গত শতকের ছয়-দশকের অন্যতম কবি ভাস্কর চক্রবর্তী তার মেদুর কাব্যভাষায় বাংলা কবিতার পাঠককে মুগ্ধ করেছেন বারবার। আবির্ভাবেই আকর্ষিত হয়েছেন তরুণ পাঠক। অত্যন্ত জনপ্রিয় এই কবিকে ঘিরে স্বপ্নিল হয়ে উঠেছে নবীন প্রজন্মের আবেগ ও আশ্লেষ। বিদগ্ধ মহলেও আলোচিত হয়েছেন সমান অনুধ্যানে। 'রাস্তায় আবার' কবির তৃতীয় কাব্যগ্রন্থ। বিষণ্ণতা ও মন-খারাপের সুরেলা রঙ এক মায়াময় ভঙ্গিমায় জড়িয়ে আছে বইটির প্রতিটি কবিতায়। সমকালীন সময়ের ঘাত-প্রতিঘাত, রাজনৈতিক অস্থিরতার ধারাবিবরণী নয়; অত্যন্ত রোমান্টিক ভাবনার কবি ভাস্কর পারিপার্শ্বিক জীবন থেকে সযত্নে সংগ্রহ করেছেন অমূল্য সব উপাদান, যা তাঁর তৃতীয় কবিতা- বইটিকে ভিন্নতর উচ্চতায় পৌঁছে দিতে পেরেছে। 'আমি শুধু ঘুরি, আর/ ঘুরে মরি।/ চেয়ে দেখি, আমার জীবনে/ শুধু রাস্তা পড়ে আছে ধূ ধূ রাস্তা পড়ে আছে শুধু।' এমন দুরপণেয় বিষন্নতায় নির্ঘম থাকেন বলেই হয়তো, তাঁর কবিতায় শব্দ যত না বাজে, সাদা স্পেস ‘ধূ ধূ রাস্তা' হয়ে বিছিয়ে থাকে ততোধিক বাঙময় নৈরাশ্য-মায়ায়।
ভাস্কর চক্রবর্তী (Bhaskar Chakraborty, কোথাও কোথাও Bhaskar Chakrabarti) (১৯৪৫-২০০৫) একজন বাঙালী কবি, এবং গদ্যকার।
জন্ম দেশভাগের দুই বছর আগে, কোলকাতার বরানগরে। পড়েছেন ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজে। প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১০, প্রথম কাব্যগ্রন্থ বহুল আলোচিত শীতকাল কবে আসবে সুপর্ণা (১৯৭১)। লেখালেখির শুরু ষাটের দশকের মাঝখানে, লিখেছেন টানা চল্লিশ বছর, মৃত্যুর আগ অব্দি। পেশাগত জীবনে তিনি ছিলেন স্কুল শিক্ষক।
তাঁর অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে এসো , সুসংবাদ এসো (১৯৮১), রাস্তায় আবার (১৯৮৩), দেবতার সঙ্গে (১৯৮৬), আকাশ অংশত মেঘলা থাকবে (১৯৮৯), স্বপ্ন দেখার মহড়া (১৯৯৩), তুমি আমার ঘুম (১৯৯৮), নীল রঙের গ্রহ (১৯৯৯), কীরকম আছো মানুষেরা (২০০৫), জিরাফের ভাষা (২০০৫)। গদ্যগ্রন্থের মাঝে প্রিয় সুব্রত, শয়নযান উল্লেখযোগ্য।