরি ইশকুল অব লাভের পর এই বইটা আমার পড়া আতিক উল্লাহ হুজুরের সেরা উপন্যাস।
জীবনের লক্ষ্য ও উদেশ্য যদি ঠিক থাকে তাহলে অনেক কিছুই করা যায় । কোন প্রতিকুল পরিবেশ ,শিক্ষা ,দারিদ্র কোন কিছুই বাধা হতে পারে না। চাই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দুয়া করার ক্ষমতা এবং উম্মাহর জন্য দরদ।বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা নিজেই করিয়ে নিবেন তার দয়া ও মেহেরবানিতে ।
বই কে মুলত দু-ভাগে ভাগ করা যায়, বা করলেই ভালো। প্রথম অংশে দু'জন সংগ্রামী বীরের কথা উঠে এসেছে (বরাবরের মতো বাংলা ভাষীদের কাছে অখ্যাত), যারা নিজেদের কর্মক্ষেত্রে তারকার মতো। কিন্তু মিডিয়ার মারপ্যাচে হোক বা আমাদের আগ্রহ না থাকায় আমরা তাদের সম্পর্কে জানতে পারি না।
প্রথম জন কুয়েতি দানবীর ও সমাজসেবক শায়খ আবদুর রহমান আস-সুমাইত, দ্বিতীয় জন বসনিয়ান মুসলিম নেতা আলিয়া ইজেতবেগভিচ সম্পর্কে। পরের অংশে ছিল– উপন্যাস।
উপন্যাসে গ্রামীণ পরিবেশের বর্ণনা মন ছুয়েছে, তার সাথে মন ছুঁয়ে গেছে নাবিলার ধৈর্য। আর ফিলিস্তিনি কন্যা 'রুফাইদা'র নামখানি। গ্রাম ছেড়ে লন্ডন হয়ে আমি বইয়ের মাধ্যমে ঘুরে এসেছি বেশ কিছু জায়গা। বিশেষত, ফালাস তিনিদের টিকে থাকার গল্পে চুমুক দিয়ে এসেছি। সাথে নিয়ে এসেছি জালিমের দেওয়া বেদনা।
অলসতার কারণে লম্বা রিভিউ লেখা থেকে বিরত থাকলাম। তবে এ অনুরোধ রইলো যে– হাতে বেশ কিছু সময় নিয়ে শুরুর দু'জন ব্যক্তি সম্পর্কে জানলে আমাদের ভাই ও বোনদের অনেক হীনমন্যতা কেটে যাবে বলে আমার বিশ্বাস। আর উপন্যাসের 'নাবিলা' চরিত্রের সংযম কেউ নিজের ভেতর ধারণ করতে পারলে পুরো মাশাআল্লাহ হয়ে যাবে বলে মনে করি।
আর প্রচ্ছন্নভাবে 'কুরআন' আত্মস্থ করণের যে বার্তা দেওয়া হয়েছে তার কথা বিশেষ করে না বলি আর। বই পড়লেই বুঝে যাবেন ইন শাআল্লাহ। শুরু করেছিলাম বেশ কিছু প্রশ্ন নিয়ে–
দাওয়াহ, সংগ্রাম, বিশ্ব রাজনীতির হালকা স্বাদ, গ্রামীণ বাংলার পরিবেশ ও আদর্শ সমাজের স্বপ্ন কি বুনেন নি লেখক এক বইয়ে? এসব প্রশ্ন করে বই শুরু করলেও উত্তর পাওয়া যাবে আরো বেশি, ইন শাআল্লাহ।